একটি অসাধারণ কবিতা

নবারুণ ভট্টাচার্য

একটি অসাধারণ কবিতা । নবারুণ ভট্টাচার্য

আমার ভালোবাসায় যে নিজেকে উৎসর্গ করেছিল
সেই মেয়েটি এখন আত্মহত্যা করছে।
নীল ও বিন্দু বিন্দু আমার কপালে ঘাম
তার কাছে আমি গভীর সার্থকতা ছিলাম
আমার তরফে কিছু প্রবঞ্চ নাও বুঝি ছিল
অথবা সে কোনোদিনও সমুদ্র দেখেনি।
সে এখন আত্মহত্যা করছে
তার আঙুল, লুকোনো নরম রক্ত, সাদা গলা
এখনও বেঁচে আছে
শুধু তার চোখের পলক পড়ছে না।
স্থির সম্মতির মতো অপলক আয়নায়
সে এখনও বেঁচে আছে
কোনোদিনও সমুদ্র দেখেনি।
আমাদের একইসঙ্গে সমুদ্রে যাওয়ার কথা ছিল
সে এখনও বেঁচে আছে
এখনও হয়তো যাওয়া যায়
নীল ও তুষারকণা আমার কপালে ঘাম।
এখনও তাকে সারারাত্রি চুমু খাওয়া যায়
এমনকী মৃত্যুর পরেও তাকে সারারাত চুমু খাওয়া যায়
ঘুমন্ত তাকে এত সুন্দর দেখাত
আরও গভীর ঘুমে সৌন্দর্য আরও জন্ম নেয়
কিন্তু সে এখনও বেঁচে আছে
শুধু তার চোখের পলক পড়ছে না।
তার আঙুল কঁপিছে দ্বিধায় ও বিভিন্ন কোণে বসানো পাথরে
নরম রক্ত নিভে যাচ্ছে ভয়ে
সাদা গলার মধ্যে স্বচ্ছ বাতাস ও রাত্রি
আমি এই ঢেউ ও ঝড়ের বিপদসঙ্কেতের কাছে কিছু না
এত ফেনা আর গভীর অন্ধকার প্রবালদ্বীপের মধ্যে
সামুদ্রিক অশ্বের হ্রেষায়
আমার নিজের ঠোঁট নিজেরই অচেনা।
অতল সার্থকতা ছিলাম
মৃত্যু, মরে যাওয়া, মরণের মতো
নীল ও বিন্দু বিন্দু আমার কপালে মুহূর্ত।
আমার ভালোবাসায় যে নিজেকে উৎসর্গ করেছিল
সেই মেয়েটি এখন আত্মহত্যা করছে।

সকল অধ্যায়

১. এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২. দুটি প্রাথমিক প্রশ্ন
৩. ১৯৮৪-র কলকাতা
৪. একটা ফুলকির জন্যে
৫. ভিয়েতনামের ওপর কবিতা
৬. সার্কাসের অসুখ
৭. আমার খবর
৮. শেষ ইচ্ছে
৯. আমার একটা মোটরগাড়ি চাই
১০. নীল
১১. খারাপ সময়
১২. কুষ্ঠরোগীর কবিতা
১৩. পটভূমি—১৩৮৮
১৪. গ্রহণ
১৫. একটি অসাধারণ কবিতা
১৬. রাতচরা লোক
১৭. সামন্তর বন্দুক উধাও
১৮. ম্যাচবাক্সের মানুষ
১৯. জুয়াড়ির নৌকো
২০. শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১. হে লেখক
২২. শঙ্কিত কথামালা
২৩. স্লোগানের কবিতা
২৪. বিপ্লবের চিত্রকল্প
২৫. হাত দেখার কবিতা
২৬. কলকাতা
২৭. পেট্রল আর আগুনের কবিতা
২৮. ভাবনার কথা
২৯. বরফ আর আগুন
৩০. ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১. স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২. কালবেলা
৩৩. ঘুমন্ত দৈত্য
৩৪. আমাকে দেখা যাক বা না যাক
৩৫. পোস্টার
৩৬. নির্গুণের গান
৩৭. কিছু একটা পুড়ছে
৩৮. তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯. পুলিশ করে মানুষ শিকার
৪০. বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১. তোমার, আমার, আমাদের
৪২. কবির ঔদ্ধত্য
৪৩. মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪. সংবাদ মূলত কবিতা
৪৫. সমাজবিরোধিতার কথা
৪৬. বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭. রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮. লুম্পেনদের লিরিক
৪৯. মৃত্যুর একটি গান
৫০. টেলিভিশন
৫১. লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২. প্রতি কর্তৃপক্ষকে
৫৩. শর্ত
৫৪. সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন