তসলিমা নাসরিন
মাসি
(বাংলাদেশ তসলিমার মা, পশ্চিমবঙ্গ তসলিমার মাসি–অন্নদাশংকর রায়)
মায়ের চেয়ে মাসির দরদ বেশি ছিল,
একটা সময় এমন কথাও বলতো লোকে।
বন বাদাঁড় আর নদ পেরিয়ে, মাসির কোলে
এসেছিলাম কাঁদতে আমি মায়ের শোকে।
মাসিই কিনা কোল দিল না,
কাঁদার জন্য কাঁধ দিল না,
মাসির প্রিয় বুনো ফুল,
হঠাৎ হল চক্ষুশূল।
সকাল সন্ধে মাসিই তাড়ায়, মাসিই বলে মর গে যা,
কোথায় যাবে অনাথ মেয়ে, কোন মুলুকে খুঁজবে মা?
২৬.০২.০৮
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন