নির্গুণের গান

নবারুণ ভট্টাচার্য

নির্গুণের গান । নবারুণ ভট্টাচার্য

হাঁটুর ওপরে যারা হেঁটে যান
আমরা সেই নির্গুণের জয়গান গাই

আমরা শব্দগুলো ঠিক ঠিক উচ্চারণ করতে পারি না
এটা বিরাট দোষের ব্যাপার নয়
আমরা এখন বিভিন্ন শস্যের খোসা চিবোচ্ছি
অতএব বিভিন্ন স্বর বেরোচ্ছে আমাদের কষ্ঠ থেকে

হাঁটুর ওপরে যারা হেঁটে যান
আমরা সেই নির্গুণের জয়গান গাই

অকারণে প্রশ্ন তুলে লোকসান দিতে আমরা রাজি নই
প্রশ্নের উত্তরও প্রশ্ন—আমরা শুধু এইমাত্র বুঝি
যত্রতত্র ও সর্বত্র তাই বেজে ওঠে আমাদের শিঙা,
পিলে চমকানো খোল ও বগল
হেই বাবা, দেই বাবা, এটা পয়সা দে যাবেন বাবা
চোপরদিন অনাহারে আছি বাবা
গ্রহণ হোক বা না হোক আমরা দান গ্রহণ করে থাকি

হাঁটুর ওপরে যারা হেঁটে যান
আমরা সেই নির্গুণের জয়গান গাই

শাস্ত্রীয় স্বরগ্রাম বা ভদ্র রসিকতা আমরা জানি না
আমাদের তাতে বিন্দুমাত্র লজ্জাও নেই
মজ্জার ভেতরে যাদের ইয়ার লুকিয়ে আছে
তাদের মজা পেতে পয়সা খরচ হয় না

হাঁটুর ওপরে যারা হেঁটে যান
আমরা সেই নির্গুণের জয়গান গাই

হাঁটুর ওপরে নির্গুণেরা হেঁটে যান
যেমন তাঁদের ছাঁদ তেমনই রগুড়ে চলন
স্রেফ ক্ষুধা আর নেশা তাঁরা সঙ্গে করে এনেছেন
কিন্তু ভোজ্যবস্তু বা বোতল কোনোটারই ব্যবস্থা করেননি

হাঁটুর ওপরে যারা হেঁটে যান
আমরা সেই নির্গুণের জয়গান গাই

গর্ভপাতকীর পুরস্কার তাঁদের প্রলুব্ধ করে না
তারা মুহুর্মুহু দেহক্রীড়ায় মত্ত হয়ে ওঠেন
এই প্রচণ্ড শক্তি তারা কোথায় সঞ্চয় করেছেন
হাড় বার করা চতুর্মুখ দেখে বোঝবার জো-টি নেই

হাঁটুর ওপরে যারা হেটে যান
আমরা সেই নির্গুণের জয়গান গাই

তাঁরাই মনুষ্যরূপে প্রবৃত্তি
প্রবৃত্তি সেই বস্তু যা জয় করা
অকারণে মানুষ মারারই সামিল
তাই বুট ও বুলেটে যারা ছত্ৰখান
যাঁরা চরম আহাম্মক, ফেরার বা লোপাট
আমরা সেই নির্গুণের জয়গান গাই

হাঁটুর ওপরে যারা হেঁটে যান
আমরা সেই নির্গুণের জয়গান গাই

সকল অধ্যায়

১. এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
২. দুটি প্রাথমিক প্রশ্ন
৩. ১৯৮৪-র কলকাতা
৪. একটা ফুলকির জন্যে
৫. ভিয়েতনামের ওপর কবিতা
৬. সার্কাসের অসুখ
৭. আমার খবর
৮. শেষ ইচ্ছে
৯. আমার একটা মোটরগাড়ি চাই
১০. নীল
১১. খারাপ সময়
১২. কুষ্ঠরোগীর কবিতা
১৩. পটভূমি—১৩৮৮
১৪. গ্রহণ
১৫. একটি অসাধারণ কবিতা
১৬. রাতচরা লোক
১৭. সামন্তর বন্দুক উধাও
১৮. ম্যাচবাক্সের মানুষ
১৯. জুয়াড়ির নৌকো
২০. শীত সন্ধ্যার পার্ক স্ট্রিট
২১. হে লেখক
২২. শঙ্কিত কথামালা
২৩. স্লোগানের কবিতা
২৪. বিপ্লবের চিত্রকল্প
২৫. হাত দেখার কবিতা
২৬. কলকাতা
২৭. পেট্রল আর আগুনের কবিতা
২৮. ভাবনার কথা
২৯. বরফ আর আগুন
৩০. ভাসানের সুন্দরবনে সোনার তরী
৩১. স্বদেশ গাথা (প্রেরণা গোবিন্দচন্দ্র দাস)
৩২. কালবেলা
৩৩. ঘুমন্ত দৈত্য
৩৪. আমাকে দেখা যাক বা না যাক
৩৫. পোস্টার
৩৬. নির্গুণের গান
৩৭. কিছু একটা পুড়ছে
৩৮. তৃতীয় বিশ্বের শিশুদের
৩৯. পুলিশ করে মানুষ শিকার
৪০. বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
৪১. তোমার, আমার, আমাদের
৪২. কবির ঔদ্ধত্য
৪৩. মাংসনগরে, পণ্যের বাজারে
৪৪. সংবাদ মূলত কবিতা
৪৫. সমাজবিরোধিতার কথা
৪৬. বিষুব অরণ্যে, জ্যোৎস্নার তল্লাসী আলোয়
৪৭. রেস্তরাঁর খাদ্য তালিকা
৪৮. লুম্পেনদের লিরিক
৪৯. মৃত্যুর একটি গান
৫০. টেলিভিশন
৫১. লাল কার্ড হাতে ছোট ছোট ফুটবল দলের গান
৫২. প্রতি কর্তৃপক্ষকে
৫৩. শর্ত
৫৪. সাত যুবক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন