৪০. তৃতীয় পর্যায়

তৃতীয় পর্যায়

এ স্তর হচ্ছে রাসূলুল্লাহ (ﷺ)-এর নবুওয়াত জীবনের শেষ স্তর যা তাঁর ইসলামী দাওয়াতের সে ফলাফল সমূহের প্রতিনিধিত্ব করে যা দীর্ঘ তেইশ বছরের কঠোর পরিশ্রম, অজস্র সমস্যা ও সংকট নিরসন,, অসহনীয় দুঃখ-যন্ত্রণা ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করেছিলেন। তাঁর ঘটনাবহুল জীবন ছিল অবিমিশ্র বিজয় ও কৃতকার্যতার অভূতপূর্ব ও অভাবিতপূর্ব ঘটনার সমাহার। তবে এসবের মধ্যে সব চাইতে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কৃতকার্যতা ছিল মক্কা বিজয়। প্রকৃতপক্ষে এ বিজয় ছিল বিজয়পূর্ব এবং বিজয়োত্তর দু’ যুগের মধ্যে যুগসৃষ্টিকারী একটি ঘটনা এবং দু’ বৈপরীত্যের সীমান্ত রেখা। আরব অধিবাসীগণের দৃষ্টিতে কুরাইশগণ ছিল দ্বীনের সংরক্ষক এবং তত্ত্বাবধায়ক, কুরাইশগণের পরাজয়ের ফলে আরব উপদ্বীপের জনগণের মূর্তিপূজার ভিত, চিরতরে উৎপাটিত হয়ে গেল এবং ইসলামের ভিত সুপ্রতিষ্ঠিত হল।

এই শেষের স্তরকে দু’ পর্যায়ে বিভক্ত করা যায় :

(১) সাধনা এবং লড়াই ও

(২) ইসলাম গ্রহণের জন্য জাতি এবং গোত্রসমূহের দৌড়।

এ দু’ পরিস্থিতির একে অন্যের সঙ্গে বিজড়িত এবং এ স্তরের মধ্যে আগের পিছনের এবং একে অন্যের মাঝেও সংঘটিত হয়ে এসেছে। তবে এ পুস্তক প্রণয়নের ক্ষেত্রে আমরা একটি থেকে অন্যটিকে পৃথকভাবে আলোচনা করব। কাজেই পিছনের আলোচনা গুলোতে যে সংগ্রাম যুদ্ধের আলোচনা চলে এসেছে পরবর্তী যুদ্ধ তারই আনুষঙ্গিক প্রেক্ষাপটে আলোচিত হবে।

সকল অধ্যায়

১. ৮. দ্বিতীয় ধাপ : প্রকাশ্য প্রচার
২. ৬. পয়গম্বরীত্বের প্রচ্ছায়ায়
৩. ৫. নুবুওয়াতী জীবন, রিসালাত ও দা‘ওয়াত
৪. ৪. সৌভাগ্যময় জন্ম এবং পবিত্র জীবনের চল্লিশ বছর
৫. ৩. পয়গম্বরী বংশাবলী, রাসূলুল্লাহ (সাঃ)-এর সৌভাগ্যময় আবির্ভাব ও তাঁর পবিত্রতম জীবনের চল্লিশটা বৎসর
৬. ১. তৎকালীন আরবের ভৌগলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা
৭. ২. জাহেলিয়াত সমাজের সংক্ষিপ্ত বিবরণ
৮. ৭. প্রথম ধাপ : ইসলাম প্রচারে আত্মনিয়োগ
৯. ৯. বড় বড় সাহাবাদের ইসলাম গ্রহণ
১০. ১০. পূর্ণাঙ্গ বয়কট
১১. ১১. আবূ ত্বালিব সমীপে শেষ কুরাইশ প্রতিনিধি দল
১২. ১২. শোকের বছর
১৩. ১৩. প্রথম পর্যায়ের মুসলিমগণের ধৈর্য ও দৃঢ়তা এবং এর অন্তর্নিহিত কারণসমূহ
১৪. ১৪. তৃতীয় ধাপ- মক্কাভূমির বাইরে ইসলামের দাওয়াত
১৫. ১৫. ব্যক্তি এবং গোষ্ঠিকে ইসলামের দাওয়াত প্রদান
১৬. ১৬. নৈশ ভ্রমণ ও উর্ধ্বগমন বা মি’রাজ
১৭. ১৭. হিজরতের সর্বপ্রথম বাহিনী
১৮. ১৮. দারুন নাদওয়াতে (সংসদ ভবনে) কুরাইশদের অধিবেশন
১৯. ১৯. রাসূলুল্লাহ (সাঃ)-এর হিজরত
২০. ২০. মদীনার জীবন দাওয়াত, জিহাদ ও পরিত্রাণের যুগ
২১. ২১. প্রথম পর্যায়
২২. ২২. ইহুদীদের সঙ্গে চুক্তি সম্পাদন
২৩. ২৩. অস্ত্রের ঝনাঝনানি
২৪. ২৪. গাযওয়ায়ে বদরে কুবরা- ইসলামের প্রথম ফায়সালাকারী যুদ্ধ
২৫. ২৫. উহুদ যুদ্ধ
২৬. ২৬. উহুদ ও আহযাব যুদ্ধের মধ্যবর্তী সারিয়্যাহ ও অভিযানসমূহ
২৭. ২৭. গাযওয়ায়ে আহযাব (খন্দক বা পরিখার যুদ্ধ)
২৮. ২৮. বনু কুরাইযাহর যুদ্ধ
২৯. ২৯. এ (আহযাব ও কুরাইযাহ) যুদ্ধ পরবর্তী ঘটনাবলী
৩০. ৩০. বনু মুসত্বালাক্ব যুদ্ধ বা গাযওয়ায়ে মুরাইসী’ (৫ম অথবা ৬ষ্ঠ হিজরী)
৩১. ৩১. গাযওয়ায়ে মুরাইসী’র পরের সামরিক অভিযানসমূহ
৩২. ৩২. হুদায়বিয়াহর উমরাহ
৩৩. ৩৩. দ্বিতীয় পর্যায়
৩৪. ৩৪. হুদায়বিয়াহর পরের সৈনিক প্রস্তুতি
৩৫. ৩৫. খায়বার ও ওয়াদিল কুরা যুদ্ধ (মুহাররম, ৭ম হিজরী)
৩৬. ৩৬. ৭ম হিজরীর অবশিষ্ট সারিয়্যা ও যুদ্ধসমূহ
৩৭. ৩৭. ক্বাযা উমরাহ
৩৮. ৩৮. মুতাহ যুদ্ধ
৩৯. ৩৯. মক্কা বিজয়ের যুদ্ধ
৪০. ৪০. তৃতীয় পর্যায়
৪১. ৪১. হুনাইন যুদ্ধ
৪২. ৪২. মক্কা বিজয়ের পর ছোটখাট অভিযান এবং কর্মচারীগণের যাত্রা
৪৩. ৪৩. তাবুক যুদ্ধ – নবম হিজরীর রজব মাসে
৪৪. ৪৪. দাওয়াতের সাফল্য ও প্রভাব
৪৫. ৪৫. বিদায় হজ্জ
৪৬. ৪৬. সর্বোচ্চ বন্ধুর দিকে ধাবমান
৪৭. ৪৭. নাবী (সাঃ)-এর পরিবার
৪৮. ৪৮. আচার-আচরণ ও গুণাবলী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন