হিরণবালা

হেলাল হাফিজ

হিরণবালা তোমার কাছে দারুন ঋণী সারা জীবন
যেমন ঋণী আব্বা এবং মায়ের কাছে।

ফুলের কাছে মৌমাছিরা
বায়ুর কাছে নদীর বুকে জলের খেলা যেমন ঋণী
খোদার কসম হিরণবালা
তোমার কাছে আমিও ঠিক তেমনি ঋণী।

তোমার বুকে বুক রেখেছি বলেই আমি পবিত্র আজ
তোমার জলে স্নান করেছি বলেই আমি বিশুদ্ধ আজ
যৌবনে এই তৃষ্ণা কাতর লকলকে জিভ
এক নিশীথে কুসুম গরম তোমার মুখে
কিছু সময় ছিলো বলেই সভ্য হলো
মোহান্ধ মন এবং জীবন মুক্তি পেলো।

আঙুল দিয়ে তোমার আঙুল ছুঁয়েছিলাম বলেই আমার
আঙুলে আজ সুর এসেছে,
নারী-খেলার অভিজ্ঞতার প্রথম এবং পবিত্র ঋণ
তোমাকে নিয়ে কবিতা লিখে সত্যি কি আর শোধ হয়েছে?

সকল অধ্যায়

১. নিষিদ্ধ সম্পাদকীয়
২. প্রস্থান
৩. অস্ত্র সমর্পণ
৪. ফেরিওয়ালা
৫. তুমি ডাক দিলে
৬. বেদনা বোনের মত
৭. ক্যাকটাস
৮. ঘরোয়া রাজনীতি
৯. ইচ্ছে ছিলো
১০. যাতায়াত
১১. যুগল জীবনী
১২. নেত্রকোনা
১৩. অমিমাংসিত সন্ধি
১৪. অন্যরকম সংসার
১৫. প্রতিমা
১৬. উৎসর্গ
১৭. নিরাশ্রয় পাচঁটি আঙুল
১৮. দুঃসময়ে আমার যৌবন
১৯. অগ্ন্যুৎসব
২০. নিখুঁত স্ট্র্যাটেজী
২১. অশ্লীল সভ্যতা
২২. কবিতার কসম খেলাম
২৩. উপসংহার
২৪. পৃথক পাহাড়
২৫. কোমল কংক্রিট
২৬. সম্প্রদান
২৭. মানবানল
২৮. আমার সকল আয়োজন
২৯. হিরণবালা
৩০. দুঃখের আরেক নাম
৩১. প্রত্যাবর্তন
৩২. তীর্থ
৩৩. অনির্ণীত নারী
৩৪. পরানের পাখি
৩৫. বাম হাত তোমাকে দিলাম
৩৬. শামুক
৩৭. আমার কী এসে যাবে
৩৮. ইদানিং জীবন যাপন
৩৯. অহংকার
৪০. নাম ভূমিকায়
৪১. একটি পতাকা পেলে
৪২. যার যেখানে জায়গা
৪৩. কবি ও কবিতা
৪৪. যেভাবে সে এলো
৪৫. রাডার
৪৬. লাবণ্যের লতা
৪৭. তোমাকেই চাই
৪৮. ভূমিহীন কৃষকের গান
৪৯. কবুতর
৫০. হিজলতলীর সুখ
৫১. রাখাল
৫২. ব্যবধান
৫৩. কে
৫৪. হৃদয়ের ঋণ
৫৫. ডাকাত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন