ভবেশ রায়
শিশু চিরন্তনী
সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে 
 সে কেবল নিন্দা করতে শেখে। 
 শত্রুতার মাঝে শিশু বেঁচে থাকলে 
 সে কেবল হানাহানি করতে শেখে। 
 বিদ্রূপের মাঝে শিশু বেঁচে থাকলে 
 সে কেবল লাজুক হতে শেখে। 
 কলঙ্কের মাঝে শিশু বেঁচে থাকলে 
 সে কেবল অপরাধবোধ শেখে।
 ধৈর্যের মাঝে শিশু বেঁচে থাকলে
 সে সহিষ্ণুতা শেখে। 
 উদ্দীপনার মাঝে শিশু বেঁচে থাকলে 
 সে আত্মবিশ্বাসী হতে শেখে।
 প্রশংসার মাঝে শিশু বেঁচে থাকলে 
 সে মূল্যায়ন করতে শেখে। 
 নিরপেক্ষতার মাঝে শিশু বেঁচে থাকলে
 সে ন্যায়পরায়ণতা শেখে। 
 নিরাপত্তার মাঝে শিশু বেঁচে থাকলে 
 সে বিশ্বাসী হতে শেখে। 
 অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে 
 শিশু নিজেকে ভালোবাসতে শেখে। 
 স্বীকৃতি আর বন্ধুত্বের মাঝে শিশু বেঁচে থাকলে 
 সে শিশু পৃথিবীতে ভালোবাসা খুঁজে পেতে শেখে।  
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন