রবীন্দ্রনাথ ঠাকুর
আমার সকল অঙ্গে তোমার পরশ
 লগ্ন হয়ে রহিয়াছে রজনী-দিবস
 প্রাণেশ্বর, এই কথা নিত্য মনে আনি
 রাখিব পবিত্র করি মোর তনুখানি।
 মনে তুমি বিরাজিছ, হে পরম জ্ঞান,
 এই কথা সদা স্মরি মোর সর্বধ্যান
 সর্বচিন্তা হতে আমি সর্বচেষ্টা করি
 সর্বমিথ্যা রাখি দিব দূরে পরিহরি।
 হৃদয়ে রয়েছে তব অচল আসন
 এই কথা মনে  রেখে করিব শাসন
 সকল কুটিল দ্বেষ, সর্ব অমঙ্গল–
 প্রেমেরে রাখিব করি প্রস্ফুট নির্মল।
 সর্ব কর্মে তব শক্তি এই জেনে সার
 করিব সকল কর্মে তোমারে প্রচার।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন