কাজী নজরুল ইসলাম
না–আসা দিনের কবির প্রতি
জবা-কুসুম-সংকাশ রাঙা অরুণ রবি
 তোমরা উঠিছ; না-আসা দিনের তোমরা কবি।
 যে-রাঙা প্রভাত দেখিবার আশে আমরা জাগি
 তোমরা জাগিছ দলে দলে পাখি তারই-র লাগি।
 স্তব-গান গাই আমি তোমাদেরই আসার আশে,
 তোমরা উদিবে আমার রচিত নীল আকাশে।
 আমি রেখে যাই আমার নমস্কারের স্মৃতি –
 আমার বীণায় গাহিয়ো নতুন দিনের গীতি!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন