তুমি, বাতাস ও রক্তপ্রবাহ

হুমায়ুন আজাদ

তুমি, বাতাস ও রক্তপ্রবাহ

বাতাসের নিয়মিত প্রবাহ বোধই করা যায় না।
যখন নিশ্বাসপ্রশ্বাস ঠিক মতো চলে
তখন কে বোধ করে বাতাসের অস্তিত্ব?
স্বাভাবিক রক্তসঞ্চালন টেরই পাওয়া যায় না।
বোঝাই যায় না হৃৎপিণ্ড
অবিরাম সঞ্চালিত করে চলেছে রক্ত শিরায় শিরায়।
সমগ্র শরীর কেঁপে ওঠে
যখন অভাব ঘটে বাতাসের।
ভূমিকম্প হয় যখন ব্যাঘাত ঘটে রক্তপ্রবাহে।
তুমি ওই রক্ত আর বাতাসের মতো
টেরই পাই না তোমাকে।
কিন্তু প্রচণ্ডভাবে বোধ করি তোমার অস্তিত্ব
যখন তোমার অভাব ঘটে
আমার জীবনে।

সকল অধ্যায়

১. তোমার দিকে আসছি
২. গরীবদের সৌন্দর্য
৩. আমাকে ছেড়ে যাওয়ার পর
৪. ভিখারি
৫. শ্রেষ্ঠ শিল্প
৬. পুত্রকন্যাদের প্রতি, মনে মনে
৭. ডানা
৮. সাহস
৯. মুক্তিবাহিনীর জন্যে
১০. যা কিছু আমি ভালোবাসি
১১. সিংহ ও গাধা ও অন্যান্য
১২. তুমি, বাতাস ও রক্তপ্রবাহ
১৩. একবারে সম্পূর্ণ দেখবো
১৪. এপিটাফ
১৫. কবি ও জনতাস্তাবকতা
১৬. বিশ্বাস
১৭. যদি ওর মতো আমারও সব কিছু ভালো লাগতো
১৮. ও ঘুমোয়, আমি জেগে থাকি
১৯. সৌন্দর্যের সৌন্দর্য
২০. আর্টগ্যালারি থেকে প্রস্থান
২১. গরু ও গাধা
২২. বিজ্ঞাপন : বাঙলাদেশ ১৯৮৬
২৩. এসো, হে অশুভ
২৪. নষ্ট হৃৎপিণ্ডের মতো বাঙলাদেশ
২৫. আমার চোখের সামনে
২৬. আমাদের ভালোবাসা
২৭. সামরিক আইন ভাঙার পাঁচ রকম পদ্ধতি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন