৩৬. কথা চিরন্তন

ভবেশ রায়

কথা চিরন্তন

উপাসনা করো প্রেমের মাধ্যমে
নত হও সংযমের সাথে
সাধনা করো একাগ্রচিত্তে
কামনা করো ভক্তিসহকারে
দান করো মুক্তহস্তে
পান করো ধীরে ধীরে
আহার করো পরিমিতভাবে
ব্যয় করো আয় বুঝে
চিন্তা করো গভীরভাবে
বিশ্বাস করো মনেপ্রাণে
অপেক্ষা করো ধৈর্যের সাথে
শ্রবণ করো মন দিয়ে
সংকল্প করো দৃঢ়চিত্তে
তর্ক করো যুক্তির সাথে
কথা বলো সংক্ষেপে
কাজ করো নীরবে
পথ চলো সাবধানে
সেবা করো যত্নের সাথে
সাহায্য করো গাম্ভীর্যের সাথে
খেলা করো অবসরে
বাস করো সুজনের সাথে
ভালোবাসো প্রাণ খুলে
বন্ধুত্ব করো যাচাই করে
দুর্বৃত্তকে এড়িয়ে চলো
জ্ঞানীর সঙ্গে কাজ করো
নিজের কাজ নিজেই করো।

সকল অধ্যায়

১. ০১. শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান
২. ০২. শিল্প ও সাহিত্য
৩. ০৩. ধর্ম, দর্শন ও সৃষ্টিকর্তা
৪. ০৪. মানুষ ও মনুষ্যত্ব
৫. ০৫. দেশ, জাতি ও ইতিহাস
৬. ০৬. ধনী ও ধনসম্পদ
৭. ০৭. জীবন ও মন
৮. ০৮. সুখ-দুঃখ-হাসি-কান্না
৯. ০৯. জন্ম ও মৃত্যু
১০. ১০. হিংসা-বিদ্বেষ
১১. ১১. প্রেম-প্রীতি-ভালবাসা
১২. ১২. নারী ও পুরুষ
১৩. ১৩. দম্পতি ও দাম্পত্যজীবন
১৪. ১৪. ঘর-সংসার
১৫. ১৫. পরিবার-পরিজন
১৬. ১৬. কামনা-বাসনা
১৭. ১৭. রূপ-সৌন্দর্য
১৮. ১৮. ভালো-মন্দ
১৯. ১৯. ক্ষুধা ও খাদ্য
২০. ২০. দোষ-গুণ
২১. ২১. ন্যায়-অন্যায় ও আইন
২২. ২২. সময় ও কাল
২৩. ২৩. প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য
২৪. ২৪. আদেশ-উপদেশ
২৫. ২৫. খেলাধুলা ও শরীরচর্চা
২৬. ২৬. শরীর ও স্বাস্থ্য
২৭. ২৭. আলো-আঁধার
২৮. ২৮. কাজ ও অবসর
২৯. ২৯. শক্তি ও সংগ্রাম
৩০. ৩০. যশ ও অপযশ
৩১. ৩১. আচার-ব্যবহার
৩২. ৩২. বাণী বিচিত্রা
৩৩. ৩৩. আবহমানকালের বাণী
৩৪. ৩৪. চিরন্তন বাণী
৩৫. ৩৫. শিশু চিরন্তনী
৩৬. ৩৬. কথা চিরন্তন
৩৭. ৩৭. সত্য বাণী
৩৮. ৩৮. সত্য চিরন্তন
৩৯. ৩৯. বচন-প্রবচন
৪০. ৪০. বচন-প্রবচন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন