রবীন্দ্রনাথ ঠাকুর
প্রভাতে একটি দীর্ঘশ্বাস
একটি বিরল অশ্রুবারি
ধীরে ওঠে, ধীরে ঝরে যায়,
শুনিলে তোমার নাম আজ।
কেবল একটুখানি লাজ–
এই শুধু বাকি আছে হায়।
আর সব পেয়েছে বিনাশ।
এক কালে ছিল যে আমারি
গেছে আজ করি পরিহাস।
Aubre De Vere
শ্রাবণ, ১২৯১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন