মেঘ্‌লা শ্রাবণের বাদ্‌লা রাতি

রবীন্দ্রনাথ ঠাকুর

মেঘ্‌লা শ্রাবণের বাদ্‌লা রাতি

মেঘ্‌লা শ্রাবণের বাদ্‌লা রাতি,
বাহিরে ঝড় বাতাস,
জান্‌লা রুধি ঘরে জ্বালায়ে বাতি
বন্ধু মিলি খেলে তাস।
বন্ধু পাঁচ জনে বসিয়া গৃহকোণে
চিত্ত বড়োই উদাস,
কর্ম হাতে নাই, কভু বা উঠে হাই
কভু বা করে হা-হুতাশ।
বিরস ম্লান-মুখো, মেজাজ বড়ো রুখো,
শেষে বা বাধে হাতাহাতি!
আকাশ ঢাকা মেঘে, বাতাস রেগেমেগে
বাহিরে করে মাতামাতি।
অবন বলে ভাই তর্কে কাজ নাই
প্রমারা হোক এক বাজি —
সমর মুদি চোখ বলিল তাই হোক
সত্য কহে আছি রাজি।
বজ্র দিক জুড়ি করিছে হুড়োমুড়ি
হরিশ ভয়ে হত-বুলি,
গগন এক ধারে কিছু না বলি কারে
পলকে ছবি নিল তুলি।

সকল অধ্যায়

১. অভিলাষ
২. হোক্‌ ভারতের জয়!
৩. হিন্দুমেলায় উপহার
৪. প্রকৃতির খেদ – প্রথম পাঠ
৫. প্রকৃতির খেদ – দ্বিতীয় পাঠ
৬. জ্বল্‌ জ্বল্‌ চিতা! দ্বিগুণ, দ্বিগুণ
৭. প্রলাপ ১
৮. প্রলাপ ২
৯. প্রলাপ ৩
১০. ভারতী
১১. দিল্লি দরবার
১২. হিমালয়
১৩. আগমনী
১৪. আকুল আহ্বান
১৫. অবসাদ
১৬. মেঘ্‌লা শ্রাবণের বাদ্‌লা রাতি
১৭. হা বিধাতা — ছেলেবেলা হতেই এমন
১৮. শারদা
১৯. এসো আজি সখা
২০. পার কি বলিতে কেহ
২১. ছেলেবেলাকার আহা, ঘুমঘোরে দেখেছিনু
২২. আমার এ মনোজ্বালা
২৩. উপহার-গীতি
২৪. পাষাণ-হৃদয়ে কেন সঁপিনু হৃদয়
২৫. ভেবেছি কাহারো সাথে
২৬. হা রে বিধি কী দারুণ অদৃষ্ট আমার
২৭. ও কথা বোলো না সখি
২৮. কী হবে বলো গো সখি
২৯. এ হতভাগারে ভালো কে বাসিতে চায়
৩০. জানি সখা অভাগীরে ভালো তুমি বাস না

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন