মানসী

রবীন্দ্রনাথ ঠাকুর

মনে নেই, বুঝি হবে অগ্রহান মাস,
            তখন তরণীবাস
                ছিল মোর পদ্মাবক্ষ-‘পরে।
            বামে বালুচরে
    সর্বশূণ্য শুভ্রতার না পাই অবধি।
            ধারে ধারে নদী
কলরবধারা দিয়ে নিঃশব্দেরে করিছে মিনতি।
    ওপারেতে আকাশের প্রশান্ত প্রণতি
        নেমেছে মন্দিরচূড়া-‘পরে।
    হেথা-হোথা পলিমাটিস্তরে
            পাড়ির নিচের তলে
        ছোলা-খেত ভরেছে ফসলে।
অরণ্যে নিবিড় গ্রাম নীলিমার নিম্নান্তের পটে;
    বাঁধা মোর নৌকাখানি জনশূণ্য বালুকার তটে।

        পূর্ণ যৌবনের বেগে
নিরুদ্দেশ বেদনার জোয়ার উঠেছে মনে জেগে
        মানসীর মায়ামূর্তি বহি।
ছন্দের বুনানি গেঁথে অদেখার সাথে কথা কহি।

        স্লানরৌদ্র অপরাহ্নবেলা
পাণ্ডুর জীবন মোর হেরিলাম প্রকাণ্ড একেলা
    অনারদ্ধ সৃজনের বিশ্বকর্তা-সম।
            সুদূর দুর্গম
        কোন্ পথে যায় শোনা
    অগোচর চরণের স্বপ্নে আনাগোনা।
প্রলাপ বিছায় দিনু আগন্তুক অচেনার লাগি,
    আহ্বান পাঠানু শূন্যে তারি পদপরশন মাগি।

        শীতের কৃপণ বেলা যায়।
            ক্ষীন কুয়াশায়
                অস্পষ্ট হয়েছে বালি।
        সায়াহ্নের মলিন সোনালি
                পলে পলে
    বদল করিছে রঙ মসৃণ তরঙ্গহীন জলে।

    বাহিরেতে বাণী মোর হল শেষ,
অন্তরের তারে তারে ঝংকারে রহিল তার রেশ।
    অফলিত প্রতীক্ষার সেই গাথা আজি।
কবিরে পশ্চাতে ফেলে শূণ্যপথে চলিয়াছে বাজি।
            কোথায় রহিল তার সাথে
    বক্ষস্পন্দে-কম্পমান সেই স্তব্ধ রাতে
                সেই সন্ধ্যাতারা।
            জন্মসাথিহারা
কাব্যখানি পাড়ি দিল চিহ্নহীন কালের সাগরে
                কিছুদিন তরে;
            শুধু একখানি
                সূত্রছিন্ন বাণী
        সেদিনের দিনান্তের মগ্নস্মৃতি হতে
                    ভেসে যায় স্রোতে।

সকল অধ্যায়

১. অনাবৃষ্টি
২. নতুন রঙ
৩. গানের খেয়া
৪. অধরা
৫. বিদায়
৬. পূর্ণা
৭. কৃপণা
৮. ছায়াছবি
৯. স্মৃতির ভূমিকা
১০. মানসী
১১. সার্থকতা
১২. আহ্বান
১৩. শেষ কথা
১৪. মুক্তপথে
১৫. দ্বিধা
১৬. উদ্‌বৃত্ত
১৭. গানের জাল
১৮. মরিয়া
১৯. গান
২০. বাণীহারা
২১. অবসান
২২. দূরের গান
২৩. কর্ণধার
২৪. আসা-যাওয়া
২৫. বিপ্লব
২৬. জ্যোতির্বাষ্প
২৭. জানালায়
২৮. ক্ষণিক
২৯. ব্যথিতা
৩০. যাবার আগে
৩১. সানাই
৩২. দেওয়া-নেওয়া
৩৩. মায়া
৩৪. অদেয়
৩৫. রূপকথায়
৩৬. অধীরা
৩৭. বাসাবদল
৩৮. আধোজাগা
৩৯. যক্ষ
৪০. পরিচয়
৪১. নারী
৪২. গানের স্মৃতি
৪৩. অবশেষে
৪৪. সম্পূর্ণ
৪৫. ভাঙন
৪৬. অত্যুক্তি
৪৭. হঠাৎ মিলন
৪৮. দূরবর্তিনী
৪৯. অনসূয়া
৫০. শেষ অভিসার
৫১. নামকরণ
৫২. বিমুখতা
৫৩. আত্মছলনা
৫৪. অসময়
৫৫. অপঘাত
৫৬. মানসী
৫৭. অসম্ভব ছবি
৫৮. অসম্ভব
৫৯. গানের মন্ত্র
৬০. স্বল্প

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন