৩৪. চিরন্তন বাণী

ভবেশ রায়

চিরন্তন বাণী

[লজ্জা, মান, ভয়–তিন থাকতে নয়]

গৌরবের–জীবে দয়া, গুরুজনে শ্রদ্ধা, ঈশ্বরপ্রীতি।

সম্মানের–ন্যায়পরায়ণতা, নিরহঙ্কারিতা, উপেক্ষা।

প্রশংসার–পরোপকারিতা, সদাচার, সদালাপ।

আনন্দের–সৌন্দর্য, সারল্য, স্বাধীনতা।

আদরের–জ্ঞান, বিবেক, বৈরাগ্য।

ঘৃণার–পরনিন্দা, বিশ্বাসঘাতকতা, কৃতঘ্নতা।

চঞ্চল–ধন, জীবন, যৌবন।

অবশ্যম্ভাবী–রোগ, শোক, মৃত্যু।

পরিহার্য–কাম, ক্রোধ, ভোল।

দাতব্য–মিষ্টবাক্য, ক্ষমা, সদ্ব্যবহার।

রক্ষণীয়–সত্য, মৈত্রী, আত্মসংযম।

বর্জনীয় –আলস্য, চাপল্য, রঙ্গরস।

সন্দেহের–তোষামোদ, কপটতা, অযাচিত বন্ধুত্ব।

কামনার–স্বাস্থ্য, চিত্ত-প্রসন্নতা, সৎস্বভাব।

সহবাসের–সাধু, সদ্গ্রন্থ, সচ্চিন্তা।

দুর্লভ–মনুষ্যত্ব, মুমুক্ষা মহাপুরুষ-সংস্রব।

প্রার্থনীয়–ভক্তি, প্রেম, শান্তি।

সকল অধ্যায়

১. ০১. শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান
২. ০২. শিল্প ও সাহিত্য
৩. ০৩. ধর্ম, দর্শন ও সৃষ্টিকর্তা
৪. ০৪. মানুষ ও মনুষ্যত্ব
৫. ০৫. দেশ, জাতি ও ইতিহাস
৬. ০৬. ধনী ও ধনসম্পদ
৭. ০৭. জীবন ও মন
৮. ০৮. সুখ-দুঃখ-হাসি-কান্না
৯. ০৯. জন্ম ও মৃত্যু
১০. ১০. হিংসা-বিদ্বেষ
১১. ১১. প্রেম-প্রীতি-ভালবাসা
১২. ১২. নারী ও পুরুষ
১৩. ১৩. দম্পতি ও দাম্পত্যজীবন
১৪. ১৪. ঘর-সংসার
১৫. ১৫. পরিবার-পরিজন
১৬. ১৬. কামনা-বাসনা
১৭. ১৭. রূপ-সৌন্দর্য
১৮. ১৮. ভালো-মন্দ
১৯. ১৯. ক্ষুধা ও খাদ্য
২০. ২০. দোষ-গুণ
২১. ২১. ন্যায়-অন্যায় ও আইন
২২. ২২. সময় ও কাল
২৩. ২৩. প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য
২৪. ২৪. আদেশ-উপদেশ
২৫. ২৫. খেলাধুলা ও শরীরচর্চা
২৬. ২৬. শরীর ও স্বাস্থ্য
২৭. ২৭. আলো-আঁধার
২৮. ২৮. কাজ ও অবসর
২৯. ২৯. শক্তি ও সংগ্রাম
৩০. ৩০. যশ ও অপযশ
৩১. ৩১. আচার-ব্যবহার
৩২. ৩২. বাণী বিচিত্রা
৩৩. ৩৩. আবহমানকালের বাণী
৩৪. ৩৪. চিরন্তন বাণী
৩৫. ৩৫. শিশু চিরন্তনী
৩৬. ৩৬. কথা চিরন্তন
৩৭. ৩৭. সত্য বাণী
৩৮. ৩৮. সত্য চিরন্তন
৩৯. ৩৯. বচন-প্রবচন
৪০. ৪০. বচন-প্রবচন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন