অবরোধ বাসিনী – ১৮

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

[ ১৮ ]

লাহোরের জনৈক ভুক্তভোগী ডাক্তার সাহেবের রোগিনী দর্শনের বর্ণনা এইঃ

সচরাচর ডাক্তার আসিলে দুইজন চাকরাণী রোগিণীর পালঙ্কের শিয়রে ও পায়ের দিকে একটা মোটা বড় দোলাই ধরিয়া দাঁড়ায়। ডাক্তার সেই দোলাইয়ের একটু ফাঁকের ভিতর হাত দিয়া রোগিণীর নাড়ী পরীক্ষা করেন।*

এক বেগম সাহেবা নিউমোনিয়া রোগে ভুগিতেছিলেন। আমি বলিলাম ফেফড়ার অবস্থা দেখা দরকার; আমি পিঠের দিক হইতে দেখিয়া লইব। হুকুম হইল, “ষ্টেথিসকোপের নল যেখানে বলেন, চাকরাণী রাখিয়া দিবে!” সকলেই জানেন, ফেফড়া বিভিন্ন স্থান হইতে পরীক্ষা করিলে পর রোগ নির্ণয় করা সম্ভব হয়। কিন্তু আমি অগত্যা কর্ত্তার হুকুমে রাজী হইলাম। চাকরাণী নলটা দোলাইয়ের ভিতরে বেগম সাহেবার কোমরে নেফার (পায়জামার উপরাংশের) কিছু উপরে রাখিল। কিছুণ পরে আমি আশ্চর্য্য হইলাম যে কোন শব্দ শুনিতে পাই না কেন? দুঃসাহসে ভর দিয়া দোলাই একটু উঠাইয়া দেখিলাম,-দেখি কি নলটা কোমরে লাগান হইয়াছে! আমি বিরক্ত হইয়া উঠিয়া আসিলাম।**

—————————————–
* আমাকে জনৈকা নন-পর্দ্দা মহিলা জিজ্ঞেস করিয়াছিলেন (লেডী ডাক্তারের অভাবে পুরুষ), “ডাক্তারকে জিহবা দেখাইতে হইলে আপনি কি করিবেন? দোলাই ফুটা করিয়া তাহার ভিতর হতে জিহবা বাহির করিয়া দেখাইবেন নাকি?” আমি পাঠিকা ভগিনীদিগকে ঐ প্রশ্নের এবং আমার নিন্মোক্ত প্রশ্নের উত্তর দিতে অনুরোধ করি। ডাক্তারকে চোখ, দাঁত এবং কান দেখাইতে হইলে তাহারা কি উপায়ে দেখাইবেন?

** ডাক্তার সাহেবের নিজের ভাষায় শুনুনঃ “লা হাওল বেলা কুওৎ! মঁয় দিক হো কর উঠ আয়া। আর নওয়াব সাহেব পুছতে হেঁ কে কেয়া পাতা লাগা? মঁয় কেয়া খাক বাতাতা কে কেয়া পাতা লাগা?”

সকল অধ্যায়

১. অবরোধ বাসিনী – ০১
২. অবরোধ বাসিনী – ০২
৩. অবরোধ বাসিনী – ০৩
৪. অবরোধ বাসিনী – ০৪
৫. অবরোধ বাসিনী – ০৫
৬. অবরোধ বাসিনী – ০৬
৭. অবরোধ বাসিনী – ০৭
৮. অবরোধ বাসিনী – ০৮
৯. অবরোধ বাসিনী – ০৯
১০. অবরোধ বাসিনী – ১০
১১. অবরোধ বাসিনী – ১১
১২. অবরোধ বাসিনী – ১২
১৩. অবরোধ বাসিনী – ১৩
১৪. অবরোধ বাসিনী – ১৪
১৫. অবরোধ বাসিনী – ১৫
১৬. অবরোধ বাসিনী – ১৬
১৭. অবরোধ বাসিনী – ১৭
১৮. অবরোধ বাসিনী – ১৮
১৯. অবরোধ বাসিনী – ১৯
২০. অবরোধ বাসিনী – ২০
২১. অবরোধ বাসিনী – ২১
২২. অবরোধ বাসিনী – ২২
২৩. অবরোধ বাসিনী – ২৩
২৪. অবরোধ বাসিনী – ২৪
২৫. অবরোধ বাসিনী – ২৫
২৬. অবরোধ বাসিনী – ২৬
২৭. অবরোধ বাসিনী – ২৭
২৮. অবরোধ বাসিনী – ২৮
২৯. অবরোধ বাসিনী – ২৯
৩০. অবরোধ বাসিনী – ৩০
৩১. অবরোধ বাসিনী – ৩১
৩২. অবরোধ বাসিনী – ৩২
৩৩. অবরোধ বাসিনী – ৩৩
৩৪. অবরোধ বাসিনী – ৩৪
৩৫. অবরোধ বাসিনী – ৩৫
৩৬. অবরোধ বাসিনী – ৩৬
৩৭. অবরোধ বাসিনী – ৩৭
৩৮. অবরোধ বাসিনী – ৩৮
৩৯. অবরোধ বাসিনী – ৩৯
৪০. অবরোধ বাসিনী – ৪০
৪১. অবরোধ বাসিনী – ৪১
৪২. অবরোধ বাসিনী – ৪২
৪৩. অবরোধ বাসিনী – ৪৩
৪৪. অবরোধ বাসিনী – ৪৪
৪৫. অবরোধ বাসিনী – ৪৫
৪৬. অবরোধ বাসিনী – ৪৬
৪৭. অবরোধ বাসিনী – ৪৭

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন