অবরোধ বাসিনী – ২৮

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

[ ২৮ ]

বহুকালের ঘটনা। বহু পুণ্যফলে আরবদেশীয় কোন মহিলা কলিকাতায় তশরীফ আনিয়াছেন। তিনি ভাঙ্গা ভাঙ্গা উর্দ্দু বলিতে শিখিয়াছিলেন। যখন দলে দলে বিবিরা পাল্কীযোগে তাঁহার জেয়ারত করিতে আসিতেন, তিনি পাল্কী দেখিয়া হয়রাণ হইতেন যে এ “আজাব” কেন?

একদিন পূর্ব্ববঙ্গের এক বিবি আসিয়াছিলেন। আরবীয়া মহিলা কুশল প্রশ্ন প্রসঙ্গে আগন্তুক বিবির স্বামীর কুশল জিজ্ঞাসা করিলে উত্তর দান কালে বাঙ্গাল বিবি মাথার ঘোমটা টানেন আর বলেন, “তানি ত বালই আছেন, তানার আবার কি অনব? তানি ত বালই আছেন।” বেচারী আরবীয়া বিবি বুঝিতেই পারিলেন না যে, স্বামীর কুশল বলিবার সময় ঘোমটা টানার প্রয়োজন হইল কেন?

আরবীয়া বিবি বাঙ্গালায় বিবিদের পাল্কীতে উঠা ব্যাপারটা কৌতুকের সহিত দাঁড়াইয়া দেখিতেন। একদিন এক বোরকা পরিহিতা বিবি পাল্কীতে উঠিলেন, তাঁহার কোলে দুই বৎসরের শিশু, সঙ্গে পানদান, একটা বড় কাঠের বা, একটা কাপড়ের গাঁটরী এবং এক কূজা পানি। পাল্কীটার বেতের ছাউনি ভাঙ্গা ছিল, তাহা পূর্ব্বে কেহ লক্ষ্য করে নাই পাল্কীর দুই পার্শ্বে তুলিল, অমনি মড়মড় করিয়া পাল্কীর বেত্রাসন ভাঙ্গিতে লাগিল। পাল্কীর দুই পার্শ্বে দুই বরকন্দাজ চলিয়াছে-তাঁহারা শিশুটিকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিল, “সাহেবজাদা মড়মড় শব্দ করে কি?” কিন্তু পাল্কী হইতে কোন উত্তর আসিল না;- একটু পরে গেট পার হইয়া পাল্কীটা অত্যন্ত হালকা বোধ হওয়ায় বেহারাগণ থমকিয়া দাঁড়াইল। ওদিকে ভাঙ্গা পাল্কী গলাইয়া বোরকা পরা বিবি ছেলেকে আঁকড়িয়া ধরিয়া মাটীতে বসিয়া পড়িয়াছেন; গাঁটরী, পানদান সব ইতস্ততঃ বিপ্তি। কূজা ভাঙ্গিয়া পানি পড়িয়া তিনি ভিজিয়া গিয়াছেন,-কিন্তু তবু মুখে বলেন নাই-“পাল্কী থামাও!” কলিকাতার রাস্তায় এই ব্যাপার!-বেচারী আরবের বিবি তাড়াতাড়ি চাকরাণী পাঠাইয়া বিবিটীকে আনাইয়া বলিলেন, “বিবি, পাল্কীর এমন তামাসা দেখিবার জন্য আমি প্রস্তুত ছিলাম না!”

সকল অধ্যায়

১. অবরোধ বাসিনী – ০১
২. অবরোধ বাসিনী – ০২
৩. অবরোধ বাসিনী – ০৩
৪. অবরোধ বাসিনী – ০৪
৫. অবরোধ বাসিনী – ০৫
৬. অবরোধ বাসিনী – ০৬
৭. অবরোধ বাসিনী – ০৭
৮. অবরোধ বাসিনী – ০৮
৯. অবরোধ বাসিনী – ০৯
১০. অবরোধ বাসিনী – ১০
১১. অবরোধ বাসিনী – ১১
১২. অবরোধ বাসিনী – ১২
১৩. অবরোধ বাসিনী – ১৩
১৪. অবরোধ বাসিনী – ১৪
১৫. অবরোধ বাসিনী – ১৫
১৬. অবরোধ বাসিনী – ১৬
১৭. অবরোধ বাসিনী – ১৭
১৮. অবরোধ বাসিনী – ১৮
১৯. অবরোধ বাসিনী – ১৯
২০. অবরোধ বাসিনী – ২০
২১. অবরোধ বাসিনী – ২১
২২. অবরোধ বাসিনী – ২২
২৩. অবরোধ বাসিনী – ২৩
২৪. অবরোধ বাসিনী – ২৪
২৫. অবরোধ বাসিনী – ২৫
২৬. অবরোধ বাসিনী – ২৬
২৭. অবরোধ বাসিনী – ২৭
২৮. অবরোধ বাসিনী – ২৮
২৯. অবরোধ বাসিনী – ২৯
৩০. অবরোধ বাসিনী – ৩০
৩১. অবরোধ বাসিনী – ৩১
৩২. অবরোধ বাসিনী – ৩২
৩৩. অবরোধ বাসিনী – ৩৩
৩৪. অবরোধ বাসিনী – ৩৪
৩৫. অবরোধ বাসিনী – ৩৫
৩৬. অবরোধ বাসিনী – ৩৬
৩৭. অবরোধ বাসিনী – ৩৭
৩৮. অবরোধ বাসিনী – ৩৮
৩৯. অবরোধ বাসিনী – ৩৯
৪০. অবরোধ বাসিনী – ৪০
৪১. অবরোধ বাসিনী – ৪১
৪২. অবরোধ বাসিনী – ৪২
৪৩. অবরোধ বাসিনী – ৪৩
৪৪. অবরোধ বাসিনী – ৪৪
৪৫. অবরোধ বাসিনী – ৪৫
৪৬. অবরোধ বাসিনী – ৪৬
৪৭. অবরোধ বাসিনী – ৪৭

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন