বিচ্ছেদের শান্তি

রবীন্দ্রনাথ ঠাকুর

 সেই ভালো, তবে তুমি যাও। তবে আর কেন মিছে করুণনয়নে আমার মুখের পানে চাও? এ চোখে ভাসিছে জল, এ শুধু মায়ার ছল, কেন কাঁদি তাও নাহি জানি। নীরব আঁধার রাতি, তারকার ম্লান ভাতি মোহ আনে বিদায়ের বাণী। নিশিশেষে দিবালোকে এ জল রবে না চোখে, শান্ত হবে অধীর হৃদয়— জাগ্রত জগৎ-মাঝে ধাইব আপন কাজে, কাঁদিবার রবে না সময়। দেখেছি অনেক দিন বন্ধন হয়েছে ক্ষীণ ছেঁড় নাই করুণার বশে। গানে লাগিত না সুর, কাছে থেকে ছিলে দূর, যাও নাই কেবল আলসে। পরান ধরিয়া তবু পারিতাম না তো কভু তোমা ছেড়ে করিতে গমন। প্রাণপণে কাছে থাকি দেখিতাম মেলি আঁখি পলে পলে প্রেমের মরণ। তুমি তো আপনা হতে এসেছ বিদায় ল’তে— সেই ভালো, তবে তুমি যাও। যে প্রেমেতে এত ভয় এত দুঃখ লেগে রয় সে বন্ধন তুমি ছিঁড়ে দাও। আমি রহি এক ধারে, তুমি যাও পরপারে, মাঝখানে বহুক বিস্মৃতি— একেবারে ভুলে যেয়ো, শত গুণে ভালো সেও, ভালো নয় প্রেমের বিকৃতি। কে বলে যায় না ভোলা! মরণের দ্বার খোলা, সকলেরই আছে সমাপন। নিবে যায় দাবানল, শুকায় সমুদ্রজল, থেমে যায় ঝটিকার রণ। থাকে শুধু মহা শান্তি, মৃত্যুর শ্যামল কান্তি, জীবনের অনন্ত নির্ঝর— শত সুখ দুঃখ দ’লে কালচক্র যায় চলে, রেখা পড়ে যুগ-যুগান্তর। যেখানে যে এসে পড়ে, আপনার কাজ করে, সহস্র জীবন-মাঝে মিশে, কত যায় কত থাকে, কত ভোলে কত রাখে, চলে যায় বিষাদে হরিষে। তুমি আমি যাব দূরে— তবুও জগৎ ঘুরে, চন্দ্র সূর্য জাগে অবিরল, থাকে সুখ দুঃখ লাজ, থাকে শত শত কাজ, এ জীবন হয় না নিষ্ফল। মিছে কেন কাটে কাল, ছিঁড়ে দাও স্বপ্নজাল, চেতনার বেদনা জাগাও— নূতন আশ্রয়-ঠাঁই, দেখি পাই কি না পাই— সেই ভালো তবে তুমি যাও। 

সকল অধ্যায়

১. ভুলে
২. ভুল-ভাঙা
৩. বিরহানন্দ
৪. ক্ষণিক মিলন
৫. শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬. আত্মসমর্পণ
৭. নিষ্ফল কামনা
৮. সংশয়ের আবেগ
৯. বিচ্ছেদের শান্তি
১০. তবু
১১. একাল ও সেকাল
১২. আকাঙ্ক্ষা
১৩. নিষ্ঠুর সৃষ্টি
১৪. প্রকৃতির প্রতি
১৫. মরণস্বপ্ন
১৬. কুহুধ্বনি
১৭. পত্র
১৮. সিন্ধুতরঙ্গ
১৯. শ্রাবণের পত্র
২০. নিষ্ফল প্রয়াস
২১. হৃদয়ের ধন
২২. প্রকাশবেদনা
২৩. নিভৃত আশ্রম
২৪. নারীর উক্তি
২৫. পুরুষের উক্তি
২৬. শূন্য গৃহে
২৭. জীবনমধ্যাহ্ণ
২৮. শ্রান্তি
২৯. বিচ্ছেদ
৩০. মানসিক অভিসার
৩১. পত্রের প্রত্যাশা
৩২. বধূ
৩৩. ব্যক্ত প্রেম
৩৪. গুপ্ত প্রেম
৩৫. অপেক্ষা
৩৬. দুরন্ত আশা
৩৭. দেশের উন্নতি
৩৮. বঙ্গবীর
৩৯. সুরদাসের প্রার্থনা
৪০. নিন্দুকের প্রতি নিবেদন
৪১. কবির প্রতি নিবেদন
৪২. পরিত্যক্ত
৪৩. ধর্মপ্রচার
৪৪. নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫. মায়া
৪৬. বর্ষার দিনে
৪৭. মেঘের খেলা
৪৮. ধ্যান
৪৯. পূর্বকালে
৫০. অনন্ত প্রেম
৫১. আশঙ্কা
৫২. ভালো করে বলে যাও
৫৩. মেঘদূত
৫৪. অহল্যার প্রতি
৫৫. গোধূলি
৫৬. উচ্ছৃঙ্খল
৫৭. আগন্তুক
৫৮. বিদায়
৫৯. সন্ধ্যায়
৬০. শেষ উপহার
৬১. মৌন ভাষা
৬২. আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন