রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এ মানসের কানন কাঙাল
 শীর্ণ শুষ্ক বাহু মেলি বহু দীর্ঘকাল
 আছে ক্রুদ্ধ ঊর্ধ্ব-পানে চাহি। ওহে নাথ,
 এ রুদ্র মধ্যাহ্ন-মাঝে কবে অকস্মাৎ
 পথিক পবন কোন্ দূর হতে এসে
 ব্যগ্র শাখাপ্রশাখায় চক্ষের নিমেষে
 কানে কানে রটাইবে আনন্দমর্মর,
 প্রতীক্ষায় পুলকিয়া বনবনান্তর।
 গম্ভীর মাভৈঃমন্দ্র কোথা হতে ব’হে
 তোমার প্রসাদপুঞ্জ ঘনসমারোহে
 ফেলিবে আচ্ছন্ন করি নিবিড়ছায়ায়।
 তার পরে বিপুল বর্ষণ। তার পরে
 পরদিন প্রভাতের সৌম্যরবিকরে
 রিক্ত মালঞ্চের মাঝে পূজাপুষ্পরাশি
 নাহি জানি কোথা হতে উঠিবে বিকাশি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন