অধ্যায়-২০ : ইহুদীদের আমেরিকা গমন

আব্দুল্লাহ ইবনে মাহমুদ

অধ্যায় ২০ : ইহুদীদের আমেরিকা গমন

বেশ তো আলাপ হলো ইউরোপীয় ইহুদীদের নিয়ে। কিন্তু এই ফাঁকে আমেরিকায় ইহুদীরা পাড়ি জমালো কবে? সে প্রসঙ্গেই আসা যাক এবার।

আমেরিকা মহাদেশে ইহুদীরা ছিল সেই ইউরোপীয় ঔপনিবেশিক যুগ থেকেই। তবে তাদের অভিবাসনের মূল কারণ ছিল আমেরিকায় নতুন সুযোগকে কাজে লাগানো। আর সবচেয়ে বেশি পরিমাণ ইহুদী আমেরিকায় পাড়ি দেয় যখন থেকে ইউরোপে ইহুদী বিরোধী মনোভাব বেশি চাঙ্গা হয়ে ওঠে।

১৭৯০ সালে মোটে ১,০০০ কি ২,০০০ ইহুদী ছিলো আমেরিকায়, যারা ব্রিটেন এবং হল্যান্ড থেকে ওখানে গিয়েছে। তারা বেশিরভাগই ছিল সেফার্দি ইহুদী। কিন্তু ১৮৪০ সালের মাঝে সেই সংখ্যা ১৫,০০০-এ উন্নীত হয়। ১৮৩০ সালের আগ পর্যন্ত তাদের অবস্থান মূলত চার্লসটন অর্থাৎ সাউথ ক্যারোলাইনায় ছিল।

১৮৮০ সালে দেখা যায়, আমেরিকান ইহুদী জনসংখ্যা প্রায় আড়াই লাখ! এরা বেশিরভাগই আশকেনাজি ইহুদী। উনিশ শতকের মাঝামাঝি তারা এসেছে জার্মান অঞ্চলগুলো থেকে। তারা মূলত ব্যবসা, পণ্য উৎপাদন এবং শুকনো কাপড়ের কাজ কারবার করত।

১৮৮০ সাল থেকে ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত পূর্ব ইউরোপ থেকে প্রায় ২০ লাখ আশকেনাজি ইহুদী আমেরিকায় চলে আসে। মূলত তারা রাশিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া, বেলারুশ, ইউক্রেইন ও মলদোভা অঞ্চল থেকে আসা। পোল্যান্ড থেকে আসা ইহুদীরা নিউইয়র্ক শহরে গার্মেন্ট ব্যবসায় লেগে পড়ে। আমেরিকায় তারাই জায়োনিস্ট আন্দোলন জনপ্রিয় করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই ইহুদীরা আমেরিকার সংস্কৃতির অংশ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ৫ লাখ আমেরিকান ইহুদী দেশটির হয়ে যুদ্ধে যোগ দানের জন্য নাম লেখায়, যাদের বয়স ছিল ১৮ থেকে ৫০ বছরের মাঝে। লসঅ্যাঞ্জেলেস ও মায়ামি শহরে ইহুদীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ইহুদীরা স্কুল কলেজগামী হওয়ায় খ্রিস্টানদের সাথে পরিচয় ও বিবাহ শুরু হয়।

চল্লিশের দশকে আমেরিকার জনসংখ্যার ৩.৭% ছিল ইহুদী। করোনা মহামারির আগে, ২০১৯ সালে ইহুদী জনসংখ্যা দাঁড়ায় ৭১ লক্ষে, যা জাতীয় লোকসংখ্যার ২%। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, ওয়াশিংটন ডিসি, শিকাগো এবং ফিলাডেলফিয়া শহরে ইহুদীর সংখ্যা বেশি। নোবেল পুরস্কার জেতা আমেরিকানদের মাঝে ৩৭% ইহুদী!

সকল অধ্যায়

১. অধ্যায়-১ : পূর্বকথন
২. অধ্যায়-২ : সেকেন্ড টেম্পলের যুগে
৩. অধ্যায়-৩ : হেলেনিজম শেষে
৪. অধ্যায়-৪ : রাজা হেরোদের রাজত্বে
৫. অধ্যায়-৫ : দুই নবীর হত্যাকাণ্ড
৬. অধ্যায়-৬ : অতঃপর যীশু খ্রিস্ট
৭. অধ্যায়-৭ : রোমের বিরুদ্ধে বিদ্রোহ
৮. অধ্যায়-৮ : জেরুজালেমের পতন
৯. অধ্যায়-৯ : মাসাদার ঘটনা ও মহাবিদ্রোহের ইতি
১০. অধ্যায়-১০ : রোমান শাসনে ইহুদী জীবন
১১. অধ্যায়-১১ : ব্যবিলনের ইহুদী সমাজ
১২. অধ্যায়-১২ : ইসলামি সাম্রাজ্যে ইহুদী ধর্ম
১৩. অধ্যায়-১৩ : খাজার ও কারাইট ইহুদীদের আবির্ভাব
১৪. অধ্যায়-১৪ : আন্দালুসিয়ার দিনগুলিতে
১৫. অধ্যায়-১৫ : মধ্যযুগের খ্রিস্টান ইউরোপে
১৬. অধ্যায়-১৬ : স্পেনের খ্রিস্টান রাজত্বে
১৭. অধ্যায়-১৭ : উসমানি সাম্রাজ্যে ইহুদীরা
১৮. অধ্যায়-১৮ : মধ্যযুগ থেকে আধুনিক ইউরোপে
১৯. অধ্যায়-১৯ : ইহুদী জাতি এবং সুদপ্রথা
২০. অধ্যায়-২০ : ইহুদীদের আমেরিকা গমন
২১. অধ্যায়-২১ : জায়োনিস্ট আন্দোলনের সূচনা
২২. অধ্যায়-২২ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইহুদী গণহত্যা
২৩. অধ্যায়-২৩ : ইসরাইল রাষ্ট্রের জন্ম
২৪. অধ্যায়-২৪ : ছয়-দিনের সেই যুদ্ধ
২৫. অধ্যায়-২৫ : ভৌগোলিক ইসরাইল-ফিলিস্তিন
২৬. অধ্যায়-২৬ : অসলো অ্যাকর্ডস অবধি
২৭. অধ্যায়-২৭ : অতঃপর বর্তমান
২৮. অধ্যায়-২৮ : ইহুদী এসকাটোলজি
২৯. পরিশিষ্ট-১ : পাঠকের যত প্রশ্নের উত্তর
৩০. পরিশিষ্ট-২ : এক ঝলকে পুরো ইতিহাস
৩১. পরিশিষ্ট-৩ : হিব্রু পঠন (অসম্পূর্ণ)

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন