কবিতার উপাদান রহস্য

রবীন্দ্রনাথ ঠাকুর

(mystery)

ধরিতে গেলে স্ত্রী-পুরুষের প্রেমের অপেক্ষা সন্তান-বাৎসল্য পৃধিবীতে অধিক বৈ কম নহে। কিন্তু কবিতায় তাহার নিতান্ত অল্পতা কেন দেখা যায়? মানব-হৃদয়ের এমন একটা প্রবল প্রবৃত্তি কবিতায় আপনাকে ব্যক্ত করে নাই কেন? তাহার কারণ আমার বোধ হয় রহস্য সৌন্দর্যের আশ্রয়স্থল; স্ত্রী-পুরুষের প্রেমের মধ্যে সেই রহস্য আছে, কিন্তু সন্তান-বাৎসল্যের মধ্যে সেই রহস্য নাই। খাদ্যের প্রতি ক্ষুধার আকর্ষণের রহস্য নাই, তেমনি সন্তানের প্রতি জননীর আসক্তির মধ্যে রহস্য নাই। অবশ্য রহস্য আছে, কিন্তু লোকের সহজেই মনে হয় আপনার পেটের ছেলেকে ভালোবাসিবে না তো কী! কিন্তু স্ত্রী-পুরষের মধ্যে আকর্ষণ সে এক অপূর্ব রহস্যময়। কাহাকে দেখিয়া কাহার প্রাণে যে কী সংগীত বাজিয়া উঠে, তাহার রহস্যের কেহ অন্ত পায় না। সৌন্দর্য সর্বাপেক্ষা রহস্যময় তাহার নিয়ম কেহ জানে না। ধর্মের মধ্যে দুই জায়গায় কবিতা আছে। এক, ঈশ্বরকে অতি মহান কল্পনা করিয়া; মেঘের মধ্যে, বজ্রনির্ঘোষের মধ্যে, অগ্নি, বিদ্যুৎ, সূর্যের রুদ্র তেজের মধ্যে তাঁহার ভীষণ রহস্যের আভাস উপলব্ধি করিয়া। আর-এক, তাঁহাকে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে আপন হৃদয়ের প্রেমের মধ্যে সুন্দর বলিয়া জানিয়া। Old Testament-এ এবং বেদে অনেক গাথা আছে যাহা ঈশ্বরের সেই রুদ্র রহস্য উদ্দেশ করিয়া গীত। এবং ঈশ্বরের সৌন্দর্য রহস্যের বৈষ্ণব কবিদের গান উঠিয়াছে। ঈশ্বর আমাদিগকে লালনপালন পোষণ করিতেছেন, সংসার বিধিবদ্ধ করিয়া আমাদিগকে রক্ষা করিতেছেন– এ ভাব হইতে কবিতা উঠে নাই।

পারিবারিক স্মৃতিলিপি পুস্তক, ২০| ১১| ১৮৮৮

সকল অধ্যায়

১. সাহিত্যের তাৎপর্য
২. সাহিত্যের সামগ্রী
৩. সাহিত্যের বিচারক
৪. বিশ্বসাহিত্য
৫. সৌন্দর্য ও সাহিত্য
৬. সাহিত্যসৃষ্টি
৭. বাংলা জাতীয় সাহিত্য
৮. বঙ্গভাষা ও সাহিত্য
৯. ঐতিহাসিক উপন্যাস
১০. কবিজীবনী
১১. কাব্য
১২. বাংলা সাহিত্যের প্রতি অবজ্ঞা
১৩. পত্রালাপ
১৪. বঙ্গভাষা
১৫. সাহিত্যসম্মিলন
১৬. সাহিত্যপরিষৎ
১৭. ভুবনমোহিনীপ্রতিভা, অবসরসরোজিনী ও দুঃখসঙ্গিনী
১৮. মেঘনাদবধ কাব্য
১৯. স্যাক্‌সন জাতি ও অ্যাংলো স্যাক্‌সন সাহিত্য
২০. বিয়াত্রিচে, দান্তে ও তাঁহার কাব্য
২১. পিত্রার্কা ও লরা
২২. গেটে ও তাঁহার প্রণয়িনীগণ
২৩. নর্ম্যান জাতি ও অ্যাংলো-নর্ম্যান সাহিত্য
২৪. চ্যাটার্টন– বালক-কবি
২৫. বাঙালি কবি নয়
২৬. বাঙালি কবি নয় কেন?
২৭. দেশজ প্রাচীন কবি ও আধুনিক কবি
২৮. কাব্য : স্পষ্ট এবং অষ্টপষ্ট
২৯. সাহিত্যের উদ্দেশ্য
৩০. সাহিত্য ও সভ্যতা
৩১. আলস্য ও সাহিত্য
৩২. কবিতার উপাদান রহস্য
৩৩. সৌন্দর্য
৩৪. Dialogue/Literature
৩৫. সাহিত্য
৩৬. বাংলায় লেখা
৩৭. অপরিচিত ভাষা ও অপরিচিত সংগীত
৩৮. সৌন্দর্য সম্বন্ধে গুটিকতক ভাব
৩৯. বাংলাসাহিত্যের প্রতি অবজ্ঞা
৪০. কাব্য
৪১. একটি পত্র
৪২. বাংলা-লেখক
৪৩. সাহিত্য-পাঠকদের প্রতি
৪৪. রবীন্দ্রবাবুর পত্র
৪৫. সাহিত্যের গৌরব
৪৬. মেয়েলি ব্রত
৪৭. সাহিত্যের সৌন্দর্য

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন