২১. ব্রাহ্মণ (ব্রাহ্মণ্যতান্ত্রিক বর্ণব্যবস্থা)

নীহাররঞ্জন রায়

ব্রাহ্মণ (ব্রাহ্মণ্যতান্ত্রিক বর্ণব্যবস্থা)

ব্রাহ্মণ্যতান্ত্রিক বর্ণব্যবস্থার চূড়ায় থাকিবেন স্বয়ং ব্রাহ্মণেরা ইহা ত খুবই স্বাভাবিক। নানা গোত্র, প্রবর ও বিভিন্ন বৈদিক শাখানুষ্ঠায়ী ব্রাহ্মণের যে পঞ্চম-ষষ্ঠ-সপ্তম শতকেই উত্তর ভারত হইতে বাংলাদেশে আসিয়া বসবাস আরম্ভ করিয়াছিলেন, তাহা তো আমরা আগেই দেখিয়াছি। “মধ্যদেশ-বিনির্গত” ব্রাহ্মণদের সংখ্যা অষ্টম শতক হইতে ক্রমশঃ বাড়িয়াই যাইতে আরম্ভ করিল; ক্রোড়ঞ্চি-ক্রোড়ঞ্জ (= কোলাঞ্চ), তর্কারি (যুক্তপ্রদেশের শ্রাবস্তী অন্তর্গত), মৎস্যাবাস কুন্তীর, চন্দবার (এটোয়া জেলার বতর্মান চান্দোয়ার), হস্তিপদ, মুক্তাবাস্তু এমন কি সুদূর লাট (গুজরাত) দেশ হইতে ব্রাহ্মণ পরিবারদের বাংলাদেশে আসিয়া বসবাসের দৃষ্টান্ত এ যুগের লিপিগুলিতে সমানেই পাওয়া যাইতেছে।(১) ইহার এদেশে আসিয়া পূর্বাগত ব্রাহ্মণদের এবং তাহাদের অগণিত বংশধরদের সঙ্গে মিলিয়া মিশিয়া গিয়াছিলেন, এইরূপ অনুমানই স্বাভাবিক।

 

————–
(১) Ep. Ind. XIII 292 p.; Insc of Bengal, 24, 67, 157, pp: গৌড়লেখমালা, ২৬-২৭, ৯৭ পৃ; Ep. Ind. XXII, 15P P; XV, 293 p, ভারতবর্ষ মাসিক পত্রিকা, ১৩৪৪, ১ম খণ্ড, ২৬৪ পৃ।

সকল অধ্যায়

১. ০২. উপাদান-বিচার
২. ০৩. আর্যীকরণের সূচনা : বর্ণবিন্যাসের প্রথম পর্ব
৩. ০৪.০ গুপ্ত পর্বের বর্ণ বিন্যাস
৪. ০৪.১ ব্রাহ্মণদের পদবী ও গাঞি পরিচয়
৫. ০৫. কায়স্থ-করণ
৬. ০৬. ক্ষত্রিয় ও বৈশ্য
৭. ০৭. পাল যুগ
৮. ০৮. কৈবর্ত
৯. ০৯. বর্ণসমাজের নিম্নস্তর
১০. ১০. ব্রাহ্মণ
১১. ১১. পালরাষ্ট্রের সামাজিক আদর্শ
১২. ১২. চন্দ্র ও কম্বোজ রাজ্যের সামাজিক আদর্শ
১৩. ১৩. বৌদ্ধ ও ব্রাহ্মণ্য আদর্শ
১৪. ১৪. সমাজের গতি ও প্রকৃতি
১৫. ১৫. সেন-বর্মণ যুগ
১৬. ১৬. ব্রাহ্মণ-তান্ত্রিক স্মৃতিশাসনের সূচনা
১৭. ১৭. স্মৃতি ও ব্যবহার শাসনের বিস্তার
১৮. ১৮. ব্রাহ্মণ-তান্ত্রিক সেনরাষ্ট্র
১৯. ১৯. বৌদ্ধধর্ম ও সংঘের প্রতি ব্রাহ্মণ-তন্ত্রের ব্যবহার
২০. ২০. পরিণতি
২১. ২১. ব্রাহ্মণ (ব্রাহ্মণ্যতান্ত্রিক বর্ণব্যবস্থা)
২২. ২২. গাঞী বিভাগ
২৩. ২৩. ভৌগোলিক বিভাগ
২৪. ২৪. বৈদিক ব্রাহ্মণ
২৫. ২৫. ব্রাহ্মণেতর বর্ণবিভাগ
২৬. ২৬. বর্ণ ও শ্রেণী
২৭. ২৭. বর্ণ ও কোম
২৮. ২৮. ব্ৰাহ্মণদের সঙ্গে অন্যান্য বর্ণের সম্বন্ধ
২৯. ২৯. বর্ণ ও রাষ্ট্র

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন