নষ্ট হৃৎপিণ্ডের মতো বাঙলাদেশ

হুমায়ুন আজাদ

নষ্ট হৃৎপিণ্ডের মতো বাঙলাদেশ

তোমার দুই চির-অপ্রতিষ্ঠিত পুত্র কবি ও কৃষক (নিষাদেরাই
প্রতিষ্ঠিত চিরকাল) তোমার রূপের কথা
রটায় দিনরাত। একজন ধানখেতে তোমার দেহের
স্তব করে যেই গান গেয়ে ওঠে অন্যজন অমনি পুথির ধূসর
পাতা ভরে তোলে সমিল পয়ারে।
একজনকে তুমি এক বিঘে ধান দিলে সে তোমার দশ বিঘে
ভ’রে তোলে গানে। অন্যজনকে যখন তুমি
একটি পংক্তি দাও সে তখন দশশ্লোক স্তব রচে তোমার রূপের।
এ ছাড়া তোমার স্তব কোনো কালে বেশি কেউ
করে নি কখনো, বরং কুৎসাই রটিয়েছে শতকে শতকে।
এখন তো তুমি অপরিহার্য নও তোমার অধিকাংশ পুত্রের জন্যেই।
অনেকের চোখেই এখন মরুভূমি তোমার চেয়েও বেশি
সবুজ ও রূপসী, আর শীতপ্রধান অঞ্চলের উষ্ণতা রক্তেমাংসে
উপভোগে উৎসাহী সবাই, তাই তোমাকে ‘বিদায়’ না ব’লেই তারা
ছেড়ে যাচ্ছে তোমার উঠোন। আর চিরকালই
ঝোপঝাড়ে পাটখেতে ওৎ পেতে আছে অজস্র ধর্ষণকারী।
কতোবার যে দশকে দশকে ধর্ষিতা হয়েছো তুমি, তোমার আর্ত চিৎকার
মিশে গেছে মাঠে ঘাটে তুমি তার হিশেবও রাখো নি।
তুমি সেই কৃষক-কন্যা, যে ধর্ষিতা হলে প্রতিবাদে কোনো দিন
সরব হয় না গ্রাম। আমিও যে খুব ভক্তি করি ভালোবাসি
তোমাকে, তা নয়; ভাগ্যগুণে অন্য গোলার্ধে আমিও বিস্তর রূপসী
দেখেছি। তাদের ওষ্ঠ গ্রীবা বাহু এখনো রক্তে
তোলে ঢেউ, অর্থাৎ তোমার রূপে আমার দু-চোখ অন্ধ হয় নি কখনো।
অপরিহার্য ভাবি না তোমাকে, তবু যেই রক্তে চাপ পড়ে
টের পাই পাঁজরের তলে নষ্ট হৃৎপিণ্ডের মতো বাঙলাদেশ
সেঁটে আছো অবিচ্ছেদ্যভাবে।

সকল অধ্যায়

১. তোমার দিকে আসছি
২. গরীবদের সৌন্দর্য
৩. আমাকে ছেড়ে যাওয়ার পর
৪. ভিখারি
৫. শ্রেষ্ঠ শিল্প
৬. পুত্রকন্যাদের প্রতি, মনে মনে
৭. ডানা
৮. সাহস
৯. মুক্তিবাহিনীর জন্যে
১০. যা কিছু আমি ভালোবাসি
১১. সিংহ ও গাধা ও অন্যান্য
১২. তুমি, বাতাস ও রক্তপ্রবাহ
১৩. একবারে সম্পূর্ণ দেখবো
১৪. এপিটাফ
১৫. কবি ও জনতাস্তাবকতা
১৬. বিশ্বাস
১৭. যদি ওর মতো আমারও সব কিছু ভালো লাগতো
১৮. ও ঘুমোয়, আমি জেগে থাকি
১৯. সৌন্দর্যের সৌন্দর্য
২০. আর্টগ্যালারি থেকে প্রস্থান
২১. গরু ও গাধা
২২. বিজ্ঞাপন : বাঙলাদেশ ১৯৮৬
২৩. এসো, হে অশুভ
২৪. নষ্ট হৃৎপিণ্ডের মতো বাঙলাদেশ
২৫. আমার চোখের সামনে
২৬. আমাদের ভালোবাসা
২৭. সামরিক আইন ভাঙার পাঁচ রকম পদ্ধতি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন