বাংলায় লেখা

রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলা ভাষায় লিখিবার এক বিশেষ সুবিধা এই যে বাংলায় নূতন কথা বলা যায়। প্রকৃত নূতন কথা পৃথিবীতে নাই বলিলেই হয়– কেবল যখন ব্যক্তিবিশেষ সেই কথাটা নূতন করিয়া [ভা]বিয়া বলে তখনই তাহা নূতন হইয়া উঠে। বাংলায় কোনো চিন্তা ব্যক্ত করিতে গেলে তাহার সমস্তটাই একান্ত একাগ্রতার সহিত ভাবিয়া লইতে হয়, তাহার আগাগোড়া নিজের হাতে গড়িয়া লইতে হয়। অক্ষমতাবশত অসম্পূর্ণ ও অসংলগ্ন হইতে পারে কিন্তু অলক্ষিতভাবে অন্যের নির্মিত পথে পড়িবার সম্ভাবনা বিরল। ইংরাজিতে প্রায় সকল ভাবেরই বহুকালসঞ্চিত ভাষা আছে– ভাবের উদয় হইবামাত্রই তাহারা দলে দলে আসিয়া আপনাদের মধ্যে ভুলাইয়া লইয়া যায়। এইরূপ অনায়াসলব্ধ ভাষায় স্বতঃপ্রবাহিত গতির মধ্যে পড়িয়া চিন্তাশক্তি অকিঞ্চিৎ নিরুদ্যম হইয়া পড়ে।– আমি দেখিয়াছি একটা সামান্য কথাও বাংলায় লিখিয়া মনে হয় নূতন কথা লিখি[লাম– কারণ] ভাবা-কথাও সম্যক্‌রূপে ভাবিয়া লইতে হয়। সমস্ত হৃদয় মন বুদ্ধি চেষ্টা জাগাইয়া রাখিতে হয়– প্রত্যেক কথাটিকে নিজে ডাকিয়া আনিতে হয়। আমাদের গরিব বাংলা ভাষায় বিস্তর অসুবিধা, সমস্তই নিজের হাতে করিয়া-কর্মিয়া লইতে হয়, কিন্তু সেইটেই একটা সুবিধা।

পারিবারিক স্মৃতিলিপি পুস্তক, ৬। ১০। ৮৯, ২১ আশ্বিন, ১২৯৬

সকল অধ্যায়

১. সাহিত্যের তাৎপর্য
২. সাহিত্যের সামগ্রী
৩. সাহিত্যের বিচারক
৪. বিশ্বসাহিত্য
৫. সৌন্দর্য ও সাহিত্য
৬. সাহিত্যসৃষ্টি
৭. বাংলা জাতীয় সাহিত্য
৮. বঙ্গভাষা ও সাহিত্য
৯. ঐতিহাসিক উপন্যাস
১০. কবিজীবনী
১১. কাব্য
১২. বাংলা সাহিত্যের প্রতি অবজ্ঞা
১৩. পত্রালাপ
১৪. বঙ্গভাষা
১৫. সাহিত্যসম্মিলন
১৬. সাহিত্যপরিষৎ
১৭. ভুবনমোহিনীপ্রতিভা, অবসরসরোজিনী ও দুঃখসঙ্গিনী
১৮. মেঘনাদবধ কাব্য
১৯. স্যাক্‌সন জাতি ও অ্যাংলো স্যাক্‌সন সাহিত্য
২০. বিয়াত্রিচে, দান্তে ও তাঁহার কাব্য
২১. পিত্রার্কা ও লরা
২২. গেটে ও তাঁহার প্রণয়িনীগণ
২৩. নর্ম্যান জাতি ও অ্যাংলো-নর্ম্যান সাহিত্য
২৪. চ্যাটার্টন– বালক-কবি
২৫. বাঙালি কবি নয়
২৬. বাঙালি কবি নয় কেন?
২৭. দেশজ প্রাচীন কবি ও আধুনিক কবি
২৮. কাব্য : স্পষ্ট এবং অষ্টপষ্ট
২৯. সাহিত্যের উদ্দেশ্য
৩০. সাহিত্য ও সভ্যতা
৩১. আলস্য ও সাহিত্য
৩২. কবিতার উপাদান রহস্য
৩৩. সৌন্দর্য
৩৪. Dialogue/Literature
৩৫. সাহিত্য
৩৬. বাংলায় লেখা
৩৭. অপরিচিত ভাষা ও অপরিচিত সংগীত
৩৮. সৌন্দর্য সম্বন্ধে গুটিকতক ভাব
৩৯. বাংলাসাহিত্যের প্রতি অবজ্ঞা
৪০. কাব্য
৪১. একটি পত্র
৪২. বাংলা-লেখক
৪৩. সাহিত্য-পাঠকদের প্রতি
৪৪. রবীন্দ্রবাবুর পত্র
৪৫. সাহিত্যের গৌরব
৪৬. মেয়েলি ব্রত
৪৭. সাহিত্যের সৌন্দর্য

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন