রবীন্দ্রনাথ ঠাকুর
বাসনারে খর্ব করি দাও হে প্রাণেশ।
 সে শুধু সংগ্রাম করে লয়ে এক লেশ
 বৃহতের সাথে। পণ রাখিয়া নিখিল
 জিনিয়া নিতে সে চাহে শুধু এক তিল।
 বাসনার ক্ষুদ্র রাজ্য করি একাকার
 দাও মোরে সন্তোষের মহা অধিকার।
 অযাচিত যে সম্পদ অজস্র আকারে
 ঊষার আলোক হতে নিশার আঁধারে
 জলে স্থলে রচিয়াছে অনন্ত বিভব–
 সেই সর্বলভ্য সুখ অমূল্য দুর্লভ
 সব চেয়ে। সে মহা সহজ সুখখানি
 পূর্ণশতদলসম কে দিবে গো আনি
 জলস্থল-আকাশের মাঝখান হতে,
 ভাসাইয়া আপনারে সহজের স্রোতে!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন