৫. নুবুওয়াতী জীবন, রিসালাত ও দা‘ওয়াত

 পয়গম্বরী যুগ পবিত্র জীবনের মক্কাবস্থানকাল : দাওয়াতের সময়কাল ও স্তর (النُّبُــوَّةُ وَالدَّعْــوَةُ – الْعَهْـدُ الْمَكِّـيْ):

আলোচনা ও অনুধাবনের সুবিধার্থে রাসূলুল্লাহ (ﷺ)-এর পয়গম্বরী জীবন কালকে আমরা দুইটি অংশে বিভক্ত করে নিয়ে আলোচনা করতে পারি। কাজকর্মের ধারা প্রক্রিয়া এবং সাফল্য। সাফল্যের প্রেক্ষাপটে বিবেচনা করলে দেখা যাবে যে এর এক অংশ থেকে ছিল ভিন্নধর্মী এবং ভিন্নতর বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যময়। অংশ দুটি হচ্ছে যথাক্রমেঃ

১. মক্কায় অবস্থান কাল প্রায় তের বছর

২. মদীনায় অবস্থান কাল দশ বছর

তারপর মক্কী ও মাদীনী উভয় জীবনকাল বৈশিষ্ট্য ও কর্ম প্রক্রিয়ার ব্যাপারে ছিল স্তর ক্রমিক এবং ভিন্নধর্মী। তাঁর পয়গম্বরী জীবনের উভয় অংশ পর্যালোচনা এবং পরীক্ষণ করলে অনুক্রমিক স্তরগুলো সমীক্ষা করে দেখা বহুলাংশে সহজতর হয়ে উঠবে।

রাসূলুল্লাহ (ﷺ)-এর মক্কাবস্থান কাল এবং কর্মপ্রক্রিয়াকে তিনটি আনুক্রমিক স্তরে বিভক্ত করে নিয়ে আলোচনা করা যেতে পারে। সেগুলো হচ্ছে:

১. সর্ব সাধারণের অবগতির অন্তরালে গোপন দাওয়াতী কর্মকান্ডের স্তর (তিন বছর)।

২. মক্কাবাসীগণের নিকট প্রকাশ্য দাওয়াত ও তাবলীগী কাজের স্তর (৪র্থ বছর থেকে ১০ম বছরের শেষ নাগাদ)।

৩. মক্কার বাইরে ইসলামের দাওয়াত গ্রহণ ও বিস্তৃতির স্তর (১০ম নুবুওয়াতী বর্ষের শেষ ভাগ হতে হিজরত পর্যন্ত।।

মদীনার জীবন এবং মদীনায় অবস্থান কালের স্তর অনুযায়ী বিস্তৃত আলোচনা যথাক্রমে সন্নিবেশিত হবে।

সকল অধ্যায়

১. ৮. দ্বিতীয় ধাপ : প্রকাশ্য প্রচার
২. ৬. পয়গম্বরীত্বের প্রচ্ছায়ায়
৩. ৫. নুবুওয়াতী জীবন, রিসালাত ও দা‘ওয়াত
৪. ৪. সৌভাগ্যময় জন্ম এবং পবিত্র জীবনের চল্লিশ বছর
৫. ৩. পয়গম্বরী বংশাবলী, রাসূলুল্লাহ (সাঃ)-এর সৌভাগ্যময় আবির্ভাব ও তাঁর পবিত্রতম জীবনের চল্লিশটা বৎসর
৬. ১. তৎকালীন আরবের ভৌগলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা
৭. ২. জাহেলিয়াত সমাজের সংক্ষিপ্ত বিবরণ
৮. ৭. প্রথম ধাপ : ইসলাম প্রচারে আত্মনিয়োগ
৯. ৯. বড় বড় সাহাবাদের ইসলাম গ্রহণ
১০. ১০. পূর্ণাঙ্গ বয়কট
১১. ১১. আবূ ত্বালিব সমীপে শেষ কুরাইশ প্রতিনিধি দল
১২. ১২. শোকের বছর
১৩. ১৩. প্রথম পর্যায়ের মুসলিমগণের ধৈর্য ও দৃঢ়তা এবং এর অন্তর্নিহিত কারণসমূহ
১৪. ১৪. তৃতীয় ধাপ- মক্কাভূমির বাইরে ইসলামের দাওয়াত
১৫. ১৫. ব্যক্তি এবং গোষ্ঠিকে ইসলামের দাওয়াত প্রদান
১৬. ১৬. নৈশ ভ্রমণ ও উর্ধ্বগমন বা মি’রাজ
১৭. ১৭. হিজরতের সর্বপ্রথম বাহিনী
১৮. ১৮. দারুন নাদওয়াতে (সংসদ ভবনে) কুরাইশদের অধিবেশন
১৯. ১৯. রাসূলুল্লাহ (সাঃ)-এর হিজরত
২০. ২০. মদীনার জীবন দাওয়াত, জিহাদ ও পরিত্রাণের যুগ
২১. ২১. প্রথম পর্যায়
২২. ২২. ইহুদীদের সঙ্গে চুক্তি সম্পাদন
২৩. ২৩. অস্ত্রের ঝনাঝনানি
২৪. ২৪. গাযওয়ায়ে বদরে কুবরা- ইসলামের প্রথম ফায়সালাকারী যুদ্ধ
২৫. ২৫. উহুদ যুদ্ধ
২৬. ২৬. উহুদ ও আহযাব যুদ্ধের মধ্যবর্তী সারিয়্যাহ ও অভিযানসমূহ
২৭. ২৭. গাযওয়ায়ে আহযাব (খন্দক বা পরিখার যুদ্ধ)
২৮. ২৮. বনু কুরাইযাহর যুদ্ধ
২৯. ২৯. এ (আহযাব ও কুরাইযাহ) যুদ্ধ পরবর্তী ঘটনাবলী
৩০. ৩০. বনু মুসত্বালাক্ব যুদ্ধ বা গাযওয়ায়ে মুরাইসী’ (৫ম অথবা ৬ষ্ঠ হিজরী)
৩১. ৩১. গাযওয়ায়ে মুরাইসী’র পরের সামরিক অভিযানসমূহ
৩২. ৩২. হুদায়বিয়াহর উমরাহ
৩৩. ৩৩. দ্বিতীয় পর্যায়
৩৪. ৩৪. হুদায়বিয়াহর পরের সৈনিক প্রস্তুতি
৩৫. ৩৫. খায়বার ও ওয়াদিল কুরা যুদ্ধ (মুহাররম, ৭ম হিজরী)
৩৬. ৩৬. ৭ম হিজরীর অবশিষ্ট সারিয়্যা ও যুদ্ধসমূহ
৩৭. ৩৭. ক্বাযা উমরাহ
৩৮. ৩৮. মুতাহ যুদ্ধ
৩৯. ৩৯. মক্কা বিজয়ের যুদ্ধ
৪০. ৪০. তৃতীয় পর্যায়
৪১. ৪১. হুনাইন যুদ্ধ
৪২. ৪২. মক্কা বিজয়ের পর ছোটখাট অভিযান এবং কর্মচারীগণের যাত্রা
৪৩. ৪৩. তাবুক যুদ্ধ – নবম হিজরীর রজব মাসে
৪৪. ৪৪. দাওয়াতের সাফল্য ও প্রভাব
৪৫. ৪৫. বিদায় হজ্জ
৪৬. ৪৬. সর্বোচ্চ বন্ধুর দিকে ধাবমান
৪৭. ৪৭. নাবী (সাঃ)-এর পরিবার
৪৮. ৪৮. আচার-আচরণ ও গুণাবলী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন