বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি

রবীন্দ্রনাথ ঠাকুর

বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি
কে জানিত তব শোক সেইমতো করি
আনি দিবে অকস্মাৎ জীবনে আমার
বাধাহীন মিলনের নিবিড় সঞ্চার!
মোর অশ্রুবিন্দুগুলি কুড়ায়ে আদরে
গাঁথিয়া সীমন্তে পরি ব্যর্থশোক-‘পরে
নীরবে হানিছ তব কৌতুকের হাসি।
ক্রমে সবা হতে যত দূরে গেলে ভাসি
তত মোর কাছে এলে। জানি না কী করে
সবারে বঞ্চিয়া তব সব দিলে মোরে।
মৃত্যু-মাঝে আপনারে করিয়া হরণ
আমার জীবনে তুমি ধরেছ জীবন,
আমার নয়নে তুমি পেতেছ আলোক–
এই কথা মনে জানি নাই মোর শোক।

শন্তিনিকেতন, ৬ পৌষ, ১৩০৯

সকল অধ্যায়

১. আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
২. সে যখন বেঁচে ছিল গো
৩. তখন নিশীথরাত্রি; গেলে ঘর হতে
৪. প্রেম এসেছিল , চলে গেল সে যে খুলি দ্বার
৫. আমার ঘরেতে আর নাই সে যে নাই
৬. যত দিন কাছে ছিলে বলো কী উপায়ে
৭. ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে
৮. মিলন সম্পূর্ণ আজি হল তোমা-সনে
৯. তোমার সকল কথা বল নাই, পার নি বলিতে
১০. হে লক্ষ্মী, তোমার আজি নাই অন্তঃপুর
১১. মৃত্যুর নেপথ্য হতে আরবার এলে তুমি ফিরে
১২. আপনার মাঝে আমি করি অনুভব
১৩. তুমি মোর জীবনের মাঝে
১৪. দেখিলাম খানকয়েক পুরাতন চিঠি
১৫. এ সংসারে একদিন নববধূবেশে
১৬. স্বল্প-আয়ু এ জীবনে যে-কয়টি আনন্দিত দিন
১৭. বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি
১৮. সংসার সাজায়ে তুমি আছিলে রমণী
১৯. এসো, বসন্ত, এসো আজ তুমি
২০. পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে
২১. বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস
২২. জ্বালো ওগো, জ্বালো ওগো, সন্ধ্যাদীপ জ্বালো
২৩. যে ভাবে রমণীরূপে আপন মাধুরী
২৪. গোধূলি নিঃশব্দে আসি আপন অঞ্চলে ঢাকে যথা
২৫. জাগো রে জাগো রে চিত্ত জাগো রে
২৬. আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে
২৭. ভালো তুমি বেসেছিলে এই শ্যাম ধরা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন