উপহার-গীতি

রবীন্দ্রনাথ ঠাকুর

উপহার-গীতি

ছেলেবেলা হতে বালা, যত গাঁথিয়াছি মালা
যত বনফুল আমি তুলেছি যতনে
ছুটিয়া তোমারি কোলে, ধরিয়া তোমারি গলে
পরায়ে দিয়াছি সখি তোমারি চরণে।
আজো গাঁথিয়াছি মালা, তুলিয়া বনের ফুল
তোমারি চরণে সখি দিব গো পরায়ে —
না-হয় ঘৃণার ভরে, দলিয়ো চরণতলে
হৃদয় যেমন করে দলেছ দুপায়ে।
পৃথিবীর নিন্দাযশে, কটাক্ষ করি না বালা
তুমি যদি সোহাগেতে করহ গ্রহণ
আমার সর্বস্বধন, কবিতার মালাগুলি
পৃথিবীর তরে আমি করি নি গ্রন্থন।
আমি যে-সকল গান গাই গো মনের সুখে
সপ্তসুরে পূর্ণ করি এ শূন্য আকাশ
পৃথিবীর আর কেহ, শুনুক বা না শুনুক
তুমি যেন শুন বালা, এই অভিলাষ!
তোমার লাগিবে ভালো, তুমি গো বলিবে ভালো,
গলাবে তোমারি মন এ সংগীত-ধ্বনি
আমার মর্মের কথা, তুমিই বুঝিবে সখি
আর কেহ না বুঝুক খেদ নাহি গণি
একদিন মনে পড়ে, যাহা তাহা গাইতাম
সকলি তোমার সখি লাগিত গো ভালো
নীরবে শুনিতে তুমি, সমুখে বহিত নদী
মাথায় ঢালিত চাঁদ পূর্ণিমার আলো।
সুখের স্বপনসম, সেদিন গেল গো চলি
অভাগা অদৃষ্টে হায় এ জন্মের তরে
আমার মনের গান মর্মের রোদনধ্বনি
স্পর্শও করে না আজ তোমার অন্তরে।
তবুও — তবুও সখি তোমারেই শুনাইব
তোমারেই দিব সখি যা আছে আমার।
দিনু যা মনের সাথে, তুলিয়া লও তা হাতে
ভগ্নহৃদয়ের এই প্রীতি-উপহার।

বাড়িতে, ১লা কার্তিক, মঙ্গলবার

সকল অধ্যায়

১. অভিলাষ
২. হোক্‌ ভারতের জয়!
৩. হিন্দুমেলায় উপহার
৪. প্রকৃতির খেদ – প্রথম পাঠ
৫. প্রকৃতির খেদ – দ্বিতীয় পাঠ
৬. জ্বল্‌ জ্বল্‌ চিতা! দ্বিগুণ, দ্বিগুণ
৭. প্রলাপ ১
৮. প্রলাপ ২
৯. প্রলাপ ৩
১০. ভারতী
১১. দিল্লি দরবার
১২. হিমালয়
১৩. আগমনী
১৪. আকুল আহ্বান
১৫. অবসাদ
১৬. মেঘ্‌লা শ্রাবণের বাদ্‌লা রাতি
১৭. হা বিধাতা — ছেলেবেলা হতেই এমন
১৮. শারদা
১৯. এসো আজি সখা
২০. পার কি বলিতে কেহ
২১. ছেলেবেলাকার আহা, ঘুমঘোরে দেখেছিনু
২২. আমার এ মনোজ্বালা
২৩. উপহার-গীতি
২৪. পাষাণ-হৃদয়ে কেন সঁপিনু হৃদয়
২৫. ভেবেছি কাহারো সাথে
২৬. হা রে বিধি কী দারুণ অদৃষ্ট আমার
২৭. ও কথা বোলো না সখি
২৮. কী হবে বলো গো সখি
২৯. এ হতভাগারে ভালো কে বাসিতে চায়
৩০. জানি সখা অভাগীরে ভালো তুমি বাস না

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন