পুত্র

– অপবিদ্ধ
মাতাপিতা উভয়ের (বা একের) পরিত্যক্ত অন্য কর্তৃক পুত্রভাবে গৃহীত পুত্র।

– অম্বষ্ঠ
ব্রাহ্মণ পিতা ও বৈশ্য মাতার পুত্র। এঁদের পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– উগ্র
ক্ষত্রিয় পিতা ও শূদ্র মাতার পুত্র। পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– করণ
বৈশ্য পিতা ও শূদ্রা মাতার পুত্র। পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– কানীন
কুমারী অবস্থায় জাত পুত্র।

– ক্রীত
মূল্য দিয়ে অন্যের যে পুত্রকে ক্রয় করা হয়েছে।

– কৃত্রিম
বস্ত্র-কাষ্ঠ দিয়ে নির্মিত পুত্র।

– ক্ষেত্রজ
পত্নীতে দেবর, সপিণ্ড বা সগোত্র থেকে শাস্ত্রানুসারে জাত পুত্র। যদিও মহাভারতের বহু কাহিনীতে ব্রাহ্মণরা সগোত্র না হয়েও ক্ষত্রিয়া নারীদের গর্ভে শাস্ত্রমতেই তাঁদের পতিদের জন্য ক্ষেত্রজ পুত্র উৎপাদন করেছেন।

– গূঢ়োৎপন্ন
ভর্তৃগৃহে পরপুরুষের গূঢ় (গুপ্ত) সংসর্গে উৎপন্ন পুত্র। এই পুত্র স্বৈরিনীদের গর্ভে হয় বলে এদের স্বৈরিনীজও বলা হয়।

– চণ্ডাল
শূদ্র পিতা ও ব্রাহ্মণ মাতার পুত্র। বধার্হ ব্যক্তিদের হত্যা করা ছিল এঁদের কাজ। পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– দত্ত
বিনামূল্যে অন্যের কাছ থেকে যে পুত্র লাভ হয়েছে।

– নিষাদ
শূদ্র পিতা ও ক্ষত্রিয় মাতার পুত্র। এঁরা ছিলেন মত্সজীবি। পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– পারশব
ব্রাহ্মণ পিতা ও শূদ্র মাতার পুত্র। পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– পৌনর্ভব
বিধবা বা পতি পরিত্যক্তা স্ত্রী স্বেচ্ছায় অন্যের ভার্যা হয়ে যে পুত্র উৎপাদন করে।

– বন্দী
বৈশ্য পিতা ও ক্ষত্রিয় মাতার পুত্র। এঁরা ছিলেন বাক্যজীবি। পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– ব্রাত্য
শূদ্র পিতা ও ক্ষত্রিয় মাতার পুত্র। এঁরা ছিলেন মত্সজীবি। পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– মাহিষ্য
ক্ষত্রিয় পিতা ও বৈশ্য মাতার পুত্র। পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– মূর্ধাভিষিক্ত
ব্রাহ্মণ পিতা ও ক্ষত্রিয় মাতার পুত্র। পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– মৌদগল্য
বৈশ্য পিতা ও ব্রাহ্মণ মাতার পুত্র। অন্তঃপুর রক্ষণাবেক্ষণ করাই এঁদের প্রধান কাজ ছিল। পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– সহোঢ়
বিবাহকালে যে পুত্র গর্ভাবস্থিত ছিল, সেই পুত্র।

– সূত্রধর
শূদ্র পিতা ও বৈশ্য মাতার পুত্র। এঁদের থেকে ব্রাহ্মণরা কোনও দান গ্রহণ করতেন না। পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– সূত
ক্ষত্রিয় পিতা ও ব্রাহ্মণ মাতার পুত্র। রাজাদিদের স্তব পথ করা সূতদের প্রধান কাজ ছিল। পিতা ও মাতা ভিন্ন বর্ণের বলে এঁদের বর্ণসঙ্কর বলা হত।

– স্বয়াংজাত
পতির ঔরসজাত পুত্র।

– স্বয়ংদত্ত
মাতৃপিতৃহীন বা দ্বেষাদি হেতু মাতৃপিতৃ পরিত্যক্ত পুত্র যদি স্বয়ং আপনাকে দান করে, তবে সে গ্রাহীতার স্বয়ংদত্ত পুত্র হয়।

– স্বৈরিনীজ
ভর্তৃগৃহে পরপুরুষের গূঢ় (গুপ্ত) সংসর্গে উৎপন্ন পুত্র। এই পুত্র স্বৈরিনীদের গর্ভে হয় বলে এদের স্বৈরিনীজও বলা হয়।

– হীনযোনীধৃত
নীচশ্রেনীর গর্ভজাত। সাধারণত দ্বিজ হতে শুদ্রাজাত পুত্র।

সকল অধ্যায়

১. হৃষিকেশ
২. অক্রুর
৩. অগ্নি
৪. অগ্নিবেশ
৫. অগ্নিহোত্র
৬. অচ্যুত
৭. অঙ্গ
৮. অঙ্গদেশ
৯. অঙ্গারপর্ণ
১০. অঙ্গিরা
১১. অজাতশত্রু
১২. অজৈকপাদ
১৩. অতিরথ
১৪. অত্রি (১)
১৫. অত্রি (২)
১৬. অদিতি
১৭. অদ্রিকা
১৮. অধর
১৯. অধর্ম
২০. অধিরথ
২১. অনন্তনাগ
২২. অনবদ্যা
২৩. অনল
২৪. অনসূয়া
২৫. অনিল
২৬. অনু
২৭. অনুহলাদ
২৮. অনূপা
২৯. অন্ধ্রদেশ
৩০. অপ্সরা
৩১. অবন্তী
৩২. অবিজণাতগতি
৩৩. অভিমন্যু
৩৪. অমৃত
৩৫. অম্বা
৩৬. অম্বালিকা
৩৭. অম্বিকা
৩৮. অর্ক
৩৯. অরণি
৪০. অরিষ্টনেমা
৪১. অরুণ
৪২. অরুণা
৪৩. অরুন্ধতী
৪৪. অর্জ্জন্য
৪৫. অর্থ
৪৬. অর্য্যমা
৪৭. অলম্বুষ
৪৮. অলম্বুষা
৪৯. অশ্ব
৫০. অশ্বতীর্ণ
৫১. অশ্বমেধ-যজ্ঞ
৫২. অশ্বত্থমা
৫৩. অশ্বিনী
৫৪. অশ্বিনীকুমার
৫৫. অশ্মক
৫৬. অষ্টক
৫৭. অষ্টবসু
৫৮. অষ্টাবক্র
৫৯. অসুরা
৬০. অহঃ
৬১. অহির্বুধন্য
৬২. আদিত্য
৬৩. আরুণি (১)
৬৪. আরুণি (২)
৬৫. আরুষী
৬৬. আস্তিক
৬৭. ইক্ষাকু-বংশ
৬৮. ইন্দ্র
৬৯. ইন্দ্রজিত
৭০. ইন্দ্রকিল
৭১. ইরাবন
৭২. ইল্বল
৭৩. উগ্রশ্রবাঃ
৭৪. উতঙ্ক
৭৫. উতত্থ্য
৭৬. উত্তর
৭৭. উত্তরা
৭৮. উদ্দালক
৭৯. উপমন্যু
৮০. উপপ্লব্য
৮১. উপরিচর বসু
৮২. উমা
৮৩. উর্বশী
৮৪. উরুক্রম
৮৫. নৈর্ঋত
৮৬. পঞ্চচূড়া
৮৭. পরন্তপ
৮৮. পরশুরাম
৮৯. পরাশর
৯০. পুত্র বা কন্যাদের বৈচিত্র্য
৯১. পুত্র
৯২. পুলহ
৯৩. পুলোমা (১)
৯৪. পুলোমা (২)
৯৫. পুণ্ডরিকাক্ষ
৯৬. পুরোচন
৯৭. পুরুমিত্র
৯৮. পুরূরবা
৯৯. পুরুষোত্তম
১০০. পুলস্ত্য
১০১. পুষ্টি
১০২. পূর্ণ
১০৩. পুর্ণায়ু
১০৪. পূষাঃ
১০৫. পৃথু
১০৬. পৌলম/কালকেয়
১০৭. পৌষ্য
১০৮. পৌলস্ত্য
১০৯. প্রভাস
১১০. প্রচন্দ্র
১১১. প্রতর্দন
১১২. প্রধা
১১৩. প্রদ্যুম্ন
১১৪. প্রহ্লাদ
১১৫. উলুপী
১১৬. সহদেব (১)
১১৭. সহদেব (২)
১১৮. সহস্রপাদ
১১৯. সাত্যকি
১২০. সাবিত্রী
১২১. সিদ্ধ
১২২. সিংহচন্দ্র
১২৩. সিংহিকা
১২৪. সুতসোম
১২৫. সুতেজন
১২৬. সুজাতা
১২৭. সুদক্ষিণ
১২৮. সুদর্শন
১২৯. সুদর্শনা
১৩০. সুদেষ্ণা
১৩১. সুন্দ ও উপসুন্দ
১৩২. প্রজাপতি
১৩৩. সুপর্ণ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন