ভবেশ রায়
কথা চিরন্তন
উপাসনা করো প্রেমের মাধ্যমে
নত হও সংযমের সাথে
সাধনা করো একাগ্রচিত্তে
কামনা করো ভক্তিসহকারে
দান করো মুক্তহস্তে
পান করো ধীরে ধীরে 
আহার করো পরিমিতভাবে 
ব্যয় করো আয় বুঝে
চিন্তা করো গভীরভাবে 
বিশ্বাস করো মনেপ্রাণে 
অপেক্ষা করো ধৈর্যের সাথে 
শ্রবণ করো মন দিয়ে 
সংকল্প করো দৃঢ়চিত্তে 
তর্ক করো যুক্তির সাথে 
কথা বলো সংক্ষেপে
কাজ করো নীরবে 
পথ চলো সাবধানে 
সেবা করো যত্নের সাথে
সাহায্য করো গাম্ভীর্যের সাথে 
খেলা করো অবসরে 
বাস করো সুজনের সাথে
ভালোবাসো প্রাণ খুলে 
বন্ধুত্ব করো যাচাই করে 
দুর্বৃত্তকে এড়িয়ে চলো 
জ্ঞানীর সঙ্গে কাজ করো 
নিজের কাজ নিজেই করো।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন