হেলাল হাফিজ
তুমি কে হ?
 সোনালী ছনের বাড়ি তছনছ করে রাতে
 নির্বিচারে ঢুকে গেলে অন্দর-মহলে
 বেগানা পুরুষ, লাজ-শরমের মাথা খেয়ে
 তুমি কে হে?
তোমাকে তো কখনো দেখিনি আগে এ তল্লাটে
 মারী ও মড়কে, ঝড়ে, কাঙ্ক্ষিত বিদ্রোহে।
 আমাদের যুদ্ধের বছরে
 ভিন্ গেরামের কতো মানুষের পদচারণায়
 এ বাড়ি মুখর ছিলো, তোমাকে দেখিনি ত্রি-সীমায়।
চতুর বণিক তুমি আঁধারে নেমেছো এই বানিজ্য ভ্রমণে,
 কে জানে কী আছে পাড়া-পড়শীর মনে!
 লোভে আর লালসায় অবশেষে আগন্তুক সর্বস্ব হারাবে,
 কেন না প্রভাত হলে চারদিকে মানুষের ঢল নেমে যাবে।
২.৩.৮৫
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন