কবিতা : ভবিষ্যতে

সুকান্ত ভট্টাচার্য

ভবিষ্যতে

স্বাধীন হবে ভারতবর্ষ থাকবে না বন্ধন,
আমারা সবাই স্বরাজ-যজ্ঞে হব রে ইন্ধন!
বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে,
রক্ত পণে মুক্তি দের ভারত-মাতারে৷
মূর্খ যারা অজ্ঞ যারা যে জন বঞ্চিত
তাদের তরে মুক্তি-সুধা করব সঞ্চিত৷
চাষী মজুর দীন দরিদ্র সবাই মোদের ভাই,
একস্বরে বলব মোরা স্বাধীনতা চাই॥
থাকবে নাকো মতভেদ আর মিথ্যা সম্প্রদায়
ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায়৷
আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর
আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর॥

‘ভবিষ্যতে’ ও ‘সুচিকিৎসা’ — এই ছড়াদুটি ভূপেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা ‘সুকান্ত-প্রসঙ্গ’, ‘শারদীয়া বসুমতী’, ১৩৫৪-থেকে সংগৃহীত। পাণ্ডুলিপি পাওয়া যায় নি। এগুলি ১৯৪০-এর আগের লেখা বলে অনুমিত।

সকল অধ্যায়

১. কবিতা : আজিকার দিন কেটে যায়
২. কবিতা : চরমপত্র
৩. কবিতা : চৈত্রদিনের গান
৪. কবিতা : জবাব
৫. কবিতা : দেবদারু গাছে রোদের ঝলক
৬. কবিতা : নব জ্যামিতির ছড়া
৭. কবিতা : পটভূমি
৮. কবিতা : পত্র
৯. কবিতা : পরিচয়
১০. কবিতা : ব্যর্থতা
১১. কবিতা : ভবিষ্যতে
১২. কবিতা : ভারতীয় জীবনত্রাণ-সমাজের মহাপ্রয়াণ উপলক্ষে শোকোচ্ছ্বাস
১৩. কবিতা : মার্শাল তিতোর প্রতি
১৪. কবিতা : মেজদাকে : মুক্তির অভিনন্দন
১৫. কবিতা : সুচিকিৎসা
১৬. কবিতা : সুহৃদবরেষু
১৭. গল্প : ক্ষুধা
১৮. গান : বর্ষ-বাণী
১৯. গান : যেমন ক’রে তপন টানে জল
২০. গান : জনযুদ্ধের গান
২১. গান : আমরা জেগেছি আমরা লেগেছি কাজে
২২. গান : শৃঙ্খল ভাঙা সুর বাজে পায়ে
২৩. প্রবন্ধ : ছন্দ ও আবৃত্তি
২৪. গল্প : দুর্বোধ্য
২৫. গল্প : ভদ্ৰলোক
২৬. গল্প : দরদী কিশোর
২৭. গল্প : কিশোরের স্বপ্ন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন