সংসার সাজায়ে তুমি আছিলে রমণী

রবীন্দ্রনাথ ঠাকুর

সংসার সাজায়ে তুমি আছিলে রমণী,
আমার জীবন আজি সাজাও তেমনি
নির্মল সুন্দর করে। ফেলি দাও বাছি
যেথা আছে যত ক্ষুদ্র তৃণকুটাগাছি–
অনেক আলস্যক্লান্ত দিনরজনীর
উপেক্ষিত ছিন্নক্ষণ্ড যত। আনো নীর,
সকল কলঙ্ক আজি করো গো মার্জনা,
বাহিরে ফেলিয়া দাও যত আবর্জনা।
যেথা মোর পূজাগৃহ নিভৃত মন্দিরে
সেথায় নীরবে এসো দ্বার খুলি ধীরে-
মঙ্গলকনকঘটে পুণ্যতীর্থজল
সযত্নে ভরিয়া রাখো, পূজাশতদল
স্বহস্তে তুলিয়া আনো। সেথা দুইজনে
দেবতার সম্মুখেতে বসি একাসনে।

৭ পৌষ, ১৩০৯

সকল অধ্যায়

১. আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
২. সে যখন বেঁচে ছিল গো
৩. তখন নিশীথরাত্রি; গেলে ঘর হতে
৪. প্রেম এসেছিল , চলে গেল সে যে খুলি দ্বার
৫. আমার ঘরেতে আর নাই সে যে নাই
৬. যত দিন কাছে ছিলে বলো কী উপায়ে
৭. ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে
৮. মিলন সম্পূর্ণ আজি হল তোমা-সনে
৯. তোমার সকল কথা বল নাই, পার নি বলিতে
১০. হে লক্ষ্মী, তোমার আজি নাই অন্তঃপুর
১১. মৃত্যুর নেপথ্য হতে আরবার এলে তুমি ফিরে
১২. আপনার মাঝে আমি করি অনুভব
১৩. তুমি মোর জীবনের মাঝে
১৪. দেখিলাম খানকয়েক পুরাতন চিঠি
১৫. এ সংসারে একদিন নববধূবেশে
১৬. স্বল্প-আয়ু এ জীবনে যে-কয়টি আনন্দিত দিন
১৭. বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি
১৮. সংসার সাজায়ে তুমি আছিলে রমণী
১৯. এসো, বসন্ত, এসো আজ তুমি
২০. পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে
২১. বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস
২২. জ্বালো ওগো, জ্বালো ওগো, সন্ধ্যাদীপ জ্বালো
২৩. যে ভাবে রমণীরূপে আপন মাধুরী
২৪. গোধূলি নিঃশব্দে আসি আপন অঞ্চলে ঢাকে যথা
২৫. জাগো রে জাগো রে চিত্ত জাগো রে
২৬. আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে
২৭. ভালো তুমি বেসেছিলে এই শ্যাম ধরা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন