শ্রাবণের পত্র

রবীন্দ্রনাথ ঠাকুর

বন্ধু হে, পরিপূর্ণ বরষায় আছি তব ভরসায়, কাজকর্ম করো সায়, এস চট্‌পট্‌! শামলা আঁটিয়া নিত্য তুমি কর ডেপুটিত্ব, একা প’ড়ে মোর চিত্ত করে ছট্‌ফট্‌। যখন যা সাজে ভাই তখন করিবে তাই, কালাকাল মানা নাই কলির বিচার! শ্রাবণে ডেপুটিপনা এ তো কভু নয় সনা— তন প্রথা, এ যে অনা-সৃষ্টি অনাচার। ছুটি লয়ে কোনোমতে পোট্‌মাণ্টো তুলি রথে সেজেগুজে রেলপথে করো অভিসার। লয়ে দাড়ি লয়ে হাসি অবতীর্ণ হও আসি, রুধিয়া জানালা শাসি বসি একবার। বজ্ররবে সচকিত কাঁপিবে গৃহের ভিত, পথে শুনি কদাচিৎ চক্র খড়্‌খড়্‌। হা রে রে ইংরাজ-রাজ, এ সাধে হানিলি বাজ— শুধু কাজ, শুধু কাজ, শুধু ধড়্‌ফড়্‌। আম্‌লা-শাম্‌লা-স্রোতে ভাসাইলি এ ভারতে, যেন নেই ত্রিজগতে হাসি গল্প গান— নেই বাঁশি, নেই বঁধু, নেই রে যৌবনমধু, মুছেছে পথিকবধূ সজল নয়ান। যেন রে শরম টুটে কদম্ব আর না ফুটে, কেতকী শিহরী উঠে করে না আকুল— কেবল জগৎটাকে জড়ায়ে সহস্র পাকে গবর্মেণ্ট পড়ে থাকে বিরাট বিপুল। বিষম রাক্ষস ওটা, মেলিয়া আপিস-কোটা গ্রাস করে গোটা গোটা বন্ধুবান্ধবেরে— বৃহৎ বিদেশে দেশে কে কোথা তলায় শেষে কোথাকার সর্বনেশে সর্বিসের ফেরে। এ দিকে বাদর ভরা, নবীন শ্যামল ধরা, নিশিদিন জল-ঝরা সঘন গগন। এ দিকে ঘরের কোণে বিরহিণী বাতায়নে, দিগন্তে তমালবনে নয়ন মগন। হেঁট মুণ্ড করি হেঁট মিছে কর agitate, খালি রেখে খালি পেট ভরিছ কাগজ। এ দিকে যে গোরা মিলে কালা বন্ধু লুটে নিলে, তার বেলা কী করিলে নাই কোনো খোঁজ। দেখিছ না আঁখি খুলে ম্যাঞ্চেস্ট্র লিভারপুলে দেশী শিল্প জলে গুলে করিল Finish। ‘আষাঢ়ে গল্প’ সে কই, সেও বুঝি গেল ওই আমাদের নিতান্তই দেশের জিনিস। তুমি আছ কোথা গিয়া, আমি আছি শূন্যহিয়া, কোথায় বা সে তাকিয়া শোকতাপহরা। সে তাকিয়া— গল্পগীতি সাহিত্যচর্চার স্মৃতি কত হাসি কত প্রীতি কত তুলো -ভরা! কোথায় সে যদুপতি, কোথা মথুরার গতি, অথ, চিন্তা করি ইতি কুরু মনস্থির— মায়াময় এ জগৎ নহে সৎ নহে সৎ, যেন পদ্মপত্রবৎ, তদুপরি নীর। অতএব ত্বরা ক’রে উত্তর লিখিবে মোরে, সর্বদা নিকটে ঘোরে কাল সে করাল— ( সুধী তুমি ত্যজি নীর গ্রহণ করিয়ো ক্ষীর ) এই তত্ত্ব এ চিঠির জানিয়ো moral। 

সকল অধ্যায়

১. ভুলে
২. ভুল-ভাঙা
৩. বিরহানন্দ
৪. ক্ষণিক মিলন
৫. শূণ্য হৃদয়ের আকাঙ্ক্ষা
৬. আত্মসমর্পণ
৭. নিষ্ফল কামনা
৮. সংশয়ের আবেগ
৯. বিচ্ছেদের শান্তি
১০. তবু
১১. একাল ও সেকাল
১২. আকাঙ্ক্ষা
১৩. নিষ্ঠুর সৃষ্টি
১৪. প্রকৃতির প্রতি
১৫. মরণস্বপ্ন
১৬. কুহুধ্বনি
১৭. পত্র
১৮. সিন্ধুতরঙ্গ
১৯. শ্রাবণের পত্র
২০. নিষ্ফল প্রয়াস
২১. হৃদয়ের ধন
২২. প্রকাশবেদনা
২৩. নিভৃত আশ্রম
২৪. নারীর উক্তি
২৫. পুরুষের উক্তি
২৬. শূন্য গৃহে
২৭. জীবনমধ্যাহ্ণ
২৮. শ্রান্তি
২৯. বিচ্ছেদ
৩০. মানসিক অভিসার
৩১. পত্রের প্রত্যাশা
৩২. বধূ
৩৩. ব্যক্ত প্রেম
৩৪. গুপ্ত প্রেম
৩৫. অপেক্ষা
৩৬. দুরন্ত আশা
৩৭. দেশের উন্নতি
৩৮. বঙ্গবীর
৩৯. সুরদাসের প্রার্থনা
৪০. নিন্দুকের প্রতি নিবেদন
৪১. কবির প্রতি নিবেদন
৪২. পরিত্যক্ত
৪৩. ধর্মপ্রচার
৪৪. নববঙ্গদম্পতির প্রেমালাপ
৪৫. মায়া
৪৬. বর্ষার দিনে
৪৭. মেঘের খেলা
৪৮. ধ্যান
৪৯. পূর্বকালে
৫০. অনন্ত প্রেম
৫১. আশঙ্কা
৫২. ভালো করে বলে যাও
৫৩. মেঘদূত
৫৪. অহল্যার প্রতি
৫৫. গোধূলি
৫৬. উচ্ছৃঙ্খল
৫৭. আগন্তুক
৫৮. বিদায়
৫৯. সন্ধ্যায়
৬০. শেষ উপহার
৬১. মৌন ভাষা
৬২. আমার সুখ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন