সামান্য মানুষ

জীবনানন্দ দাশ

একজন সামান্য মানুষকে দেখা যেতো রোজ
ছিপ হাতে চেয়ে আছে; ভোরের পুকুরে
চাপেলী পায়রাচাঁদা মৌরলা আছে;
উজ্জ্বল মাছের চেয়ে খানিকটা দূরে

আমার হৃদয় থেকে সেই মানুষের ব্যবধান;
মনে হয়েছিলো এক হেমন্তের সকালবেলায়;
এমন হেমন্তের ঢের আমাদের গোল পৃথিবীতে
কেটে গেছে; তবুও আবার কেটে যায়।

আমার বয়স আজ চল্লিশ বছর;
সে আজ নেই এ-পৃথিবীতে;
অথবা কুয়াশা ফেঁসে-ওপারে তাকালে
এ-রকম অঘ্রাণের শীতে

সে-সব রূপোলি মাছ জ্ব’লে ওঠে রোদে,
ঘাসের ঘ্রাণের মতো স্নিগ্ধ সব জল;
অনেক বছর ধ’রে মাছের ভিতরে হেসে খেলে
তবু সে তাদের চেয়ে এক তিল অধিক সরল;

এক বীট অধিক প্রবীণ ছিল আমাদের থেকে;
ওইখানে পায়চারি করে তার ভূত-
নদীর ভিতরে জলে তলতা বাশেঁর
প্রতিবিম্বের মতন নিখুঁত

প্রতিটি মাছের হাওয়া ফাল্গুনের আগে এসে দোলায় সে-সব।
আমাদের পাওয়ার ও পার্টি-পোলিটিক্স
জ্ঞান-বিজ্ঞানে আরেক রকম শ্রীছাঁদ।
কমিটি মিটিং ভেঙে আকাশে তাকালে মনে পড়ে–
সে আর সপ্তমী তিথি চাঁদ।

সকল অধ্যায়

১. আমাকে একটি কথা দাও
২. তোমাকে
৩. মাঘসংক্রান্তির রাতে
৪. সময়সেতুপথে
৫. যতিহীন
৬. অনেক নদীর জল
৭. শতাব্দী
৮. সূর্য নক্ষত্র নারী
৯. চারিদিকে প্রকৃতির
১০. মহিলা
১১. সামান্য মানুষ
১২. প্রিয়দের প্রাণে
১৩. তার স্থির প্রেমিকের নিকট
১৪. অবরোধ
১৫. পৃথিবীর রৌদ্রে
১৬. সূর্য রাত্রি নক্ষত্র
১৭. জয়জয়ন্তী সূর্য
১৮. প্রয়াণপটভূমি
১৯. হেমন্তের রাতে
২০. নারীসবিতা
২১. উত্তরসাময়িকী
২২. বিস্ময়
২৩. ইতিহাসযান
২৪. মৃত্যু স্বপ্ন সংকল্প
২৫. পৃথিবী সূর্যকে ঘিরে
২৬. পটভূমির
২৭. অন্ধকার থেকে
২৮. একটি কবিতা
২৯. সারাৎসার
৩০. সময়ের তীরে
৩১. যতদিন পৃথিবীতে
৩২. মহাত্মা গান্ধী
৩৩. যদিও দিন
৩৪. দেশ কাল সন্ততি
৩৫. মহাগোধূলি
৩৬. মানুষ যা চেয়েছিল
৩৭. আজকে রাতে
৩৮. হে হৃদয়
৩৯. গভীর এরিয়েলে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন