কাজী নজরুল ইসলাম
মরমি
কোন মরমির মরম ব্যথা আমার বুকে বেদনা হানে, জানি গো, সেও জানেই জানে। আমি কাঁদি তাইতে যে তার ডাগর চোখে অশ্রু আনে, বুঝেছি তা প্রাণের টানে। বাইরে বাঁধি মনকে যত ততই বাড়ে মর্ম-ক্ষত, মোর সে ক্ষত ব্যথার মতো বাজে গিয়ে তারও প্রাণে কে কয়ে যায় হিয়ার কানে। উদাস বায়ু ধানের খেতে ঘনায় যখন সাঁঝের মায়া, দুই জনারই নয়ন-পাতায় অমনি নামে কাজল-ছায়া! দুইটি হিয়াই কেমন কেমন বদ্ধ ভ্রমর পদ্মে যেমন, হায়, অসহায় মূকের বেদন বাজল শুধু সাঁঝের গানে, পুবের বায়ুর হুতাশ তানে।
বরিশাল
আশ্বিন ১৩২৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন