স্মৃতির ভূমিকা

রবীন্দ্রনাথ ঠাকুর

আজি এই মেঘমুক্ত সকালের স্নিগ্র্ধ নিরালায়
    অচেনা গাছের যত ছিন্ন ছিন্ন ছায়ার ডালায়
                রৌদ্রপুঞ্জ আছে ভরি।
            সারাবেলা ধরি
        কোন্ পাখি আপনারি সুরে কুতূহলী
আলস্যের পেয়ালায় ঢেলে দেয় অস্ফুট কাকলি।
                হঠাৎ কী হল মতি,
            সোনালি রঙের প্রজাপতি
                    আমার রুপালি চুলে
                বসিয়া রয়েছে পথ ভূলে।
        সাবধানে থাকি, লাগে ভয়,
                পাছে ওর জাগাই সংশয়-
ধরা পড়ে যায় পাছে, আমি নই গাছের দলের,
        আমার বাণী সে নহে ফুলের ফলের।

    চেয়ে দেখি, ঘন হয়ে কোথা নেমে গেচে ঝোপঝাড়;
                সম্মুখে পাহাড়
        আপনার আচলতা ভূলে থাকে বেলা-অবেলায়,
হামাগুড়ি দিয়ে চলে দলে দলে মেঘের খেলায়।
            হোথা শুষ্ক জলধারা
        শব্দহীন রচিছে ইশারা
    শরিশ্রান্ত নিদ্রিত বর্ষার। নুড়িগুলি
বনের ছায়ার মধ্যে অস্থিসার প্রেতের অঙ্গুলি
    নির্দেশ করিছে তারে যাহা নিরর্থক,
        নির্ঝরিণী-সর্পিণীর দেহচ্যুত ত্বক্।

                এখনি এ আমার দেখাতে
    মিলায়েছে শৈলশ্রেণী তরঙ্গিত নীলিম রেখাতে
আপন অদৃশ্য লিপি। বাড়ির সিঁড়ির ‘পরে
                স্তরে স্তরে
    বিদেশীফুলের টব, সেথা জেরেনিয়মের গন্ধ
            শ্বসিয়া নিয়েছে মোর ছন্দ
        এ চারিদিকের এই-সব নিয়ে সাথে
    বর্ণে গন্ধে বিচিত্রিত একটি দিনের ভূমিকাতে
এটুকু রচনা মোর বাণীর যাত্রায় হোক পার
    যে কদিন তার ভাগ্যে সময়ের আছে অধিকার।

সকল অধ্যায়

১. অনাবৃষ্টি
২. নতুন রঙ
৩. গানের খেয়া
৪. অধরা
৫. বিদায়
৬. পূর্ণা
৭. কৃপণা
৮. ছায়াছবি
৯. স্মৃতির ভূমিকা
১০. মানসী
১১. সার্থকতা
১২. আহ্বান
১৩. শেষ কথা
১৪. মুক্তপথে
১৫. দ্বিধা
১৬. উদ্‌বৃত্ত
১৭. গানের জাল
১৮. মরিয়া
১৯. গান
২০. বাণীহারা
২১. অবসান
২২. দূরের গান
২৩. কর্ণধার
২৪. আসা-যাওয়া
২৫. বিপ্লব
২৬. জ্যোতির্বাষ্প
২৭. জানালায়
২৮. ক্ষণিক
২৯. ব্যথিতা
৩০. যাবার আগে
৩১. সানাই
৩২. দেওয়া-নেওয়া
৩৩. মায়া
৩৪. অদেয়
৩৫. রূপকথায়
৩৬. অধীরা
৩৭. বাসাবদল
৩৮. আধোজাগা
৩৯. যক্ষ
৪০. পরিচয়
৪১. নারী
৪২. গানের স্মৃতি
৪৩. অবশেষে
৪৪. সম্পূর্ণ
৪৫. ভাঙন
৪৬. অত্যুক্তি
৪৭. হঠাৎ মিলন
৪৮. দূরবর্তিনী
৪৯. অনসূয়া
৫০. শেষ অভিসার
৫১. নামকরণ
৫২. বিমুখতা
৫৩. আত্মছলনা
৫৪. অসময়
৫৫. অপঘাত
৫৬. মানসী
৫৭. অসম্ভব ছবি
৫৮. অসম্ভব
৫৯. গানের মন্ত্র
৬০. স্বল্প

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন