সাহিত্য-পাঠকদের প্রতি

রবীন্দ্রনাথ ঠাকুর

কিয়ৎকাল পূর্বে “হিং টিং ছট্‌’ নামক একটি কবিতা সাধনায় প্রকাশিত হইয়াছিল। উক্ত কবিতা যে চন্দ্রনাথবাবুকেই বিশেষ লক্ষ্য করিয়া লিখিত হয় “সাহিত্য’ পত্রের কোনো লেখক পাঠকদের মনে এইরূপ সংশয় জন্মাইয়া দেন। আমি তাহার প্রতিবাদ “সাহিত্য’-সম্পাদক মহাশয়ের নিকট পাঠাইয়া দিই, তিনি তাহা প্রকাশ করিয়া তাঁহার পাঠকদের অন্যায় সন্দেহমোচন করা কর্তব্য বোধ করেন নাই। এই কারণে, সাধনা পত্রিকা আশ্রয় করিয়া আমি পাঠকদিগকে জানাইতেছি যে, উক্ত কবিতা চন্দ্রনাথবাবুকে লক্ষ্য করিয়া লিখিত নহে এবং কোনো সরল অথবা অসরল বুদ্ধিতে যে এরূপ অমূলক সন্দেহ উদিত হইতে পারে তাহা আমার কল্পনার অগোচর ছিল।

এতৎপ্রসঙ্গে এইস্থলে জানাইতেছি যে, চন্দ্রনাথবাবুর উদারতা ও অমায়িক স্বভাবের আমি এত পরিচয় পাইয়াছি যে নিতান্ত কর্তব্য জ্ঞান না করিলে ও তাঁহাকে বর্তমান কলের একটি বৃহৎসম্প্রদায়ের মুখপাত্র বলিয়া না জানিলে তাঁহার কোনো প্রবন্ধের কঠিন সমালোচনা করিতে আমার প্রবৃত্তিমাত্র হইত না। চন্দ্রনাথবাবুকে বন্ধুভাবে পাওয়া আমার পক্ষে গৌরব ও একান্ত আনন্দের বিষয় জানিয়াও আমি লেখকের কর্তব্য পালন করিয়াছি।

সাধনা, চৈত্র, ১২৯৯

সকল অধ্যায়

১. সাহিত্যের তাৎপর্য
২. সাহিত্যের সামগ্রী
৩. সাহিত্যের বিচারক
৪. বিশ্বসাহিত্য
৫. সৌন্দর্য ও সাহিত্য
৬. সাহিত্যসৃষ্টি
৭. বাংলা জাতীয় সাহিত্য
৮. বঙ্গভাষা ও সাহিত্য
৯. ঐতিহাসিক উপন্যাস
১০. কবিজীবনী
১১. কাব্য
১২. বাংলা সাহিত্যের প্রতি অবজ্ঞা
১৩. পত্রালাপ
১৪. বঙ্গভাষা
১৫. সাহিত্যসম্মিলন
১৬. সাহিত্যপরিষৎ
১৭. ভুবনমোহিনীপ্রতিভা, অবসরসরোজিনী ও দুঃখসঙ্গিনী
১৮. মেঘনাদবধ কাব্য
১৯. স্যাক্‌সন জাতি ও অ্যাংলো স্যাক্‌সন সাহিত্য
২০. বিয়াত্রিচে, দান্তে ও তাঁহার কাব্য
২১. পিত্রার্কা ও লরা
২২. গেটে ও তাঁহার প্রণয়িনীগণ
২৩. নর্ম্যান জাতি ও অ্যাংলো-নর্ম্যান সাহিত্য
২৪. চ্যাটার্টন– বালক-কবি
২৫. বাঙালি কবি নয়
২৬. বাঙালি কবি নয় কেন?
২৭. দেশজ প্রাচীন কবি ও আধুনিক কবি
২৮. কাব্য : স্পষ্ট এবং অষ্টপষ্ট
২৯. সাহিত্যের উদ্দেশ্য
৩০. সাহিত্য ও সভ্যতা
৩১. আলস্য ও সাহিত্য
৩২. কবিতার উপাদান রহস্য
৩৩. সৌন্দর্য
৩৪. Dialogue/Literature
৩৫. সাহিত্য
৩৬. বাংলায় লেখা
৩৭. অপরিচিত ভাষা ও অপরিচিত সংগীত
৩৮. সৌন্দর্য সম্বন্ধে গুটিকতক ভাব
৩৯. বাংলাসাহিত্যের প্রতি অবজ্ঞা
৪০. কাব্য
৪১. একটি পত্র
৪২. বাংলা-লেখক
৪৩. সাহিত্য-পাঠকদের প্রতি
৪৪. রবীন্দ্রবাবুর পত্র
৪৫. সাহিত্যের গৌরব
৪৬. মেয়েলি ব্রত
৪৭. সাহিত্যের সৌন্দর্য

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন