রবীন্দ্রনাথ ঠাকুর
ঘাটে বসে আছি আনমনা,
 যেতেছে বহিয়া সুসময়।
 এ বাতাসে তরী ভাসাব না
 তোমা-পানে যদি নাহি বয়।
 দিন যায় ওগো দিন যায়,
 দিনমণি যায় অস্তে।
 নাহি হেরি বাট, দূরতীরে মাঠ
 ধূসর গোধূলিধূলিময়।
 ঘরের ঠিকানা হল না গো,
 মন করে তবু যাই-যাই।
 ধ্রুবতারা তুমি যেথা জাগ’
 সে দিকের পথ চিনি নাই।
 এত দিন তরী বাহিলাম,
 বাহিলাম তরী যে পথে,
 শতবার তরী ডুবুডুবু করি
 সে পথে ভরসা নাহি পাই।
 তীর-সাথে হেরো শত ডোরে
 বাঁধা আছে মোর তরীখান।
 রশি খুলে দেবে কবে মোরে,
 ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।
 কোথা বুক-জোড়া খোলা হাওয়া,
 সাগরের খোলা হাওয়া কই!
 কোথা মহাগান ভরি দিবে কান,
 কোথা সাগরের মহাগান!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন