অদেয়

রবীন্দ্রনাথ ঠাকুর

তোমায় যখন সাজিয়ে দিলেম দেহ,
          করেছ সন্দেহ
     সত্য আমার দিই নি তাহার সাথে।
          তাই কেবলি বাজে আমার দিনে রাতে
                   সেই সুতীব্র ব্যথা–
          এমন দৈন্য, এমন কৃপণতা,
যৌবন-ঐশ্বর্যে আমার এমন অসম্মান।
     সে লাঞ্ছনা নিয়ে আমি পাই নে কোথাও স্থান
          এই বসন্তে ফুলের নিমন্ত্রণে।
               ধেয়ান-মগ্ন ক্ষণে
নৃত্যহারা শান্ত নদী সুপ্ত তটের অরণ্যচ্ছায়ায়
          অবসন্ন পল্লীচেতনায়
     মেশায় যখন স্বপ্নে-বলা মৃদু ভাষার ধারা–
               প্রথম রাতের তারা
          অবাক চেয়ে থাকে,
          অন্ধকারের পারে যেন কানাকানির মানুষ পেল কাকে,
     হৃদয় তখন বিশ্বলোকের অনন্ত নিভৃতে
          দোসর নিয়ে চায় যে প্রবেশিতে–
               কে দেয় দুয়ার রুধে,
     একলা ঘরের স্তব্ধ কোণে থাকি নয়ন মুদে।
           কী সংশয়ে কেন তুমি এলে কাঙাল বেশে।
               সময় হলে রাজার মতো এসে
  জানিয়ে কেন দাও নি আমায় প্রবল তোমার দাবি।
          ভেঙে যদি ফেলতে ঘরের চাবি
     ধুলার ‘পরে মাথা আমার দিতেম লুটায়ে,
               গর্ব আমার অর্ঘ্য হত পায়ে।
          দুঃখের সংঘাতে আজি সুধার পাত্র উঠেছে এই ভ’রে,
               তোমার পানে উদ্দেশেতে ঊর্ধ্বে আছি ধ’রে
                        চরম আত্মদান।
                    তোমার অভিমান
          আঁধার ক’রে আছে আমার সমস্ত জগৎ,
                   পাই নে খুঁজে সার্থকতার পথ।

সকল অধ্যায়

১. অনাবৃষ্টি
২. নতুন রঙ
৩. গানের খেয়া
৪. অধরা
৫. বিদায়
৬. পূর্ণা
৭. কৃপণা
৮. ছায়াছবি
৯. স্মৃতির ভূমিকা
১০. মানসী
১১. সার্থকতা
১২. আহ্বান
১৩. শেষ কথা
১৪. মুক্তপথে
১৫. দ্বিধা
১৬. উদ্‌বৃত্ত
১৭. গানের জাল
১৮. মরিয়া
১৯. গান
২০. বাণীহারা
২১. অবসান
২২. দূরের গান
২৩. কর্ণধার
২৪. আসা-যাওয়া
২৫. বিপ্লব
২৬. জ্যোতির্বাষ্প
২৭. জানালায়
২৮. ক্ষণিক
২৯. ব্যথিতা
৩০. যাবার আগে
৩১. সানাই
৩২. দেওয়া-নেওয়া
৩৩. মায়া
৩৪. অদেয়
৩৫. রূপকথায়
৩৬. অধীরা
৩৭. বাসাবদল
৩৮. আধোজাগা
৩৯. যক্ষ
৪০. পরিচয়
৪১. নারী
৪২. গানের স্মৃতি
৪৩. অবশেষে
৪৪. সম্পূর্ণ
৪৫. ভাঙন
৪৬. অত্যুক্তি
৪৭. হঠাৎ মিলন
৪৮. দূরবর্তিনী
৪৯. অনসূয়া
৫০. শেষ অভিসার
৫১. নামকরণ
৫২. বিমুখতা
৫৩. আত্মছলনা
৫৪. অসময়
৫৫. অপঘাত
৫৬. মানসী
৫৭. অসম্ভব ছবি
৫৮. অসম্ভব
৫৯. গানের মন্ত্র
৬০. স্বল্প

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন