মানুষ যা চেয়েছিল

জীবনানন্দ দাশ

গোধূলির রঙ লেগে অশ্বত্থ বটের পাতা হতেছে নরম;
খয়েরী শালিখগুলো খেলছে বাতাবীগাছে—তাদের পেটের শাদা রোম
সবুজ পাতার নীচে ঢাকা প’ড়ে একবার পলকেই বার হয়ে আসে,
হলুদ পাতার কোলে কেঁপে-কেঁপে মুছে যায় সন্ধ্যার বাতাসে।
ও কার গোরুড় গাড়ি র’য়ে গেছে ঘাসে ঐ পাখা মেলে ফরিঙের মতো।

হরিণী রয়েছে ব’সে নিজের শিশুর পাশে বড়ো চোখ মেলে;
আঁকা-বাঁকা শিং তাদের মেরুর গোধূলির
মেঘগুলো লেগে আছে; সবুজ ঘাসের ’পরে ছবির মতন যেন স্থির;
দিঘির জলের মতো ঠান্ডা কালো নিশ্চিত চোখ;
সৃষ্টির বঞ্চনা ক্ষমা করবার মতন অশোক
অনুভূতি জেগে ওঠে মনে।…
আঁধার নেপথ্যে সব চারিদিকে—কূল থেকে অকূলের দিকে নিরুপণে
শক্তি নেই আজ আর পৃথিবীর—তবু এই স্নিগ্ধ রাত্রি নক্ষত্রে ঘাসে;
কোথাও প্রান্তরে ঘরে অথবা বন্দরে নীলাকাশে;
মানুষ যা চেয়েছিল সেই মহাজিজ্ঞাসার শান্তি দিতে আসে।

সকল অধ্যায়

১. আমাকে একটি কথা দাও
২. তোমাকে
৩. মাঘসংক্রান্তির রাতে
৪. সময়সেতুপথে
৫. যতিহীন
৬. অনেক নদীর জল
৭. শতাব্দী
৮. সূর্য নক্ষত্র নারী
৯. চারিদিকে প্রকৃতির
১০. মহিলা
১১. সামান্য মানুষ
১২. প্রিয়দের প্রাণে
১৩. তার স্থির প্রেমিকের নিকট
১৪. অবরোধ
১৫. পৃথিবীর রৌদ্রে
১৬. সূর্য রাত্রি নক্ষত্র
১৭. জয়জয়ন্তী সূর্য
১৮. প্রয়াণপটভূমি
১৯. হেমন্তের রাতে
২০. নারীসবিতা
২১. উত্তরসাময়িকী
২২. বিস্ময়
২৩. ইতিহাসযান
২৪. মৃত্যু স্বপ্ন সংকল্প
২৫. পৃথিবী সূর্যকে ঘিরে
২৬. পটভূমির
২৭. অন্ধকার থেকে
২৮. একটি কবিতা
২৯. সারাৎসার
৩০. সময়ের তীরে
৩১. যতদিন পৃথিবীতে
৩২. মহাত্মা গান্ধী
৩৩. যদিও দিন
৩৪. দেশ কাল সন্ততি
৩৫. মহাগোধূলি
৩৬. মানুষ যা চেয়েছিল
৩৭. আজকে রাতে
৩৮. হে হৃদয়
৩৯. গভীর এরিয়েলে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন