কবি ও জনতাস্তাবকতা

হুমায়ুন আজাদ

কবি ও জনতাস্তাবকতা

সকলেই আজকাল স্তাবকতা করে জনতার।
স্বৈরাচারী, রাজনীতিব্যবসায়ী, ও তাত্ত্বিকেরা তো বটেই,
জনতার কবিসম্প্রদায়ও অক্লান্ত স্তাবকতা করে জনতার।
স্তাবকতা আত্মোন্নতির উপায় মাত্র; এতে জনতার
কোনো লাভ নেই। স্বৈরাচারী স্তাবকতা করে
সিংহাসনে টেকার জন্যে; রাজনীতিব্যবসায়ী স্তাবকতা
করে সিংহাসনে ওঠার আশায়। তাত্ত্বিকেরা
স্তাবকতা করে, কারণ তাদেরও চোখ নিবদ্ধ
সিংহাসনের আশেপাশে।
জনতার কবিসম্প্রদায়ও লাভের আশায়ই
স্তাবকতা করে জনতার।
তবে যে প্রকৃত কবি, যার ভালোবাসা বিশুদ্ধ প্রকৃত,
সে স্তব করতে পারে, কিন্তু স্তাবকতা
করে না কখনো। সে জানে জনতাও দেবতা নয়;
জনতাও বিপথগামী হয় অন্ধকারে;
পদস্খলিত হয় পিচ্ছিল রাস্তায়। তাই সে স্তাবকতার বদলে
নিজেকেই করে তোলে অগ্নিশিখা, জনতা তখন
পথ খুঁজে পায়। জনতা অনুসরণ করে কবিকে।
কবি, অগ্নিশিখা, কখনো অনুসরণ
করে না জনতাকে।

সকল অধ্যায়

১. তোমার দিকে আসছি
২. গরীবদের সৌন্দর্য
৩. আমাকে ছেড়ে যাওয়ার পর
৪. ভিখারি
৫. শ্রেষ্ঠ শিল্প
৬. পুত্রকন্যাদের প্রতি, মনে মনে
৭. ডানা
৮. সাহস
৯. মুক্তিবাহিনীর জন্যে
১০. যা কিছু আমি ভালোবাসি
১১. সিংহ ও গাধা ও অন্যান্য
১২. তুমি, বাতাস ও রক্তপ্রবাহ
১৩. একবারে সম্পূর্ণ দেখবো
১৪. এপিটাফ
১৫. কবি ও জনতাস্তাবকতা
১৬. বিশ্বাস
১৭. যদি ওর মতো আমারও সব কিছু ভালো লাগতো
১৮. ও ঘুমোয়, আমি জেগে থাকি
১৯. সৌন্দর্যের সৌন্দর্য
২০. আর্টগ্যালারি থেকে প্রস্থান
২১. গরু ও গাধা
২২. বিজ্ঞাপন : বাঙলাদেশ ১৯৮৬
২৩. এসো, হে অশুভ
২৪. নষ্ট হৃৎপিণ্ডের মতো বাঙলাদেশ
২৫. আমার চোখের সামনে
২৬. আমাদের ভালোবাসা
২৭. সামরিক আইন ভাঙার পাঁচ রকম পদ্ধতি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন