সত্যং শিবং সুন্দরম্

রবীন্দ্রনাথ ঠাকুর

সত্য কেবলমাত্র হওয়া, শিব থাকা, সুন্দর ভালো করিয়া থাকা। সত্য শিব না হইলে থাকিতে পারে না, বিনাশ প্রাপ্ত হয়, অসত্য হইয়া যায়। শিব আপনার শিবত্বের প্রভাবে অবশেষে সুন্দর হইয়া উঠে। সত্য আমাদিগকে জন্ম দেয়, শিব আমাদিগকে বলপূর্বক বাঁচাইয়া রাখে, সুন্দর আমাদিগকে আনন্দ দিয়া আমাদের স্বেচ্ছার সহিত বাঁচাইয়া রাখে। মনুষ্যজীবন সত্য, কর্তব্য অনুষ্ঠান শিব, প্রেম সুন্দর। বিজ্ঞান সত্য, দর্শন, শিব, কাব্য সুন্দর।

ভারতী, আষাঢ় ১২৯১

সকল অধ্যায়

১. সান্ত্বনা
২. নিঃস্বার্থ প্রেম
৩. যথার্থ দোসর
৪. গোলাম-চোর
৫. চর্ব্য, চোষ্য, লেহ্য পেয়
৬. দরোয়ান
৭. জীবন ও বর্ণমালা
৮. রেল গাড়ি
৯. লেখা কুমারী ও ছাপা সুন্দরী
১০. গোঁফ এবং ডিম
১১. সত্যং শিবং সুন্দরম্
১২. ভানুসিংহ ঠাকুরের জীবনী
১৩. পুষ্পাঞ্জলি
১৪. বিবিধ প্রসঙ্গ ১
১৫. বিবিধ প্রসঙ্গ ২
১৬. বর্ষার চিঠি
১৭. বরফ পড়া
১৮. শিউলিফুলের গাছ
১৯. বানরের শ্রেষ্ঠত্ব
২০. কার্যাধ্যক্ষের নিবেদন
২১. সৌন্দর্য ও বল
২২. আবশ্যকের মধ্যে অধীনতার ভাব
২৩. শরৎকাল
২৪. ছেলেবেলাকার শরৎকাল
২৫. ইন্দুর-রহস্য
২৬. কাজ ও খেলা
২৭. ঘানির বলদ
২৮. জীবনের বুদ্‌বুদ
২৯. বাগান
৩০. ঠাকুরঘর
৩১. নিষ্ফল চেষ্টা
৩২. সফলতার দৃষ্টান্ত
৩৩. লেখক-জন্ম
৩৪. সম্পাদকের বিদায় গ্রহণ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন