প্রিয়ার রূপ

কাজী নজরুল ইসলাম

প্রিয়ার রূপ

অধর নিসপিস
নধর কিসমিস
রাতুল তুলতুল কপোল;
ঝরল ফুল-কুল,
করল গুল ভুল
বাতুল বুলবুল চপল।
নাসায় তিলফুল
হাসায় বিলকুল,
নয়ান ছলছল উদাস,
দৃষ্টি চোর-চোর
মিষ্টি ঘোর-ঘোর,
বয়ান ঢলঢল হুতাশ।
অলক দুলদুল
পলক ঢুল ঢুল,
নোলক চুম খায় মুখেই,
সিঁদুর মুখটুক
হিঙুল টুকটুক,
দোলক ঘুম যায় বুকেই।
ললাট ঝলমল
মলাট মলমল
টিপটি টলটল সিঁথির,
ভুরুর কায় ক্ষীণ
শুরুর নাই চিন,
দীপটি জ্বলজ্বল দিঠির।
চিবুক টোল খায়,
কী সুখ-দোল তায়
হাসির ফাঁস দেয় – সাবাস।
মুখটি গোলগাল,
চুপটি বোলচাল
বাঁশির শ্বাস দেয় আভাস।
আনার লাল লাল
দানার তার গাল,
তিলের দাগ তায় ভোমর;
কপোল-কোল ছায়
চপল টোল, তায়
নীলের রাগ ভায় চুমোর॥

কুমিল্লা
ফাল্গুন ১৩২৮

সকল অধ্যায়

১. আশা
২. সন্ধ্যাতারা
৩. শায়ক-বেঁধা পাখী
৪. ব্যথা-নিশীথ
৫. বিদায়-বেলায়
৬. বিজয়িনী
৭. কমল-কাঁটা
৮. পলাতকা
৯. দূরের বন্ধু
১০. চৈতী হাওয়া
১১. চিরশিশু
১২. আপন-পিয়াসী
১৩. স্তব্ধ বাদল
১৪. মরমি
১৫. অকরুণ পিয়া
১৬. দহনমালা
১৭. পাপড়ি-খোলা
১৮. চির-চেনা
১৯. চাঁদমুকুর
২০. পাহাড়ি গান
২১. অমর-কানন
২২. পুবের হাওয়া
২৩. আলতা-স্মৃতি
২৪. রৌদ্রদগ্ধের গান
২৫. মানস-বধূ
২৬. নীল পরি
২৭. অনাদৃতা
২৮. বিবাগিনী
২৯. প্রতিবেশিনী
৩০. দুপুর-অভিসার
৩১. ছলকুমারী
৩২. বিধুরা পথিকপ্রিয়া
৩৩. মনের মানুষ
৩৪. প্রিয়ার রূপ
৩৫. বাদল-দিনে
৩৬. কার বাঁশি বাজিল?
৩৭. বেদনা-মণি
৩৮. চিরন্তনী প্রিয়া
৩৯. স্নেহ-ভীতু
৪০. হারামণি
৪১. মুক্তি-বার
৪২. বেদনা-অভিমান
৪৩. নিশীথ-প্রীতম
৪৪. অ-বেলায়
৪৫. হার-মানা-হার
৪৬. লক্ষীছাড়া
৪৭. শেষের গান
৪৮. নিরুদ্দেশের যাত্রী
৪৯. পরশ পূজা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন