অগ্ন্যুৎসব

হেলাল হাফিজ

ছিল তা এক অগ্ন্যুৎসব, সেদিন আমি
সবটুকু বুক রেখেছিলাম স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে
জীবন বাজি ধরেছিলাম প্রেমের নামে
রক্ত ঋণে স্বদেশ হলো,
তোমার দিকে চোখ ছিলো না
জন্মভূমি সেদিন তোমার সতীন ছিলো।

আজকে আবার জীবন আমার ভিন্ন স্বপ্নে অংকুরিত অগ্ন্যুৎসবে
তোমাকে চায় শুধুই তোমায়।

রঙিন শাড়ির হলুদ পাড়ে ঋতুর প্লাবন নষ্ট করে
ভর দুপুরে শুধুই কেন হাত বেঁধেছো বুক ঢেকেছো
যুঁই চামেলী বেলীর মালায়,
আমার বুকে সেদিন যেমন আগুন ছিলো
ভিন্নভাবে জ্বলছে আজও,
তবু সবই ব্যর্থ হবে
তুমি কেবল যুঁই চামেলী বেলী ফুলেই মগ্ন হলে।

তার চেয়ে আজ এসো দু’জন জাহিদুরের গানের মতন
হৃদয় দিয়ে বোশেখ ডাকি, দু’জীবনেই বোশেখ আনি।
জানো হেলেন, আগুন দিয়ে হোলি খেলায় দারুন আরাম
খেলবো দু’জন এই শপথে
এসো স্ব-কাল শুদ্ধ করি দুর্বিনীত যৌবনেরে।

৮.১২.৭২

সকল অধ্যায়

১. নিষিদ্ধ সম্পাদকীয়
২. প্রস্থান
৩. অস্ত্র সমর্পণ
৪. ফেরিওয়ালা
৫. তুমি ডাক দিলে
৬. বেদনা বোনের মত
৭. ক্যাকটাস
৮. ঘরোয়া রাজনীতি
৯. ইচ্ছে ছিলো
১০. যাতায়াত
১১. যুগল জীবনী
১২. নেত্রকোনা
১৩. অমিমাংসিত সন্ধি
১৪. অন্যরকম সংসার
১৫. প্রতিমা
১৬. উৎসর্গ
১৭. নিরাশ্রয় পাচঁটি আঙুল
১৮. দুঃসময়ে আমার যৌবন
১৯. অগ্ন্যুৎসব
২০. নিখুঁত স্ট্র্যাটেজী
২১. অশ্লীল সভ্যতা
২২. কবিতার কসম খেলাম
২৩. উপসংহার
২৪. পৃথক পাহাড়
২৫. কোমল কংক্রিট
২৬. সম্প্রদান
২৭. মানবানল
২৮. আমার সকল আয়োজন
২৯. হিরণবালা
৩০. দুঃখের আরেক নাম
৩১. প্রত্যাবর্তন
৩২. তীর্থ
৩৩. অনির্ণীত নারী
৩৪. পরানের পাখি
৩৫. বাম হাত তোমাকে দিলাম
৩৬. শামুক
৩৭. আমার কী এসে যাবে
৩৮. ইদানিং জীবন যাপন
৩৯. অহংকার
৪০. নাম ভূমিকায়
৪১. একটি পতাকা পেলে
৪২. যার যেখানে জায়গা
৪৩. কবি ও কবিতা
৪৪. যেভাবে সে এলো
৪৫. রাডার
৪৬. লাবণ্যের লতা
৪৭. তোমাকেই চাই
৪৮. ভূমিহীন কৃষকের গান
৪৯. কবুতর
৫০. হিজলতলীর সুখ
৫১. রাখাল
৫২. ব্যবধান
৫৩. কে
৫৪. হৃদয়ের ঋণ
৫৫. ডাকাত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন