অবরোধ বাসিনী – ২৬

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

[ ২৬ ]

আমাদের ন্যায় আমাদের নামগুলি পর্য্যন্ত পর্দ্দানশীল। মেয়েদের নাম জানা যায়, কেবল তাহাদের বিবাহের কাবিন লিখিবার সময়। এক মস্ত জমীদারের তিন কন্যার বিবাহ একই সঙ্গে হইতেছিল। মেয়েদের ডাকনাম বড় গেন্দলা, মেজো গেন্দলা, এবং ছোট গেন্দলা-প্রকৃত নাম কেহই জানে না। তাহাদের সম্পর্কের এক চাচা হইলেন বিবাহ পড়াইবার মোল্লা। কন্যাদের বয়স অনুসারে তিন জল বরের বয়সেরও তারতম্য ছিল। তিন জন বরই বিবাহ কেন্দ্রে অনুপস্থিত। আমরা পাঠিকাদের সুবিধার নিমিত্ত বরদিগকে বয়স অনুসারে ১নং, ২নং এবং ৩নং বলিব।

মোল্লা সাহেবের হাতে তিন বর এবং তিন কন্যার নামের তালিকা দেওয়া হইয়াছে। তিনি যথাসময় বিবাহের মন্ত্র পড়াইতে বসিয়া ভ্রমণবশতঃ বর ও কন্যাদের নাম গোলমাল করিয়া ১নং বরের সহিত ছোট গেন্দলার বিবাহ দিয়া দিলেন; ৩নং বরের সহিত মেজো গেন্দলার বিবাহ দিলেন। এখন ২নং বরের সহিত বড় গেন্দলার বিবাহের পালা। মেজো ও ছোট গেন্দলার বয়স খুব অল্প-১১ এবং ৭ বৎসর, তাই তাহারা কোন উচ্চ বাচ্য করে নাই। কিন্তু বড় গেন্দলার বয়স ১৯ বৎসর; সে লুকাইয়া ছাপাইয়া মুরুব্বিদের কথাবার্ত্তা শুনিয়া জানিয়াছিল, তাহার বিবাহ হইবে, ১নং বরের সহিত। আর বরের নামও তাহার জানা ছিল। সুতরাং ২নং বরের নাম লইয়া মোল্লা সাহেব যখন বড় গেন্দলার “এজেন” চাহিলেন, সে আর কিছুতেই মুখ খোলে না। মা, মাসীর উৎপীড়ন সহ্য করিয়াও সাহেবকে বলিলেন, “হাঁম গেন্দলা হুঁ বলেছে; বিয়ে হয়ে গেছে, তুমি আর কতকণ হয়রাণ হবে।” তিনি বলিলেন, “আমরা গেন্দলার মুখের “হুঁ” শুনি নাই, তবে কি আপনার “হুঁ” লইয়া আপনারই বিবাহ পড়াইব নাকি?” তদুত্তরে ক’নের মা তাঁহার পিঠে এক বিরাট কিল বসাইয়া দিলেন। অবশেষে গেন্দলা বেচারী “হুঁ” বলিল কিনা আমরা সে খবর রাখি না।

এদিকে যথাসময়ে টেলিগ্রাফযোগে ৩০ বৎসর বয়স্ড়্গা ১নং বর যখন জানিলেন যে, তাঁহার বিবাহ হইয়াছে, (১৯ বৎসর বয়স্কা বড় গেন্দলার পরিবর্ত্তে) সর্ব্বকনিষ্ঠা ৭ম বর্ষীয়া ছোট গেন্দলার সহিত তখন তিনি চটিয়া লাল হইলেন-শাশুড়ীকে লিখিলেন কন্যা বদল করিয়া দিতে; নচেৎ তিনি তাঁহার বিরুদ্ধে জুয়াচুরির মোকদ্দমা আনিবেন, ইত্যাদি ইত্যাদি।

সকল অধ্যায়

১. অবরোধ বাসিনী – ০১
২. অবরোধ বাসিনী – ০২
৩. অবরোধ বাসিনী – ০৩
৪. অবরোধ বাসিনী – ০৪
৫. অবরোধ বাসিনী – ০৫
৬. অবরোধ বাসিনী – ০৬
৭. অবরোধ বাসিনী – ০৭
৮. অবরোধ বাসিনী – ০৮
৯. অবরোধ বাসিনী – ০৯
১০. অবরোধ বাসিনী – ১০
১১. অবরোধ বাসিনী – ১১
১২. অবরোধ বাসিনী – ১২
১৩. অবরোধ বাসিনী – ১৩
১৪. অবরোধ বাসিনী – ১৪
১৫. অবরোধ বাসিনী – ১৫
১৬. অবরোধ বাসিনী – ১৬
১৭. অবরোধ বাসিনী – ১৭
১৮. অবরোধ বাসিনী – ১৮
১৯. অবরোধ বাসিনী – ১৯
২০. অবরোধ বাসিনী – ২০
২১. অবরোধ বাসিনী – ২১
২২. অবরোধ বাসিনী – ২২
২৩. অবরোধ বাসিনী – ২৩
২৪. অবরোধ বাসিনী – ২৪
২৫. অবরোধ বাসিনী – ২৫
২৬. অবরোধ বাসিনী – ২৬
২৭. অবরোধ বাসিনী – ২৭
২৮. অবরোধ বাসিনী – ২৮
২৯. অবরোধ বাসিনী – ২৯
৩০. অবরোধ বাসিনী – ৩০
৩১. অবরোধ বাসিনী – ৩১
৩২. অবরোধ বাসিনী – ৩২
৩৩. অবরোধ বাসিনী – ৩৩
৩৪. অবরোধ বাসিনী – ৩৪
৩৫. অবরোধ বাসিনী – ৩৫
৩৬. অবরোধ বাসিনী – ৩৬
৩৭. অবরোধ বাসিনী – ৩৭
৩৮. অবরোধ বাসিনী – ৩৮
৩৯. অবরোধ বাসিনী – ৩৯
৪০. অবরোধ বাসিনী – ৪০
৪১. অবরোধ বাসিনী – ৪১
৪২. অবরোধ বাসিনী – ৪২
৪৩. অবরোধ বাসিনী – ৪৩
৪৪. অবরোধ বাসিনী – ৪৪
৪৫. অবরোধ বাসিনী – ৪৫
৪৬. অবরোধ বাসিনী – ৪৬
৪৭. অবরোধ বাসিনী – ৪৭

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন