শব্দচয়ন : ৫

রবীন্দ্রনাথ ঠাকুর

A bird in hand is worth two in the bush.
দুটো পাখি ঝোপে থাকার চেয়ে একটা পাখি হাতে থাকা ভালো!
--চিঠিপত্র ৮
ঝোপের মধ্যে গণ্ডাখানেক পাখি থাকার চেয়ে মুঠোর মধ্যে একটা পাখি ঢের ভালো।        --ছিন্নপত্র
Ask me not and you will be told no lie.
প্রশ্ন জিজ্ঞাসা করিয়ো না তাহা হইলে মিথ্যা জবাব শুনিতে হইবে না।
--গল্পগুচ্ছ ১, "অসম্ভব কথা"
Building castles in the air.
আসমানের উপর কত ঘরবাড়ি না বাঁধিয়াছিল।
--বউঠাকুরানীর হাট
Do not look a gift horse in the mouth.
দানের ঘোড়ার দাঁত পরীক্ষা করিয়া লওয়াটা শোভা পায় না।
--শিক্ষা
Enough is as good as a feast.
যা যথেষ্ট সেটাই ভূরিভোজের সমান-দরের।        --মানুষের ধর্ম
Example is better than precept.
উপদেশের অপেক্ষা দৃষ্টান্ত অধিক ফলপ্রদ।         --ব্যঙ্গকৌতুক
From frying pan to fire.
তপ্ত কড়া থেকে পালাতে গিয়ে জ্বলন্ত আগুনে পড়া।
--বিশ্বভারতী পত্রিকা, মাঘ-চৈত্র ১৩৭৬
তপ্ত কটাহ হতে জ্বলন্ত চুল্লিতে পড়া।
--মোহিতচন্দ্র সেনকে লিখিত পত্র, ১৮ কার্তিক ১৩১০
Greatest good of the greatest number.
প্রচুরতম লোকের প্রভূততম সুখসাধন।  --চতুরঙ্গ
Irony of fate.
ভাগ্যের বিদ্রূপ।                               --ভানুসিংহের পত্রাবলী
Mahomet must come to the mountain.
মহম্মদকে পর্বতের কাছে আসতে হবে।  --বি| ভা| প| বর্ষ ১৪ পৃ ১৭১
Not the game but the goose.
শিকার পাওয়া নহে, শিকারের পশ্চাতে অনুধাবন করা    --ধর্ম
Penny wise pound foolish
কড়ায় কড়া কাহনে কানা।               --সমাজ
পয়সার বেলায় পাকা টাকার বেলায় বোকা।        --পথের সঞ্চয়
Rolling stone gathers no moss.
গড়ানে পাথরের কপালে শ্যাওলা জোটে না।
--শেষের কবিতা
গড়িয়ে যাওয়া পাথর শ্যাওলা জমাতে পারে না।
--শান্তি দেবীকে লিখিত, ১৭ অগস্ট ১৯২৭,
চিঠিপত্র ১২, পৃ ২৫৬
Similia Similibus Curantur
শঠে শাঠ্যং সমাচরেৎ।
--"হাতে কলমে", "ভারতী', ভাদ্র-আশ্বিন ১২৯১
"সাবিত্রী', আশ্বিন ১২৯৩
Spare the rod and spoil the child.
বেত বাঁচাইলে ছেলে মাটি করা হয়।   --সাহিত্যের পথে
Success brings success.
সিদ্ধিই সিদ্ধিকে টানে।                      --কালান্তর
The best is the enemy of good.
বেশির জন্যে আকাঙক্ষাটা সম্ভবপরের শত্রু।
--মৈত্রেয়ী দেবীকে লিখিত পত্র, বি, ভা| প| বর্ষ ১২, পৃ ২৫১
Survival of the fittest.
যোগ্যতমের উদ্‌বর্তন।                  --সাহিত্যের পথে
There is many a slip between the cup and the lip.
ওষ্ঠ ও পাত্রের মধ্যে অনেকগুলি ব্যাঘাত।--চিঠিপত্র ৮
To err is human, to forgive divine.
দোষ করা মানবের ধর্ম, ক্ষমা করা দেবতার।
--প্রজাপতির নির্বন্ধ
ভুল করা মানবধর্ম, মার্জনা করা দেবধর্ম।
--সমাজ; বাংলা শব্দতত্ত্ব / বীম্‌সের বাংলা ব্যাকরণ
Two is company, three is crowd.
দুয়ের যোগে সঙ্গ, তিনের যোগে গোলযোগ।
"সংগীতের মুক্তি', "সংগীতচিন্তা', পৃ ৪৫
Wild goose chase.
বুনোহাঁস শিকার।                         --শেষের কবিতা

সকল অধ্যায়

১. শব্দ-চয়ন : ১
২. শব্দ-চয়ন : ২
৩. শব্দচয়ন : ৩
৪. অন্যান্য রচনা ও চিঠিপত্র হইতে সংকলিত
৫. শব্দচয়ন : ৪
৬. শব্দচয়ন : ৫
৭. শব্দচয়ন : ৬
৮. ভাষার কথা
৯. বঙ্গভাষা
১০. বাংলা ব্যাকরণে তির্যক্‌রূপ
১১. বাংলা ব্যাকরণে বিশেষ বিশেষ্য
১২. বাংলা নির্দেশক
১৩. বাংলা বহুবচন
১৪. স্ত্রীলিঙ্গ
১৫. প্রতিশব্দ
১৬. প্রদোষ
১৭. কালচার ও সংস্কৃতি
১৮. প্রতিশব্দ-প্রসঙ্গ
১৯. অনুবাদ-চর্চা
২০. বাংলা কথ্যভাষা
২১. কর্তৃকারক
২২. সর্বনাম
২৩. বাদানুবাদ
২৪. চলতি ভাষার রূপ
২৫. অভিভাষণ
২৬. ভাষার খেয়াল
২৭. শব্দতত্ত্বের একটি তর্ক
২৮. বিবিধ
২৯. বাংলা বানান
৩০. বাংলার বানান-সমস্যা
৩১. বাংলা বানান : ২
৩২. বাংলা বানান : ৩
৩৩. বানান-বিধি
৩৪. বানান-বিধি – ০২
৩৫. চিহ্নবিভ্রাট
৩৬. বানান-প্রসঙ্গ
৩৭. মক্তব-মাদ্রাসার বাংলা ভাষা
৩৮. ভাষা-শিক্ষায় সাম্প্রদায়িকতা
৩৯. বাংলাভাষা ও বাঙালি চরিত্র : ১
৪০. জাতীয় সাহিত্য
৪১. নামের পদবী
৪২. হরপ্রসাদ সংবর্ধন
৪৩. প্রাচীন-কাব্য সংগ্রহ
৪৪. উত্তর-প্রত্যুত্তর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন