১৩. বৌদ্ধ ও ব্রাহ্মণ্য আদর্শ

নীহাররঞ্জন রায়

বৌদ্ধ ও ব্রাহ্মণ্য আদর্শ

বস্তুতঃ, ইহাতে আশ্চর্য্য হইবার কিছু নাই। পূর্ব পর্ব যুগে যাহাই হউক, এই যুগে সমাজ-ব্যবস্থা ব্যাপারে বৌদ্ধ-ব্রাহ্মণে কিছু পার্থক্য ছিল না। সামাজিক ব্যাপারে বৌদ্ধেরা ও মনুর শাসন মানিয়া চলিতেন, ঠিক আজও বৌদ্ধধর্মানুসারী ব্রহ্ম ও শ্যামদেশ সামাজিক শাসনানুশাসনের ক্ষেত্রে যেমন কতকটা ব্রাহ্মণ্য শাসনব্যবস্থা মানিয়া চলে। তারানাথের বৌদ্ধধর্মের ইতিহাস এবং অন্যান্য তিব্বতী বৌদ্ধগ্রন্থের সাক্ষ্য হইতে ও অনুমান হয়, বর্ণাশ্রমী হিন্দু ও বৌদ্ধদের মধ্যে কোন সামাজিক পার্থক্যই ছিল না। যাঁহারা বৌদ্ধধর্মে দীক্ষা লইয়া প্রব্রজ্যা গ্রহণ করিতেন, বিহারে সংঘারামে বাস করিতেন, তাঁহাদের ক্ষেত্রে বর্ণাশ্রম-শাসন প্রযোজ্য ছিল না, থাকিবার কোন ও প্রযোজনও ছিল না। কিন্তু যাঁহার উপাসক মাত্র ছিলেন, গৃহী বৌদ্ধ ছিলেন তাঁহারা সাংসারিক ক্রিয়াকর্মে প্রচলিত বর্ণ-শাসন মানিয়াই চলিতেন। বৌদ্ধপণ্ডিতে ব্রাহ্মণপণ্ডিতে ধর্ম ও সামাজিক মতামত লষ্টয়া দ্বন্দ্ব-কোলাহলের প্রমাণ কিছু কিছু আছে, কিন্তু বৌদ্ধর পৃথক সমাজ সৃষ্টি করিয়াছিলেন এমন কোনও প্রমাণ নাই। বরং সমসাময়িক কাল সম্বন্ধে তারানাথ এবং অন্যান্য বৌদ্ধ আচাৰ্যর যাহা বলিতেছেন, তাহাতে মনে হয়, পালযুগের মহাযানী বৌদ্ধধর্ম ক্রমশ তন্ত্রধর্মের কুক্ষিগত হইয়া পড়িতেছিল, এবং ধর্মাদর্শ ও ধর্মানুষ্ঠান, পূজা প্রকরণ প্রভৃতি ব্যাপারে নূতন নূতন মত ও পথের উদ্ভব ঘটিতেছিল। তন্ত্রধর্মের স্পর্শে ব্রাহ্মণ্যধর্মেরও অনুরূপ বিবর্তন ঘটিতেছিল, এবং বৌদ্ধ ও ব্রাহ্মণ্য ধর্মের প্রভেদ কোনও কোনও ক্ষেত্রে ঘুচিয়া যাইতেছিল।

সকল অধ্যায়

১. ০২. উপাদান-বিচার
২. ০৩. আর্যীকরণের সূচনা : বর্ণবিন্যাসের প্রথম পর্ব
৩. ০৪.০ গুপ্ত পর্বের বর্ণ বিন্যাস
৪. ০৪.১ ব্রাহ্মণদের পদবী ও গাঞি পরিচয়
৫. ০৫. কায়স্থ-করণ
৬. ০৬. ক্ষত্রিয় ও বৈশ্য
৭. ০৭. পাল যুগ
৮. ০৮. কৈবর্ত
৯. ০৯. বর্ণসমাজের নিম্নস্তর
১০. ১০. ব্রাহ্মণ
১১. ১১. পালরাষ্ট্রের সামাজিক আদর্শ
১২. ১২. চন্দ্র ও কম্বোজ রাজ্যের সামাজিক আদর্শ
১৩. ১৩. বৌদ্ধ ও ব্রাহ্মণ্য আদর্শ
১৪. ১৪. সমাজের গতি ও প্রকৃতি
১৫. ১৫. সেন-বর্মণ যুগ
১৬. ১৬. ব্রাহ্মণ-তান্ত্রিক স্মৃতিশাসনের সূচনা
১৭. ১৭. স্মৃতি ও ব্যবহার শাসনের বিস্তার
১৮. ১৮. ব্রাহ্মণ-তান্ত্রিক সেনরাষ্ট্র
১৯. ১৯. বৌদ্ধধর্ম ও সংঘের প্রতি ব্রাহ্মণ-তন্ত্রের ব্যবহার
২০. ২০. পরিণতি
২১. ২১. ব্রাহ্মণ (ব্রাহ্মণ্যতান্ত্রিক বর্ণব্যবস্থা)
২২. ২২. গাঞী বিভাগ
২৩. ২৩. ভৌগোলিক বিভাগ
২৪. ২৪. বৈদিক ব্রাহ্মণ
২৫. ২৫. ব্রাহ্মণেতর বর্ণবিভাগ
২৬. ২৬. বর্ণ ও শ্রেণী
২৭. ২৭. বর্ণ ও কোম
২৮. ২৮. ব্ৰাহ্মণদের সঙ্গে অন্যান্য বর্ণের সম্বন্ধ
২৯. ২৯. বর্ণ ও রাষ্ট্র

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন