কবিতা : চরমপত্র

সুকান্ত ভট্টাচার্য

চরমপত্র

তোমাকে দিচ্ছি চরমপত্র রক্তে লেখা;
অনেক দুঃখে মথিত এ শেষ বিদ্যে শেখা৷
অগণ্য চাষী-মজুর জেগেছে শহরে গ্রামে
সবাই দিচ্ছি চরমপত্র একটি খামে :
পবিত্র এই মাটিতে তোমার মুছে গেছে ঠাঁই,
ক্ষুব্ধ আকাশে বাতাসে ধ্বনিত ‘স্বাধীনতা চাই’৷
বহু উপহার দিয়েছ,—শাস্তি, ফাঁসি ও গুলি,
অরাজক, মারী, মন্বন্তরে মাথার খুলি৷
তোমার যোগ্য প্রতিনিধি দেশে গড়েছে শ্মশান,
নেড়েছে পর্ণকুটির, কেড়েছে ইজ্জত, মান!
এতদিন বহু আঘাত হেনেছ, পেয়ে গেছ পার,
ভুলি নি আমরা, শুরু হোক শেষ হিসাবটা তার,
ধর্মতলাকে ভুলি নি আমরা, চট্টগ্রাম
সর্বদা মনে অঙ্কুশ হানে নেই বিশ্রাম৷
বোম্বাই থেকে শহীদ জীবন আনে সংহতি,
ছড়ায় রক্ত প্লাবন, এদেশে বিদ্যুৎগতি৷
আমাদের এই দলাদলি দেখে ভেবেছ তোমার
আয়ু সুদীর্ঘ, যুগ বেপরোয়া গুলি ও বোমার,
সে স্বপ্ন ভোলো চরমপত্র সমুখে গড়ায়,
তোমাদের চোখ-রাঙানিকে আজ বলো কে ডরায়?
বহু তো অগ্নি বর্ষণ করো সদলবলে,
আমরা জ্বালছি আগুন নেভাও অশ্রুজলে৷
স্পর্ধা, তাইতো ভেঙে দিলে শেষ-রক্তের বাঁধ
রোখো বন্যাকে, চরমপত্রে ঘোষণা : জেহাদ॥

সকল অধ্যায়

১. কবিতা : আজিকার দিন কেটে যায়
২. কবিতা : চরমপত্র
৩. কবিতা : চৈত্রদিনের গান
৪. কবিতা : জবাব
৫. কবিতা : দেবদারু গাছে রোদের ঝলক
৬. কবিতা : নব জ্যামিতির ছড়া
৭. কবিতা : পটভূমি
৮. কবিতা : পত্র
৯. কবিতা : পরিচয়
১০. কবিতা : ব্যর্থতা
১১. কবিতা : ভবিষ্যতে
১২. কবিতা : ভারতীয় জীবনত্রাণ-সমাজের মহাপ্রয়াণ উপলক্ষে শোকোচ্ছ্বাস
১৩. কবিতা : মার্শাল তিতোর প্রতি
১৪. কবিতা : মেজদাকে : মুক্তির অভিনন্দন
১৫. কবিতা : সুচিকিৎসা
১৬. কবিতা : সুহৃদবরেষু
১৭. গল্প : ক্ষুধা
১৮. গান : বর্ষ-বাণী
১৯. গান : যেমন ক’রে তপন টানে জল
২০. গান : জনযুদ্ধের গান
২১. গান : আমরা জেগেছি আমরা লেগেছি কাজে
২২. গান : শৃঙ্খল ভাঙা সুর বাজে পায়ে
২৩. প্রবন্ধ : ছন্দ ও আবৃত্তি
২৪. গল্প : দুর্বোধ্য
২৫. গল্প : ভদ্ৰলোক
২৬. গল্প : দরদী কিশোর
২৭. গল্প : কিশোরের স্বপ্ন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন