২০. দোষ-গুণ

ভবেশ রায়

দোষ-গুণ

১. অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম।

ডেমোক্রিটাস

২. দোষী লোকদের মধ্যে সন্দেহ সবসময় প্রখরভাবে বিরাজ করে।

কার্ভেন্টিস

৩. তোমার চরিত্র যদি নির্মল হয় এবং যদি তুমি সুশিক্ষিত হও তবে নিজেকে নিয়ে তুমি গর্ব করতে পার।

ডিজরেইলি

৪. ভালো কাপড় আড়াল তৈরি করতে পারে কিন্তু বোকা কথায় তার বোকামি প্রকাশ করে দেয়।

–ঈশপ

৫. চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা দীপ্ত না হয়, তবে জ্ঞান, গৌরব, আভিজাত্য, শক্তি সবই বৃথা।

মওলানা রুমি (র.)

৬. সবচাইতে পূর্ণ ইমানদার সেই ব্যক্তি যার ‘এক্সচ্চভভঞ্চঞ্জ আযসদ্দস্ফধজ্ঞখ;ক আখলাখ’ (চরিত্র) সবচাইতে ভালো।

–আল-হাদিস

৭. মনের অলসতা চরিত্র নষ্ট করবার কারণ।

মানকুমারী বসু

৮. কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষমতা সহজে হয় না। বাজে লোকের কাছ থেকে তা প্রত্যাশা করা অন্যায়।

স্যামুয়েল জনসন

৯. যে-ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে সে নিশ্চয়ই তোমার দোষের কথাও অপরের নিকট প্রকাশ করে থাকে।

হাসান বসরি (র.)

১০. চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে

–রবীন্দ্রনাথ ঠাকুর

১১. নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ।

ইমাম গাজ্জালি

১২. ঔদ্ধত্য মানুষের জীবনে দুঃখ আনে।

–টমাস ক্যাম্বেল

১৩. সৌন্দর্য যেমন দেহের উৎকর্ষ বৃদ্ধি করে তেমনি দেহের উৎকর্ষ আবার মনের সৌন্দর্য বৃদ্ধি করে।

ইমারসন

১৪. অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ কাজ দেওয়া চরম দাযিত্বহীনতা।

–শেখ সাদি

১৫. অভ্যাস উৎকৃষ্ট চাকরের মতো, নতুবা নিকৃষ্ট মনিবের মতো হয়ে থাকে।

ইমনোস

১৬. অহংকার এমন এক আবরণ যা মানুষের সকল মহত্ত্ব আবৃত করে ফেলে।

জাহাবি

১৭. মাটি হতে হে মানব তোমার জন্ম,
আগুনের মত কেন হও হে গরম?
এত অহংকার সমুচিত নয়।
মাটিসম রহ ঠাণ্ডা সকল সময়।

–শেখ সাদি

১৮. প্রৌঢ়ত্ব এবং দুঃখ যত তাড়াতড়ি আমাদের রক্ত শুকিয়ে ফেলে অধৈর্যতা তার চেয়েও কম সময় নিয়ে থাকে।

সিলোন

১৯. দুষ্টু প্রকৃতির লোকেরা সবসময়ই অকৃতজ্ঞ।

কার্ভেন্টিস

২০. কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়।

–শেখ সাদি

২১. মনের সংকীর্ণতা ও কৃপণতাকে যাহারা অতিক্রম করিতে পারিয়াছে, কেবল তাহারাই সর্বাঙ্গীণ কল্যাণ করিতে পারে।

–আল-কোরআন

২২. যার চরিত্রে সংযম আছে, সে নিঃসন্দেহে কষ্টসহিষ্ণু।

জন লিলি

২৩. বিশ্বাস হচ্ছে বরফের মতো, খুব শীঘ্রই তা গলে যেতে পারে।

রবার্ট ফ্রস্ট

২৪. যাদের লজ্জা কম, তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধও কম। আর. এইচ. বারহাম ২৫. একটি কৃতজ্ঞ হুদয়ের চেয়ে সম্মানজনক জিনিস আর কিছু নেই।

–সেনেকা

২৬. নীরবতাই অনেক সময় সত্যিকার কৃতজ্ঞতা প্রকাশের বাহন হয়ে দাঁড়ায়।

থিওডোর পার্কার

২৭. চরিত্রকে পুনরুদ্ধারের চেয়ে নির্মল রাখার চেষ্টা করা অনেক সহজ।

টমাস পেইন

২৮. আমি যদি নিজ চরিত্র সম্বন্ধে যত্নবান হই তা হলে আমার খ্যাতি আপনা থেকেই আসবে।

ডি. এল. মুডি

২৯. কথায় ও কাজে সততাই চরিত্রের মেরুদণ্ড।

স্মাইলস

৩০. মানুষ প্রশংসা করার তুলনায় তোষামোদ করা সহজ মনে করে।

রিচটার

৩১. যদি তুমি নোংরা কিছু বল তা হলে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবে আর একটি বাজে কথা, তোমার বিষয়ে।

–হেমিয়ড

৩২. রটনার রথ লাগে না।

রুশ প্রবাদ

৩৩. তাকে কখনোই বন্ধু ভেবো না যে তোমার গোপন কথা জগতে ঢোল পিটিয়ে দেয়।

–পাবলিলিয়াস সাইরাস

৩৪. তোমাকে যে নিন্দা শোনায়, তোমারও সে নিন্দা করে।

হিস্পানি প্রবাদ

৩৫. গপ্পো করার চেয়ে আরও বাজে ব্যাপার আছে পৃথিবীতে, গপ্পো না করা।

অস্কার ওয়াইল্ড

৩৬. দোষী লোকদের মধ্যে সন্দেহপ্রবণতা বেশিমাত্রায় বিরাজ করে।

কাভেন্টিস

৩৭. তুমি যদি অন্যের দোষ সহ্য করতে না পার তবে তাকে ভালোবাসতে পারবে না।

জন গে

৩৮. যারা তাদের সন্তানদের দোষত্রুটি দেখতে পায় না, তাদের সন্তানদের দোষত্রুটির সংশোধন কোনোদিন হয় না।

উইলিয়াম মরিস

৩৯. একজন ভালো লোক সহজে অন্যের দোষ খুঁজে পায় না।

ই. এইচ. স্পারজন

৪০. দোষীকে ক্ষমা করা মহত্ত্বের লক্ষণ। কিন্তু এমন দোষী রয়েছে যাদের ক্ষমা করা মহত্ত্বের লক্ষণ নয়।

–জ্যাকসন

৪১. নৈতিকতা হল একটা ব্যক্তিগত দুর্মূল্য ধরনের বাবুগিরি।

হেনরি অ্যাডামস

৪২. নৈতিকতাবর্জিত একজন মুক্ত মানুষের চেয়ে নৈতিকতাসম্পন্ন একজন ক্রীতদাসও অনেক শ্রেষ্ঠ।

–সেনেকা

৪৩. বিনয়ের সঙ্গে অতি মধুর বচনে,
সতত করিবে তুষ্ট ছোট বড় জনে।
হইবে জগত জন বান্ধব তোমার,
ভালবাসিবেক সবে অন্তরে অপার।

মোজাম্মেল হক

৪৪. একটিমাত্র বই পড়া লোকের কাছ থেকে সাবধান।

–সেন্ট টমাস এ্যাকুইনাস

৪৫. যিনি কেবল নিজের দিকটাই জানেন, তিনি জানেন অল্প।

–জন স্টুয়ার্ট মিল

৪৬. শুভের দারিদ্র্য সহজেই শুশ্রূষা করা যায়, কিন্তু আত্মার দারিদ্র্য শোধন করা যায়

–মতেইন

৪৭. বোকারা কখনো বেহেশতে যাবে না, চিরদিন তাকে পবিত্র থাকতে দাও।

উইলিয়াম ব্রেক

৪৮. ব্যক্তির অস্তিত্ব যদি ছোট বা বড় কোনো কামরার মতো ধরে নেয়া যায়, তা হলে প্রায় সত্য বলে মনে হয় যে প্রত্যেকেই জানতে পারে কামরার একটিমাত্র কোণ, জানালার পাশে একটা জায়গা, মেঝের একটা অংশ যেখানে তারা হাঁটাচলা করে।

রাইনে মারিয়া রিলকে

৪৯. বিনয়ী লোকেরা সবসময়েই সম্মান পায়।

–মনালডার

৫০. বিনয় এমন এক সম্পদ, যা দেখে কেউ হিংসা করতে পারে না।

–ইমাম শাফেয়ি (রহ.)

৫১. অহংকার মানুষের পতন ঘটায়, কিন্ত বিনয় মানুষের মাথায় সম্মানের মুকুট পরায়।

রাজা সলোমান

৫২. শরীর ও অধিকার দ্বারা মানুষ শান্তি খুঁজে পায় না, বরং সততা ও জ্ঞানের মাধ্যমেই শান্তি পাওয়া যায়।

–ডেমোক্রিটাস

৫৩. কথা ও কাজে সততাই চরিত্রের মেরুদণ্ড।

স্কাইলাস

৫৪. সততাই সর্বোক্তৃষ্ট পন্থা।

ফ্রাংকলিন

৫৫. সতোর বিরুদ্ধে দুর্নীতি কোনোদিনই জয়ী হতে পারে না।

শেক্সপীয়ার

৫৬. অর্থ হতে সদ্গুণ জন্মে না বরং অর্থ ও অন্যান্য কাম্য বিষয় সদ্‌গুণ থেকেই গ্রহণ করে।

সক্রেটিস

৫৭. সদিচ্ছা নিয়ে যারা কাজে নামে, তাদের কোনো কাজই অসম্ভব বলে মনে হবে।

জন হেউড

৫৮. আমার জীবনের গত ৪০ বৎসরের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে, একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায়।

–মহাত্মা গান্ধী

৫৯. বিনয় উন্নতি পথে প্রধান সোপান,
বিনয়ে মানব হয় মহামহীয়ান।
মধুর ভাষায় কাজ হইবে সফল,
তিক্তভাষী পাবে মনে বেদনা কেবল।

–শেখ সাদি

৬০. বিনয়ী লোক কখনো নিজের কথা বলে না।

লাইয়ের

৬১. একজন মানুষ যত প্রকার দোষী হতে পারে তার সবগুলো দোষকে এক কথায় প্রকাশ করতে হলে তাকে অকৃতজ্ঞ বলে গালি দেয়াই যথেষ্ট।

সুইফট

৬২. তিনটি অভ্যাসের নির্ধারিত তিনটি পুরস্কার রয়েছে, মৌনতার পুরস্কার শান্তি, খোদাভীরুতার পুরস্কার মর্যাদাপ্রাপ্তি এবং সেবার পুরস্কার নেতৃত্বলাভ।

–নিজামুল মূলক

৬৩. জগতের কল্যাণ হেতু নরের সৃজন
নরের কল্যাণ নিত্য যে ধর্ম পালন

–হেমন্ত বন্দ্যোপাধ্যায়

৬৪. তিল তিল করে মানুষের কল্যাণসাধনে দ্রুত হৃদয়কে তৈরি করতে হবে। তা হলে একদিন দেখবে তুমি জাতির সবচেয়ে সৎ কর্মময় মুহূর্তে হয়তো সবচেয়ে বেশি কল্যাণ-সাধনে সফল হয়েছ।

টলস্টয়

৬৫. মানুষের কল্যাণ করা বিধাতাকে সন্তুষ্ট করবার একমাত্র উপায়।

ফ্রাংকলিন

৬৬. তুমি যে-সেতুর উপর দিয়ে হাঁটছ, সেই সেতুর প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত।

বিশপ জন পিয়ারসন

৬৭. চরিত্রের উৎকৰ্ষানুযায়ী খোদাতা’আলা উন্নাতি দান করিয়া থাকেন।

–আল-হাদিস

৬৮. অর্থের প্রয়োজন নেই, পদমর্যাদার প্রয়োজন নেই; প্রয়োজন আছে শুধু চরিত্রের, যা মানুষের জীবনে সর্বাপেক্ষা প্রয়োজনীয়।

রাকি

৬৯. টাকায় কিছু হয় না, নাম যশে কিছু হয় না, বিদ্যায় কিছু হয় না, চরিত্রই বাধা বিঘ্নের বজ্ৰদৃঢ় প্রাচীর ভেদ করতে পারে।

–স্বামী বিবেকানন্দ

৭০. সুসামঞ্জস্য চরিত্রের লোক সুসামঞ্জস্য জীবনযাপন করে।

ডেমোক্রিটাস

৭১. আমরা বলব না যে প্রত্যেকটি মানুষ তার নিজের ভাগ্যের স্থপতি; কিন্তু আমরা আবশ্যই বলব যে, সকলে যার যার চরিত্রের স্থপতি।

জি. ডি. বোর্ডম্যান

৭২. তোমরা উত্তম চরিত্রের বৈশিষ্ট্যের পরিচয় দাও। নিজেদের মানসিক প্রবণতা বা ভাবোচ্ছাসকে সংযত করো। সকর্মী হও। পবিত্র জীবনযাপন করো। আল্লাহর হুকুমের সামনে মাথা পেতে দাও।

–আবদান গাউস

৭৩. তোমাদের সদা সৎ আচরণই তোমাদিগকে বেহেস্ত কিংবা দোজখের দিকে লইয়া যাইবে। তখন ইহা প্রতীয়মান হইবে যে, সেই বেহেস্ত বা দোজখই তোমাদের লেখা ছিল।

–আল-হাদিস

৭৪. সে-ই সত্যিকারের মানুষ যে অন্যের দোষত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করে।

লর্ড হালিফাক্স

৭৫. বিখ্যাত লোকদের দোষগুলো বেওকুব লোকদের একমাত্র সান্ত্বনা।

ডিজরেইলি

৭৬. তোমার নিজের মধ্যে যেসব দোষ রয়েছে, অন্যের মধ্যে সেসব দোষ দেখে সমালোচনা করা সবচেয়ে বড় দোষ।

–হযরত আলি (রা.)

৭৭. যদি তুমি একটি লোকের দোষ খুঁজতে চাও, তবে তার সাথে যার সদ্ভাব নেই, তার কাছে যাও।

–টেন গার

৭৮. সম্মুখে যাকেই দেখ তাকেই তোমার চেয়ে উত্তম মনে করার নামই প্রকৃত বিনয়।

–হযররত ওসমান হারুনি (রা.) ৭৯. কষ্ট ও ক্ষতির পর মানুষ বিনয়ী ও জ্ঞানী হয়।

ফ্রাংকলিন

৮০. কথাবার্তায় বিনয় ভালো; কিন্তু চরিত্রের দৃঢ়তা থাকতে হবে। থ্যাচার ৮১. দলের সততাই দলের উৎকর্ষ বৃদ্ধি করে।

–এডমন্ড বার্ক

৮২. মানুষের স্বভাবেই রয়েছে আত্মপ্রতিষ্ঠার ও আত্মপ্রসারের আকাঙ্ক্ষা। এ কারো চরিত্রে থাকে সুপ্ত, আর কারো জীবনে হয় প্রকট।

ড. আহমদ শরীফ

৮৩. প্রতিভাবান ব্যক্তিরাই ধৈর্যধারণ করতে পারে।

ইসি, স্টেডম্যান

৮৪. ধৈর্য তিক্ত, কিন্তু তার ফল মধুর।

রুশো

৮৫. শক্তির চেয়ে ধৈর্যই মানুষের জীবনে সবচেয়ে বেশি সফলতা আনতে পারে।

–এডমন্ড বার্ক

৮৬. সব সমস্যারই প্রতিকার হচ্ছে ধৈর্য।

–পুটাস

৮৭. ধৈর্য এবং শিষ্টতা হচ্ছে শক্তি।

–লে হান্ট

৮৮. আকাঙ্ক্ষিত জিনিস তিনিই পান যিনি ধৈর্য ধরে অপেক্ষা করেন।

স্মিথ

৮৯. ধৈর্য বিষের মতো মনে হয়।
পরে কিন্তু তার ফল বেশ মধুময়।
রাজার চেয়ে সুখী কত দীন-দুখি জন,
সন্তোষ সুধায় ভরা যাহাদের মন।

–শেখ সাদি

৯০. ধৈর্য ও স্থিরচিত্ততা মানবচরিত্রকে সুষমামণ্ডিত করে তোলে।

হযরত ইমাম হোসেন (রা)

৯১. যার ধৈর্য আছে সে যা ইচ্ছা তা-ই পেতে পারে।

ফ্রাংকলিন

৯২. ঝানু চোরেরা মরে না, তারা স্রেফ চুরি হয়ে যায়।

–গ্লেন খিলব্রেথ

৯৩. চোরের বিশ্বাস সকলেই চোর।

–এডগার ওয়াটসন হার্ড

৯৪. আচার-বৈয়ামে হাত ঢোকালে কনুই পর্যন্ত ডুবিয়ে দাও।

মালয়ী প্রবাদ

৯৫. সকল চুরিই আপেক্ষিক। চূড়ান্ত বিচারে, কে চুরি করে না? ইমারসন ৯৬. সুযোগই তৈরি করে চোর।

–ইংরেজি প্রবাদ

৯৭. চোরের ভুলগুলোই বণিকের গুণ।

জর্জ বার্নার্ড শ

৯৮. ডিমচোরাই কালে কালে হয়ে ওঠে উটচোর।

পারস্য প্রবাদ

৯৯. সর্ব বিষয়ে ধৈর্য ধারণ করার অভ্যাস গড়ে তোলো। মানুষের মস্তকের সাথে শরীরের যে-সম্পর্ক, ইমানের পথে ধৈর্যেরও সম্পর্ক সেরূপ। মাথা ব্যতীত দেহের যেমন কোনো মূল্য নেই, ধৈর্য ছাড়া ইমানেরও দ্রুপ কোনো মূল্য নেই।

–হযরত আলি (রা.)

১০০. আমাদের প্রকৃত আশীর্বাদগুলো প্রায়শই যন্ত্রণা, ক্ষতি ও নৈরাশ্যের আকারে দেখা দেয়; কিন্তু আমরা যদি ধৈর্য ধারণ করি তবে আমরা শীঘ্রই সেগুলোকে তাদের সঠিক রূপে দেখতে পাব।

এডিসন

১০১. যে ধৈর্য ধরতে জানে, তার জন্য আনন্দঘন প্রশান্তি অপেক্ষা করে।

–জন লিলি

১০২. সকল বিষয়ে ধৈর্য ধারণ করো; প্রধানত তোমার নিজের বিষয়ে। তোমার নিজের ত্রুটিগুলো বিবেচনা করতে গিয়ে সাহস হারিয়ে ফেলো না; বরং সেগুলো তৎক্ষণাৎ সংশোধন করতে আরম্ভ করো–প্রতিদিন এ-কাজ নতুন করে শুরু করো।

–সেন্ট ফ্রান্সিস দ্য সেলস

১০৩. দারিদ্র পরিবেশ দূষণের প্রধান কারণ।

ইন্দিরা গান্ধী

১০৪. তুমি যদি জীবনে কিছু করতে চাও; তবে এখনই নিজের মতো করে জীবনটা গড়ে নাও।

হ্যারল্ড লাসকি

১০৫. রূপ চোখ জুড়ায়, কিন্তু গুণ হৃদয় জয় করে থাকে।

পোপ

১০৬. দক্ষ ব্যক্তির চাকরি হারাবার বা পাবার জন্য চিন্তা করতে হয় না।

–সিমেন্স

১০৭. মানুষের দক্ষতা অসীম। এইসব দক্ষতাকে কাজে লাগাতে পারলে যে-কোনো জাতির উন্নতি অবধারিত।

১০৮. দুর্নীতি গাছের শাখা-প্রশাখার মতো। খুব সহজেই এর বিস্তার ঘটে।

উইলিয়াম পিট

১০৯. দুর্নীতিপূর্ণ স্বাধীন মানুষ দাসেরও অধম।

–গ্যারিক

১১০. যে-লোক আমার দোষত্রুটি অপরের নিকট ব্যক্ত করে সে আমার গুরু। এমনকি সে যদি আমার দাসও হয়, তবুও। প্রকৃতপক্ষে মানুষের ক্রটিই মানুষকে মনোরম করে।

–গ্যেটে

১১১. আমাকে ভালোবাসতে হলে আমার গুণকে যেমন ভালোবাসবে তেমনি দোষত্রটিগুলিকেও ধৈর্যের সঙ্গে সংশোধন করতে সাহায্য করবে।

এনড্রিউ মার্ভেল

১১২. আমাদের দোষত্রুটিগুলো যখন শুধু আমাদের কাছে জানা থাকে, তখন আমরা সহজেই তা ভুলে যাই।

–লা রোচি ফুঁকো

১১৩. অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম।

ডেমোক্রিটাস

১১৪. ধৈর্যশীল লোকদের জন্যই সুন্দর দিন আসে।

স্যামুয়েল লাভার

১১৫. বিশ্বাসের প্রধান অংশই হচ্ছে ধৈর্য।

ক্রিস্টিনা রসেটি

১১৬. ভিক্ষাবৃত্তি পতিতাবৃত্তির চেয়েও খারাপ।

-–লেনিন

১১৭. যিনি বিনাশ্রমে অন্যের অর্থ গ্রহণ করেন, তিনিই ভিক্ষুক।

–সৈয়দ ওয়ালিউল্লাহ

১১৮. ভুল বা অন্যায় করে যে স্বীকার করে না বা তার জন্য অনুতপ্ত হয় না–তাকে কখনো ক্ষমা করা যায় না।

–ইয়ং

১১৯. মানুষ কখনো কখনো এমন ভুল করে–যার ফলে তার অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব সৌন্দর্য ও সুকীর্তি ম্লান হয়ে যায়।

–জেমস্ মন্টোগোমারি

১২০. ভুলভ্রান্তি নিয়েই মানুষের জীবন। সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না।

লাওলে

১২১. বোকার সঙ্গে যদি কথা বল বুদ্ধি করে, উলটো তোমকে সে গালি দেবে থোকা।

ইউরিপিডিস

১২২. প্রত্যেকের পোশাকের ভেতরে আছে একজন করে বোকা।

টমাস ফুলার

১২৩. বোকারা পৃথিবী শাসন করে না, তার মানে এই নয় যে তারা সংখ্যালঘু।

–এডগার ওয়াটসন হাউ

১২৪. চূড়ান্ত বোকা মেয়েরাও চালাক লোককে কাবু করে ফেলতে পারে। কিন্তু বোকা লোককে সামাল দিতে চালাক মেয়েরও জান বেরিয়ে যায়।

রুডিয়ার্ড কিপলিং

১২৫. বয়সি বোকারা জোয়ান বোকাঁদের চেয়ে বেশি বোকা।

–লা রনফুঁকো

১২৬. যার জীবনে যত ভুল তার জীবন তত মঙ্গলময় হতে পারে। তার কারণ অন্ধকার অলিগলি পার হয়েই মানুষ আলোকবর্তিকার সন্ধান পায়।

–ডেল কার্নেগি

১২৭. গুণকে গৌরব ছায়ার মতো অনুসরণ করে থাকে।

সিসেরো

১২৮. গুণীর মান গুণবানেই দিতে পারেন। গুণাগুণের নিরপেক্ষ বিচার করার ক্ষমতা যার নেই, তার সমাদর ভক্তিমূলক। ভক্তি চটে গেলে শিষ্য গুরুর মাথায় লাঠি মারতেও কুণ্ঠিত হয় না।

আবদুর রহমান শাদাব

১২৯. ফলবান বৃক্ষ আর গুণবান লোক আপনা থেকেই নত হয়। শুকনো কাঠ আর মূর্খ ভেঙে দুমড়ে যায়, কিন্তু নত হয় না।

–ভবভূতি

১৩০. ম্রতা এবং ভদ্রতা গুণ দুটো মানুষের জীবনের পুরাতন ঐশ্বর্য।

–জন স্টুয়ার্ট মিল

১৩১. শিশু এবং মূর্খ সবকিছুই চায়, কারণ, গুণাগুণ বিচারের বুদ্ধি তাদের নেই।

সাভাইল

১৩২. বোকারাই আত্মপ্রশংসা করে।

দ্য জোই

১৩৩. যারা আত্মপ্রশংসা করে ঈশ্বর তাদের ঘৃণা করেন।

সেন্ট ক্লিমেন্ট

১৩৪. যার প্রশংসাকারী নেই, সে-ই আত্মপ্রশংসা করে।

ডরোথি

১৩৫. প্রতারণা হচ্ছে বিষাক্ত জলের মতো, যেদিক দিয়ে যাবে সেদিক ক্ষতিগ্রস্ত হবে।

–নিকোলাস রাউ

১৩৬. পিতার আত্মনিয়ন্ত্রণই ছেলেমেয়েদের পক্ষে সর্বশ্রেষ্ঠ উদাহরণ।

–ডেমোক্রিটাস

১৩৭. মুচি ভালো জুতা বানাতে পারে, কেননা সে আর কিছুই বানাতে পারে না।

–ইমারসন

১৩৮. যে শূন্যগর্ভ বর্তমানে দাঁড়িয়ে উজ্জ্বল অতীতের অহঙ্কার করে–সে নিঃসন্দেহে নির্বোধ।

–শওকত ওসমান

১৩৯. আমি অনেক কিছুই জানি না, কিন্তু মনে করি অনেক কিছুই জানি–এটা নির্বুদ্ধিতার লক্ষণ।

১৪০. কুসংস্কার মানুষের শত্রু বটে, কিন্তু সঙ্কীর্ণতা তার চাইতে বড় শত্রু।

স্বামী বিবেকানন্দ

১৪১. কথা বেশি বলাটা গর্বের কিছু নয়। এমন কথা বলা উচিত যাতে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়।

–টমাস ফুলার

১৪২. যারা সবসময় পান করে তারা স্বাদ গ্রহণ করে না, আর যারা সর্বদা কথা বলে তারা চিন্তা করে না।

প্রাইসর

১৪৩. যে প্রায়ই অবাস্তব কথা বলে, প্রয়োজনের সময় তার যথার্থ মূল্যবান কথারও বিন্দুমাত্র মূল্য থাকে না।

–ভন স্মিথ

১৪৪. ধৈর্যহীনতা সাফল্যের শত্রু। অধৈর্য অস্থিরমতি ব্যক্তিরা জীবনে সফলতা অর্জন করতে পারে না।

–জন ব্রে

১৪৫. প্রৌঢ়ত্ব এবং দুঃখ যত শীঘ্র আমাদের রক্ত শুকিয়ে ফেলে অধৈর্যতা তার চেয়ে কম সময় নিয়ে থাকে।

সিলোন ১৪৬.

অলস ব্যক্তিরা জীবনে কখনো আলোর সন্ধান পায় না। –ডেল কার্নেগি ১৪৭. মারাত্মক সব ভুলের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই অহঙ্কার দায়ী থাকে।

সিডনি ডোবেল

১৪৮. স্বাস্থ্য এবং টাকা দুটোই ক্ষণস্থায়ী–এ দুটো নিয়ে কখনোই অহঙ্কার করা উচিত নয়।

চার্লস ফার্গুসন

১৪৯. খুব বেশি আত্মগরিমা খুব সহজেই সাংঘাতিক ক্ষতির কারণ হতে পারে।

–গ্যেটে

১৫০. অহমিকাবোধ আমাদের অনেক মুল্যবান সাহচর্য থেকে বঞ্চিত করে।

–আর. এইচ. নিওয়েল

১৫১. নিজেকে উচ্চ মনে করা এবং অন্যকে তুচ্ছ মনে করার নামই অহমিকা।

অজ্ঞাত

১৫২. অন্যের উপদেশ অসহ্য হওয়ার নামই অহঙ্কার হচ্ছে মারাত্মক ব্যাধি।

অজ্ঞাত

১৫৩. গর্ব কালো, গৌরব আলো। গর্বের নিন্দা করলেও গৌরবহীন কাউকে মনে ধরেন না। সাধারণের এই মানসিকতার সুযোগ নিয়ে গৌরবান্বিত ব্যক্তি উদ্ধত হন। তিনি ভুলে যান যে চাটুকার ছাড়া ঔদ্ধত্যকে কেউ ক্ষমা করে না।

আবদুর রহমান শাদাব

১৫৪. আদর্শের সংঘাত বাধলে অপনজনকেও দূরে ঠেলে দাও। আদর্শের ক্ষেত্রে কোনোমতেই আপোস চলে না।

হেররিক

১৫৫. যে নিজের ওপর আস্থা রাখতে পারে না, সে কখনো প্রকৃতপক্ষে অন্য কারও ওপর আস্থা রাখতে পারে না।

কাদিনল দ্য য়েটজ

১৫৬. আদর্শবান লোকের বন্ধুর সংখ্যা কম থাকে।

ডগলাস জেরড

১৫৭. আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয়।

–ফেরোরিনাস

১৫৮. আলস্য মানুষের প্রধানতম শত্রু। এই শত্রুকে পরাজিত করে আমাদের এগিয়ে যেতে হবে।

স্বামী বিবেকানন্দ

১৫৯. মহৎ আশা মহৎ লোকের সৃষ্টি করে। মষ্টি করে।

টমাস ফুলার

১৬০. বুদ্ধিমানের জন্য একটি ইশারাই যথেষ্ট।

টেরেন্স

১৬১. সন্দেহপরায়ণাতকে বেশি প্রশ্রয় দিলে দুনিয়ায় কোনো বন্ধু খুঁজে পাবে না।

লোকমান হাকিম

১৬২. সহনশীলতা এমন একটি গুণ যা থেকে সাফল্য আসবেই।

জুভেনাল

১৬৩. নিজে সহনশীল না হয়ে অন্যের কাছে সহনশীলতা আশা করা অন্যায়।

–সৈয়দ সব্যসাচী

১৬৪. যারা ধর্মান্ধ, তাদের কাছে সহনশীলতা আশা করা দুরাশা মাত্র।

সাদাত হাসান মিন্টো

১৬৫. সাহসী ব্যক্তিরা জয় করতে, ক্ষমা করতে, ভালোবাসতে, এবং আনন্দ দিতে জানে।

স্যারিডান

১৬৬. অজ্ঞ ও বোকা লোকের সাহস বেশি থাকে, কিন্তু সে-সাহসের পরিণাম সম্বন্ধে তার কোনো ধারণাই থাকে না।

–সিসেরো

১৬৭. সন্দেহ সংসারের সকল শান্তি বিনষ্ট করে।

–অল্টার মেলন

১৬৮. সকল সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য।

–পুটাস

১৬৯. প্রত্যেক কথা ধৈর্য ঘরে শোনা একটি ভালো অভ্যাস।

লুসি লারকম

১৭০. গোড়ায় গলদ থাকলে আগায়ও গলদ থাকে।

সমরেশ বসু

১৭১. মিতব্যয় জীবিকার অর্ধেক, লোকজনকে ভালোবাসা জ্ঞানের অর্ধেক এবং উত্তম প্রশ্ন শিক্ষার অর্ধেক।

–আল-হাদিস

১৭২. যাকে কোনোমতেই অপসারণ করা যায় না ধৈর্যের মাধ্যমে করলে তা-ও লঘু হয়।

–হোরেস।

সকল অধ্যায়

১. ০১. শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান
২. ০২. শিল্প ও সাহিত্য
৩. ০৩. ধর্ম, দর্শন ও সৃষ্টিকর্তা
৪. ০৪. মানুষ ও মনুষ্যত্ব
৫. ০৫. দেশ, জাতি ও ইতিহাস
৬. ০৬. ধনী ও ধনসম্পদ
৭. ০৭. জীবন ও মন
৮. ০৮. সুখ-দুঃখ-হাসি-কান্না
৯. ০৯. জন্ম ও মৃত্যু
১০. ১০. হিংসা-বিদ্বেষ
১১. ১১. প্রেম-প্রীতি-ভালবাসা
১২. ১২. নারী ও পুরুষ
১৩. ১৩. দম্পতি ও দাম্পত্যজীবন
১৪. ১৪. ঘর-সংসার
১৫. ১৫. পরিবার-পরিজন
১৬. ১৬. কামনা-বাসনা
১৭. ১৭. রূপ-সৌন্দর্য
১৮. ১৮. ভালো-মন্দ
১৯. ১৯. ক্ষুধা ও খাদ্য
২০. ২০. দোষ-গুণ
২১. ২১. ন্যায়-অন্যায় ও আইন
২২. ২২. সময় ও কাল
২৩. ২৩. প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য
২৪. ২৪. আদেশ-উপদেশ
২৫. ২৫. খেলাধুলা ও শরীরচর্চা
২৬. ২৬. শরীর ও স্বাস্থ্য
২৭. ২৭. আলো-আঁধার
২৮. ২৮. কাজ ও অবসর
২৯. ২৯. শক্তি ও সংগ্রাম
৩০. ৩০. যশ ও অপযশ
৩১. ৩১. আচার-ব্যবহার
৩২. ৩২. বাণী বিচিত্রা
৩৩. ৩৩. আবহমানকালের বাণী
৩৪. ৩৪. চিরন্তন বাণী
৩৫. ৩৫. শিশু চিরন্তনী
৩৬. ৩৬. কথা চিরন্তন
৩৭. ৩৭. সত্য বাণী
৩৮. ৩৮. সত্য চিরন্তন
৩৯. ৩৯. বচন-প্রবচন
৪০. ৪০. বচন-প্রবচন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন