২২. ৩০ জুলাই ১৯৪১ সন

হুমায়ূন আহমেদ

৩০ জুলাই ১৯৪১ সন। সকাল ন’টা। জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্ৰনাথ শুয়ে আছেন। তাঁর শরীরের অবস্থা ভালো না। তিনি অসহায় এবং অস্থির বোধ করছেন। তাকে বড় বড় ডাক্তাররা ঘিরে আছেন। বিধান রায় এসেছেন, নীলরতন সরকার এসেছেন। বিখ্যাত শৈলচিকিৎসক মোহনলাল বন্দ্যোপাধ্যায় এসেছেন।

মোহনলাল একটা অপারেশন করতে চাচ্ছেন। তিনি নিশ্চিত যে, অপারেশন কবির জন্য মঙ্গলজনক হবে।

বিধান রায় রাজি না। তিনি বলছেন, আমার মন সায় দিচ্ছে না।

মোহনলাল বললেন, চিকিৎসা বিজ্ঞান মন দিয়ে চলে না। অপারেশন না করা ভুল হবে।

বিধান রায় তারপরেও জেদির মতো বলছেন, না।

রবীন্দ্ৰনাথ ইশারা করলেন যেন একজন কেউ খাতা-কলম নিয়ে বসে। তার মাথায় কবিতা এসেছে। নিজের হাতে লেখার সামর্থ্য নেই। তিনি মুখে মুখে বলবেন, কেউ একজন লিখবো। তিনি ক্ষীণ স্বরে লাইনগুলি বলছেন। প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারণ করছেন, যেন শ্রুতিলিখনে ত্রুটি না হয়। এমন হতে পারে যে, তিনি শুদ্ধ করার সময় পাবেন না। জীবনের সর্বশেষ রচনায় ভুল থেকে যাবে।

তোমার সৃষ্টির পথ

তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
বিচিত্ৰ ছলনাজালে
হে ছলনাময়ী!
মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে
সরল জীবনে!

এই প্ৰবঞ্চনা দিয়ে মহত্ত্বেরে করেছ চিহ্নিত;
তার তরে রাখি নি গোপন রাত্রি।
তোমার জ্যোতিষ্ক তারে
যে পথ দেখায়
সে যে তার অন্তরের পথ,
সে যে চিরস্বচ্ছ,
সহজ বিশ্বাসে সে যে
করে তারে চিরসমুজ্জ্বল।
বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু
এই নিয়ে তাহার গৌরব।
লোকে তারে বলে বিড়ম্বিত।
সত্যেরে সে পায়।
আপন আলোকে-ধৌত অন্তরে অন্তরে।
কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে,
শেষ পুরস্কার নিয়ে যায় সে যে
আপন ভাণ্ডারে।
অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে
সে পায় তোমার হাতে
শান্তির অক্ষয় অধিকার।

মোহনলাল বন্দ্যোপাধ্যায় অপারেশন করলেন। জোড়াসাঁকোর বাড়িতেই অপারেশন হলো। রবীন্দ্রনাথ চোখ বন্ধ করলেন, আর খুললেন না। ২২শে শ্রাবণ দুপুর বারোটা দশ মিনিটে তিনি এমন এক ভুবনের দিকে যাত্রা শুরু করলেন যে ভুবনকে তিনি তাঁর রচনায় গভীর বিশ্বাসের সঙ্গে চিহ্নিত করেছেন।

রবীন্দ্রনাথ বাঙালি জাতিকে এগিয়ে দিয়ে গেলেন একশ’ বছর। তাঁর মৃত্যুর ত্ৰিশ বছর পর বাংলাদেশ নামের যে রাষ্ট্রের জন্ম হলো সেই রাষ্ট্রের জাতীয় সঙ্গীতটিও তাঁর রচনা।

সকল অধ্যায়

১. ০১. সময় ১৯০৫
২. ০২. গ্রামের নাম বান্ধবপুর
৩. ০৩. ধনু শেখের লঞ্চ
৪. ০৪. কার্তিক মাসের শেষ
৫. ০৫. রঙিলা নটিবাড়ি
৬. ০৬. উকিল মুনসি
৭. ০৭. বান্ধবপুরের পশ্চিমে মাধাই খাল
৮. ০৮. শশী মাস্টার
৯. ০৯. বান্ধবপুর গ্রামের নৌকাঘাটায়
১০. ১০. মাস্টারদা সূর্যসেনের ফাঁসি
১১. ১১. চৈত্র মাসের শেষ দিকের কথা
১২. ১২. বিপ্লবী জীবনলাল চট্টোপাধ্যায়
১৩. ১৩. ইদুল ফিতরের নামাজ শেষ হয়েছে
১৪. ১৪. বঙ্গবাসী কাগজের শিরোনাম
১৫. ১৫. যমুনা বেতঝোঁপের উপর
১৬. ১৬. ঝুম বৃষ্টি হচ্ছে
১৭. ১৭. মধ্যাহ্ন – দ্বিতীয় খণ্ড
১৮. ১৮. বান্ধবপুর বাজার
১৯. ১৯. বৈশাখের শুরু
২০. ২০. প্রকৃতি রহস্য পছন্দ করে
২১. ২১. শিবশংকরের শরীর
২২. ২২. ৩০ জুলাই ১৯৪১ সন
২৩. ২৩. ধনু শেখ পালকি নিয়ে পাখি শিকারে
২৪. ২৪. মাওলানা ইদরিস মহাবিপদে পড়েছেন
২৫. ২৫. এককড়ি ভোরবেলার কনকনে ঠান্ডায়
২৬. ২৬. জুলেখা কলিকাতা বেতার ভবনে
২৭. ২৭. বার্লিন আর্মি হেড কোয়ার্টার
২৮. ২৮. নমশুদ্ৰ পাড়া
২৯. ২৯. আষাঢ় মাসের ঝড়বৃষ্টি
৩০. ৩০. এককড়ির মন্দিরের চূড়া
৩১. ৩১. ১৯৪৫ সনের এপ্রিল মাস
৩২. ৩২. জায়গার নাম মালাবার হিল
৩৩. ৩৩. এমএল আড়িয়াল খাঁ লঞ্চ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন