মোহাম্মদ নাসিরুদ্দিন-কে

কাজী নজরুল ইসলাম

মোহাম্মদ নাসিরুদ্দিন-কে

কৃষ্ণনগর

৩০-১২-২৬

(১৫ পৌষ ১৩৩৩)

প্রিয় নাসিরুদ্দিন সাব,

এখন রাত্রি। এই মাত্র ‘মিসেস এম. রহমান’শীর্ষক কবিতাটি শেষ করে আপনাকে এই চিঠি লিখছি।

আপনার দুইখান Post card-ই পেয়েছি, মঈনের৩ চিঠিও পেয়েছি। একেবারে কবিতার সাথে চিঠি দেব বলে আর আলাদা চিঠি দিইনি; কিছু মনে করবেন না। আমি গাজি আবদুল করিমের৪ বন্দি-জীবন নিয়ে একটা কবিতা লিখছিলাম, এমন সময় মার (মিসেস এম. রহমানের) মৃত্যু-সংবাদ পেয়ে আমার আবার সব গুলিয়ে গেল। বাড়িতে কান্নাকাটি পড়ে গিয়েছিল। আপন পেটের ছেলের চেয়েও বেশি স্নেহ করতেন মা আমায়। আমি তার প্রতিদানে কিছুই দিতে পারিনি। আমি আজ দেউলিয়া হয়ে যেন জীবনের জোয়ার-ভাঁটা দেখছি শুধু। মন বড়ো খারাপ তাই এখন মার নামে যে কবিতাটি পাঠালাম – এটাই মাঘের সওগাতের প্রথমে দিয়ে দেবেন। মা আমায় ভালোবাসতেন বলেই যে এ দাবি করছি, তা নয়। মূলত সাহিত্যের দিক থেকেও এ দাবি করবার মতো গুণ মার ছিল।৫ এটা ছেপে দিলে আমি বড়ো খুশি হব, মাও বেহেস্ত হতে তাঁর অবহেলিত প্রতিভার অসময়ে কদর দেখে হয়তো শান্তি লাভ করবেন। আপনাকে অধিক লেখা নিষ্প্রয়োজন।

আমার শরীর আজও যথেষ্ট দুর্বল। জ্বর আর আসছে না। নানান চিন্তায়, বিপদে মন বা মস্তিষ্ক স্থির নেই – ‘যা’আসছে কলমে, লিখে যাচ্ছি।

‘সওগাত’হতে কিছু নিতে আমার কষ্ট হয়। আপনি এটা ঋণ দিচ্ছেন মনে করে দেবেন। আমার বইয়ের দাম হতে এ ঋণের টাকা কেটে নেবেন। আমি হয়তো এক সপ্তাহের মধ্যেই বা পরেই কলকাতা যাব, ইনসাল্লাহ। যদি আপনার কষ্ট না হয়, তাহলে গোটা বিশেক টাকা পাঠালে বড়ো উপকৃত হতুম। গোপালদা৬ একশো টাকার সব টাকা দেননি। চিঠি লিখে উত্তর পাইনি। ও-টাকাটা এলে আপনাকে বিব্রত করতাম না লিখে। গোপালদাকে কিছু বলবেন না যেন। এখানেও তাই অনেক ঋণ হয়ে গেছিল –টাকা পেলেই কিছু কিছু করে তার শোধ দিতে হয়। অন্য পাবলিশারের কাছেও টাকা পাচ্ছিনে চিঠি লিখে; লেখার দামও পাচ্ছিনে – যেখানে যেখানে যেখানে পাওয়ার কথা। আপনাকে আমি অসংকোচে সব কথা লিখলাম বলে আপনার হাতে না থাকলে বিব্রত হওয়ার দরকার নেই। আমি তাতে বিন্দুমাত্র দুঃখিত হব না। এ ‘নিত নাই’-এর সমস্যা পূরণ আমাকে করতে হবে এবার কলকাতা গিয়ে।

হ্যাঁ, ফাল্গুনের সওগাতের জন্য ওই গাজি আবদুল করিমের উপর লেখা কবিতাটা পাঠিয়ে দেব ২/৪ দিনের মধ্যেই শেষ করে। গজল-গান দুটো মাঘের সওগাতে দিতে পারেন, মাঝে বা শেষে। ফাল্গুনের জন্য আরও দুটো গজল পাঠিয়ে দেব। স্বরলিপি পাচ্ছি ২/১ দিনের মধ্যেই। বার্ষিক সওগাতের আর কত দেরি? পত্রোত্তরের প্রতীক্ষায় রইলাম।

দলসুদ্ধ সকলে ভালোবাসা নিন। এখানে আর সকলে ভালো। শামসুদ্দিন সাহেবকে আমার জন্য অনেক গাল খেতে হচ্ছে হয়তো, না? ইতি।

                          প্রাণসিক্ত

                          নজরুল

.

কৃষ্ণনগর

১০.২.২৭

স্নেহভাজনেষু

মঈন! বহুদিন তোকে আর পত্র দিতে পারিনি! আবার জ্বরে পড়েছিলাম। কাল জ্বর-শয্যা ছেড়ে উঠেছি। আজও ‘গাজী আবদুল করিম’ কবিতাটা শেষ করতে পারিনি জ্বরের জন্য। আজ কিংবা কাল শেষ করব ইচ্ছা আছে। জ্বরে আমার শরীর ও মনের ক্ষতিই করলে না শুধু, কাব্যেরও বড়ো ক্ষতি করলে। নাসিরুদ্দিন সাহেব না জানি কী মনে করছেন। তুই বুঝিয়ে বলিস তাঁকে। তাঁকে আলাদা চিঠি দিলাম না, একেবারে কবিতার সঙ্গে চিঠি দেব বলে অপেক্ষা করছি। তিনি এতদিনে বোধ হয় বাড়ি হতে ফিরেছেন। ফাল্গুনের ‘সওগাত’-এর কতদূর? এখানে আর সব ভালো। হাঁ Variety entertainment – এর কী কতদূর করলি জানাবি। যত তাড়াতাড়ি হয় ততই ভালো আমার পক্ষে। কেন-না, আমার অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে উঠছে। আর সপ্তাহ-খানিকের মধ্যে কি পারবিনে? নাসির সাহেবকে জিজ্ঞাসা করে জানাস। আমি সেইরূপভাবে প্রস্তুত হব। আশা করি ভালো আছিস। অন্যান্য খবর দিস। স্নেহাশিস নে। ইতি –

                          শুভার্থী

                          নজরুল

সকল অধ্যায়

১. মৌলবি আবদুল গফুরকে
২. সম্পাদক, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা-কে
৩. পবিত্র গঙ্গোপাধ্যায়কে
৪. আলি আকবর খান-কে
৫. মোহাম্মদ আফজলউল হক-কে
৬. মাহফুজুর রহমান-কে
৭. বলাই দেবশর্মা-কে
৮. হবীবুল্লাহ বাহার-কে
৯. মুরলীধর বসু-কে
১০. আনওয়ার হোসেন-কে
১১. ইব্রাহিম খাঁ-কে
১২. শচীন কর-কে
১৩. শৈলজানন্দ মুখোপাধ্যায়-কে
১৪. শামসুন নাহার-কে
১৫. গোপাললাল সান্যাল-কে
১৬. মোহাম্মদ মঈনুদ্দীন-কে
১৭. ব্রজবিহারী বর্মণ-কে
১৮. মোহাম্মদ নাসিরুদ্দিন-কে
১৯. উমাপ্রসাদ মুখোপাধ্যায়-কে
২০. আবুল হোসেন-কে
২১. নওরোজ সম্পাদক-কে
২২. মন্মথ রায়-কে
২৩. কাজী মোতাহার হোসেন-কে
২৪. মিস ফজিলতুন্নেসা-কে
২৫. আবদুল কাদির-কে
২৬. নবশক্তি সম্পাদক-কে
২৭. আজিজুল হাকিম-কে
২৮. ড. কাজী মোহাম্মদ আবদুল হামিদ-কে
২৯. এম সিরাজুল হক-কে
৩০. নারায়নগঞ্জ সংগীত-সংসদের অভ্যর্থনা-সমিতির সভাপতি-কে
৩১. বিরজাসুন্দরী দেবী-কে
৩২. কাজী কায়েম হোসেন সাহেব-কে
৩৩. রবীন্দ্রনাথ ঠাকুর-কে
৩৪. মাহমুদা খাতুন-কে
৩৫. জসীমউদ্দীন-কে
৩৬. অতুলচন্দ্র দত্ত-কে
৩৭. কুমুদরঞ্জন মল্লিক-কে
৩৮. বাংলা মাদ্রাসা ও মক্তবের মৌলভী সাহেবদের প্রতি
৩৯. নার্গিস আসর খানম ওরফে সৈয়দা খাতুন-কে
৪০. বরদাচরণ মজুমদার-কে
৪১. কাজী অনিরুদ্ধ ইসলাম-কে
৪২. ইজাবউদ্দীন আহমদ-কে
৪৩. বঙ্গীয় মুসলিম সভায় পাঠের জন্য
৪৪. মীজানুর রহমান-কে
৪৫. সুফী জুলফিকার হায়দর-কে
৪৬. ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরী-কে
৪৭. কার্ত্তিকচন্দ্র চক্রবর্তী-কে
৪৮. কালিদাস রায়-কে
৪৯. মতিলাল রায়-কে
৫০. ড. কাজী মোহাম্মদ আবদুল হামিদ-কে
৫১. নিখিল বঙ্গীয় তরুণ মুসলমান সমিতির উদ্দেশ্যে
৫২. সুবোধ রায়-কে
৫৩. প্রাণতোষ চটোপাধ্যায়-কে
৫৪. বাংলার তৎকালীন হক মন্ত্রীসভার প্রধান মন্ত্রী-কে
৫৫. শ্যামলাল সরকার-কে
৫৬. বীরেন্দ্রকুমার সেনগুপ্ত-কে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন